Bartaman Patrika
দেশ
 

একদিনে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪০০ 

নয়াদিল্লি, ২ এপ্রিল (পিটিআই): ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে করোনা সংক্রমণ। ২১ দিনের টানা লকডাউনের মধ্যেই বাড়ছে মৃতের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুয়ায়ী, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৫ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১২ জন। নতুন করে আক্রান্ত ৩২৮। মোট সংক্রমণের শিকার ১ হাজার ৯৬৫ জন। সুস্থ হয়েছেন ১৫১। সংবাদসংস্থা অবশ্য জানাচ্ছে মৃতের সংখ্যা ৭৩। মোট আক্রান্ত ২ হাজার ৩৩১। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪০০। বৃহস্পতিবার মহারাষ্ট্রে মৃত্যু বেড়ে হয়েছে ১৯। যা দেশে সর্বোচ্চ। এর মধ্যে একজন ধারাভির বাসিন্দা। তাঁর মৃত্যুর পর গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। সেখানে এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। তৃতীয় স্থানে গুজরাত। সেখানে মৃত্যু হয়েছে সাতজনের। তালিকায় এরপরে রয়েছে পাঞ্জাব (৪), কর্ণাটক (৩), তেলেঙ্গানা (৩), পশ্চিমবঙ্গ (৩), দিল্লি (২), জম্মু ও কাশ্মীর (২), উত্তরপ্রদেশ (২) ও কেরল (২)। অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, তামিলনাড়ু, বিহার ও পাঞ্জাব- প্রতি রাজ্যের একজন করে মারা গিয়েছেন।
মৃত্যুর পাশাপাশি দীর্ঘ হচ্ছে আক্রান্তের তালিকাও। সেই তালিকাতেও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে মোট আক্রান্ত ৪১৬ জন। এরপরেই রয়েছে কেরল। সেখানে আক্রান্ত ২৬৫ জন। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৩০৯। পিছিয়ে নেই দেশের রাজধানী দিল্লি। সেখানে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ২০৮। উত্তরপ্রদেশ ও কর্ণাটকে এখনও পর্যন্ত যথাক্রমে ১২১ জন ও ১১০ জন আক্রান্ত হয়েছেন। এছাড়াও রাজস্থানে ১৩৩ জন, মধ্যপ্রদেশে ৯৯ জন, তেলেঙ্গানায় ১০৭ জন, অন্ধ্রপ্রদেশে ১৩৫ জন, গুজরাতে ৮৭ জন ও জম্মু-কাশ্মীরে ৭০ জন আক্রান্ত হয়েছেন। প্রয়োজনের সময় সরকারি হেল্পলাইন নম্বরগুলিতে লাইন না পাওয়ায় ক্ষোভপ্রকাশ করেছেন অনেকে।
এদিকে, এর মধ্যে একটা বড় অংশ দিল্লির নিজামুদ্দিনে তবলিগ-ই-জামাতের ধর্মীয় সভায় গিয়ে সংক্রামিত হয়েছেন বলে অনুমান বিশেষজ্ঞদের। দিল্লির ওই সভা থেকে সংক্রামিত হয়েছেন অরুণাচল প্রদেশের এক ব্যক্তিও। বিষয়টি নিয়ে কেন্দ্র যে যথেষ্ট উদ্বিগ্ন, তা ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়ালের কথায়। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘মোট আক্রান্তদের মধ্যে ৪০০-রও বেশি মানুষ নিজামুদ্দিনের সভার সঙ্গে সম্পর্কযুক্ত। গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যগুলির মুখ্যসচিব ও পুলিসের ডিজির সঙ্গে ক্যাবিনেট সচিব বৈঠক করেছেন। তবলিগ-ই-জামাতের ধর্মীয় সভায় যোগদানকারীদের যুদ্ধকালীন তৎপরতায় খুঁজে বার করে তাঁদের আইসোলেশনে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।’ করোনা পরিস্থিতি মোকাবিলায় ওষুধ ও মেডিক্যাল সামগ্রীর যাতে কোনও অভাব না হয়, তা নিশ্চিত করতে এয়ার ইন্ডিয়ার কার্গো বিমানকে সাংহাই ও হংকং যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ু। রাষ্ট্রপতি ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যপাল, লেফটেন্যান্ট গভর্নর ও প্রশাসকদের সঙ্গে আলোচনা করবেন তাঁরা। এর আগে গত ২৭ মার্চের বৈঠকে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন রাজ্যপাল, লেফটেন্যান্ট গভর্নর ও প্রশাসকরা।
অন্যদিকে, মানবিক পদক্ষেপ নিয়েছে গুজরাত সরকারও। সেখানে প্রত্যেক প্রাথমিক স্কুল শিক্ষককে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে ভিনরাজ্যের শ্রমিকদের খুঁজে বার করতে বলা হয়েছে। শিক্ষকদের তথ্যের ভিত্তিতে ওই শ্রমিকদের খাবারের ব্যবস্থা করবে প্রশাসন। কর্ণাটকের বিভিন্ন শহরের দরিদ্রদের বিনামূল্যে দুধের প্যাকেট দেওয়ার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। অটোচালক, গ্রামীণ সেবা এবং ই-রিকশচালকদের ৫ হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। 
03rd  April, 2020
করোনা মোকাবিলায় ভারতকে ১০০
কোটি মার্কিন ডলার দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক

