চেন্নাই: প্রায় সাত দশক ধরে ‘হিন্দি আগ্রাসন’-এর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে তামিলনাড়ু। এবার সেই লড়াইয়ে অন্য রাজ্যগুলিকে পাশে চাইলেন তামিল-ভূমের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তাঁর দাবি, গত ১০০ বছরে ২৫টি ভাষাকে গিলে খেয়েছে হিন্দি। আশ্চর্যের বিষয়, এই ভাষাগুলির অধিকাংশই বিলুপ্ত হয়েছে তথাকথিত গোবলয় বা ‘হিন্দি হার্টল্যান্ডে’ই। জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার জন্যই এই অবস্থা বলে অভিযোগ স্ট্যালিনের। যদিও ডিএমকে প্রধানের এই অভিযোগকে ‘অবান্তর’ বলে উড়িয়ে দিয়েছে মোদি সরকার ও বিজেপি। বৃহস্পতিবার সকালে ‘হিন্দি আগ্রাসন’ নিয়ে এক্স হ্যান্ডলে স্ট্যালিনের মন্তব্যে তীব্র বিতর্ক শুরু হয়। অন্যান্য রাজ্যের মানুষের উদ্দেশে তামিলনাডুর মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আপনারা কি কখনও ভেবে দেখেছেন, হিন্দি কতগুলি ভাষাকে গিলে খেয়েছে?’ এরপর ভোজপুরি, আওধি, মৈথিলি সহ ২৫টি ভাষার উল্লেখ করে তাঁর আরও বক্তব্য, ‘বহু ভাষার অস্তিত্ব সঙ্কট শুরু হয়েছে। একমাত্রিকভাবে হিন্দিভাষী পরিচয় বহু প্রাচীন মাতৃভাষাকে হত্যা করেছে। বিহার এবং উত্তরপ্রদেশ কখনও কেবল হিন্দি হার্টল্যান্ড ছিল না। সেখানকার স্থানীয় ভাষাগুলি এখন দেহ রেখেছে।’ অনেকেই মনে করছে, আগামী বছর বিধানসভা নির্বাচনের সলতে পাকাতেই ভাষাগত বিবাদকে হাতিয়ার করেছেন স্ট্যালিন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের কথায় এবং কাজে বিস্তর গরমিল রয়েছে।
স্ট্যালিনের অভিযোগ, তৃতীয় ভাষার ক্ষেত্রে রাজ্যের বাইরে কোথাও তামিল শিক্ষার সুব্যবস্থা নেই। একমাত্র ব্যতিক্রম আন্দামান। জাতীয় শিক্ষা নীতির ভাষা সংক্রান্ত বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাফ জানিয়েছেন, কোনও স্কুলে ১৫ জন তামিল শেখার আবেদন করলে তবেই শিক্ষক নিয়োগ করা হবে।