  ওয়াশিংটন, ৩ এপ্রিল (পিটিআই): করোনা মোকাবিলায় ভারতের পাশে দাঁড়াল বিশ্ব ব্যাঙ্ক। স্বাস্থ্য ও আর্থিক অবস্থার উন্নয়নে ভারতকে ১০০ কোটি মার্কিন ডলার সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে ওই সংস্থা। এদিকে, করোনার ধাক্কায় গোটা বিশ্বে আর্থিক ক্ষতির পরিমাণ ৪.১ লক্ষ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি)। বিশদ

04th  April, 2020
৪৮ ঘণ্টা সম্পূর্ণ বন্ধ
ভুবনেশ্বর ও ভদ্রক

  ভুবনেশ্বর, ৩ এপ্রিল: করোনার বিরুদ্ধে যুদ্ধ জোরদার করতে আরও কঠোর পদক্ষেপ নিল ওড়িশা সরকার। আগামী শুক্রবার রাত ৮টা থেকে আগামী ৪৮ ঘণ্টা ভুবনেশ্বর ও ভদ্রক সম্পূর্ণ লকডাউন করার সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
বিশদ

04th  April, 2020
 জম্মু-কাশ্মীর থেকে ধৃত চার লস্কর জঙ্গি

  শ্রীনগর, ৩ এপ্রিল (পিটিআই): করোনা আতঙ্কে দেশজুড়ে লকডাউনের মধ্যেই নিরাপত্তারক্ষীরা জম্মু-কাশ্মীরের হান্দওয়ারা ও সোপোর থেকে লস্কর-ই-তোইবার চার জঙ্গিকে গ্রেপ্তার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে কুপওয়ারা জেলার হান্দওয়ারার শালপোরা গ্রাম ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন নিরাপত্তারক্ষীরা। বিশদ

04th  April, 2020
নিজামুদ্দিন: ৯৬০ জন বিদেশিকে কালো
তালিকাভুক্ত, রাজ্যে কোয়ারেন্টাইনে ১৫১ 

নিজস্ব প্রতিনিধি কলকাতা ও নয়াদিল্লি (পিটিআই) ২ এপ্রিল: পর্যটক ভিসা নিয়ে দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় সভায় যোগ দেওয়া ৯৬০ জন বিদেশিকে কালো তালিকাভুক্ত করল কেন্দ্র। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।  বিশদ

03rd  April, 2020
প্রাক্তন সেনানীদের ময়দানে নামাচ্ছে কেন্দ্র 

সন্দীপ স্বর্ণকার • নয়াদিল্লি, ২ এপ্রিল: শক্ত হাতে লকডাউন পালন করাতেই হবে বলে মোদি সরকার যেমন রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে, একইভাবে শৃঙ্খলার সঙ্গে তা পালন করতে এবার প্রাক্তন সেনাকর্মীদের সাহায্য নিচ্ছে কেন্দ্র।  বিশদ

03rd  April, 2020
লকডাউনে বাড়ছে নারী
নির্যাতন, গার্হস্থ্য হিংসা 

নয়াদিল্লি, ২ এপ্রিল (পিটিআই): মারণ করোনা ঠেকাতে দেশজুড়ে লকডাউন চলছে। এর মধ্যে দেশে নারী নির্যাতনের সংখ্যাও বেড়ে চলেছে। এমনটাই জানিয়েছে জাতীয় মহিলা কমিশন (এনসিডাবলু)। তাদের তথ্য অনুযায়ী, লকডাউনের পর থেকে নারী নির্যাতনের ২৫০-র বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৬৯টি পারিবারিক হিংসার অভিযোগ নথিভুক্ত হয়েছে।  বিশদ

03rd  April, 2020
দিল্লি হিংসা: ধৃত জামিয়া মিলিয়ার ছাত্র 

নয়াদিল্লি, ২ এপ্রিল: দিল্লির হিংসায় জড়িত থাকার অভিযোগে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডির এক ছাত্রকে গ্রেপ্তার করল পুলিস। গত ফেব্রুয়ারির মাসে সিএএ সমর্থক এবং বিরোধীদের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে দিল্লির একাধিক এলাকা।   বিশদ

03rd  April, 2020
মধ্যপ্রদেশে স্বাস্থ্যকর্মীদের উপর
হামলা, জখম দুই মহিলা ডাক্তার 

ইন্দোর ও গুয়াহাটি, ২ এপ্রিল: ফের স্বাস্থ্যকমীরা আক্রান্ত হলেন ইন্দোরে। করোনা ভাইরাস স্ক্রিনিংয়ে গিয়ে ক্ষিপ্ত জনতার ছোঁড়া পাথরে জখম হয়েছেন দুই মহিলা চিকিৎসক। উত্তপ্ত জনতার হাত থেকে বাঁচতে স্বাস্থ্যকর্মীরা পড়িমরি করে ছুটে পালান।   বিশদ

03rd  April, 2020
আক্রান্তের মৃত্যুর পরেই ফের
সংক্রামিত এক, ধারাভি বস্তিতে আতঙ্ক 

মুম্বই, ২ এপ্রিল: সংক্রমণ ও মৃত্যু- দুই তালিকাতেই দেশের মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। যা নিয়ে গত কয়েকদিন ধরেই উদ্বেগ বাড়ছিল। আর এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই মুম্বইয়ের ধারাভি বস্তিতে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হল।  বিশদ

03rd  April, 2020
জওয়ানের গ্রামে ফেরার খবর পঞ্চায়েতকে
জানানোয় গুলি করে খুন, আতঙ্ক 

মৈনপুরি, ২ এপ্রিল (পিটিআই): এক জওয়ানের গ্রামে ফেরার খবর পঞ্চায়েতকে জানানোয় খুন হলেন মহিলা। উত্তরপ্রদেশের মৈনপুরির আলিপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।   বিশদ

03rd  April, 2020
প্রাণ হারালেন স্বর্ণমন্দিরের প্রাক্তন
‘হুজুরি রাগি’র, পাঞ্জাবে মৃত বেড়ে ৫ 

অমৃতসর, ২ এপ্রিল (পিটিআই): করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন পাঞ্জাবের স্বর্ণমন্দিরের প্রাক্তন ‘হুজুরি রাগি’। এই নিয়ে রাজ্যে মারণ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ।   বিশদ

03rd  April, 2020
পিএম-কেয়ার্স তহবিল নিয়ে
ফের কেন্দ্রকে বিঁধল সিপিএম 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ২ এপ্রিল: প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা অব্যহৃত অবস্থায় পড়ে রয়েছে। তারপরেও কেন করোনা পরিস্থিতির মোকাবিলায় অন্য তহবিল গড়তে হল কেন্দ্রীয় সরকারকে?   বিশদ

03rd  April, 2020
বিপদের দিনে পাশে আছি বলেও মোদি
সরকারের সমালোচনায় সোনিয়া গান্ধী 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি,২ এপ্রিল: করোনা মোকাবিলায় কোভিড-১৯র সংক্রমণ এড়াতে দেশজুড়ে ২১ দিনের লকডাউনকে সমর্থন করলেও প্রস্তুতিহীন প্রধানমন্ত্রীর এই ঘোষণার কড়া সমালোচনা করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।   বিশদ

03rd  April, 2020
সমাবেশ শেষ সত্ত্বেও দীর্ঘদিন জমায়েত
কেন নিজামুদ্দিনে, তদন্তে গোয়েন্দারা 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ২ এপ্রিল: শুধু তবলিগ-ই-জামাতেরই ৯ হাজার সদস্য এবং তাঁদের সংস্পর্শে আসা মানুষকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ থেকেই স্পষ্ট হচ্ছে, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে দিল্লির নিজামুদ্দিন এলাকায় হওয়া ওই সংগঠনের সমাবেশ কী বিপুল সংখ্যায় দেশের অন্যতম করোনা এপিসেন্টারে পরিণত হয়েছে। যাঁদের কোয়ারান্টাইনে রাখা হয়েছে, তাঁদের মধ্যে ১৩০৬ জন বিদেশি।  বিশদ

03rd  April, 2020

Pages: 12345

একনজরে
বার্লিন, ৪ এপ্রিল: কালান্তক করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে পথ খুঁজছে গোটা বিশ্ব। আর এর উল্টো পথে হেঁটে জার্মানির বার্লিন ডিস্ট্রিক্ট মেয়র স্টিফেন ভন দাসেল ...

সংবাদদাতা, রায়গঞ্জ: করোনায় মৃতদের দেহ দাহ করা হবে স্থানীয় শ্মশানে, এই আশঙ্কায় শ্মশানঘাটের চারদিকের রাস্তা আটকে ঘণ্টা দুয়েক বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।   ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা বিপর্যয়ের জেরে এ রাজ্যের বাসিন্দা প্রায় দু’লক্ষ মানুষ আটকে রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। এদের মধ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দেড় লাখের কাছাকাছি। ...

  লন্ডন, ৪ এপ্রিল: অবশেষে বরফ গললো। বেতন কাটা নিয়ে গত কয়েকদিন ধরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে ইয়ন মরগ্যান, বেন স্টোকসদের লড়াই চলছিল। ইসিবি চাইছিল, করোনা মোকাবিলায় ক্রিকেটারদের বেতনের কুড়ি শতাংশ অর্থ কমিয়ে দিয়ে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীরা পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। অতিরিক্ত চিন্তার জন্য উচ্চ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯০৮- রাজনীতিক জগজীবন রামের জন্ম
১৯১৬- মার্কিন অভিনেতা গ্রেগরি পেকের জন্ম
১৯৩২ - বিশিষ্ট বাঙালী সাহিত্যিক প্রভাতকুমার মুখাপাধ্যায়ের মত্যু
১৯৫৭- কেরলে প্রথম ক্ষমতায় এলেন কমিউনিস্টরা
১৯৯৩- বলিউডের অভিনেত্রী দিব্যা ভারতীর মৃত্যু
২০০০- রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
২০০৭- সাহিত্যিক লীলা মজুমদারের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৫.২৪ টাকা ৭৬.৯৬ টাকা
পাউন্ড ৯২.৫১ টাকা ৯৫.৮২ টাকা
ইউরো ৮১.০৩ টাকা ৮৪.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
04th  April, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

২২ চৈত্র ১৪২৬, ৫ এপ্রিল ২০২০, রবিবার, (চৈত্র শুক্লপক্ষ) দ্বাদশী ৩৪/৫০ রাত্রি ৭/২৫। মঘা ২৩/৪০ দিবা ২/৫৭। সূ উ ৫/২৯/১৫, অ ৫/৪৯/৩৫, অমৃতযোগ দিবা ৬/১৮ গতে ৯/৩৬ মধ্যে। রাত্রি ৭/২২ গতে ৮/৫৬ মধ্যে। বারবেলা ১০/৭ গতে ১/১২ মধ্যে। কালরাত্রি ১/৬ গতে ২/৩৪ মধ্যে।
২২ চৈত্র ১৪২৬, ৫ এপ্রিল ২০২০, রবিবার, দ্বাদশী ২৫/৩১/০ দিবা ৩/৪৩/১২। মঘা ১৪/৫০/৩৮ দিবা ১১/২৭/৩। সূ উ ৫/৩০/৪৮, অ ৫/৫০/৫। অমৃতযোগ দিবা ৬/১৫ মধ্যে ও ১২/৫২ গতে ১/৪১ মধ্যে এবং রাত্রি ৭/২২ গতে ৮/৫৬ মধ্যে। বারবেলা ১০/৮/২ গতে ১১/৪০/২৭ মধ্যে, কালবেলা ১১/৪০/২৭ গতে ১/১২/৫১ মধ্যে।
 ১১ শাবান

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে
১৯০৮- রাজনীতিক জগজীবন রামের জন্ম১৯১৬- মার্কিন অভিনেতা গ্রেগরি পেকের জন্ম১৯৩২ ...বিশদ

07:03:20 PM

ভূমিকম্প অনুভুত অসমে 
বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মাঝে এবার ভূমিকম্প অনুভুত হল অসমে। রিখটার ...বিশদ

11:39:32 PM

নিরোর কথা শুনেছিলাম, প্রধানমন্ত্রীকে দেখলাম, ট্যুইট ফিরহাদ হাকিমের 
প্রধানমন্ত্রীর ডাকে রবিবার রাত ন’টার সময় ন’মিনিট ঘরের আলো জ্বালিয়ে ...বিশদ

10:04:34 PM

৯ মিনিটের ‘লাইট আউট’-এর জন্য বিদ্যুৎ গ্রিডে কোনও প্রভাব পড়েনি: কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আর কে সিং 

09:45:20 PM

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪১১১, মৃত ১২৬: পিটিআই 

09:20:30 PM

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বার্তা রাজ্যপাল জগদীপ ধনকারের 

09:18:00 PM