Bartaman Patrika
কলকাতা
 

ভাবাদিঘির আন্দোলনের
ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
 

প্রদীপ্ত দত্ত, আরামবাগ: ‘দিঘি বাঁচিয়েই রেলপথ হোক’। এখনও অনড় ভাবাদিঘির আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, রাজ্যের সব দলই তাঁদের রাজনৈতিক স্বার্থে ভাবা দিঘির আন্দোলনকে কাজে লাগানোর চেষ্টা করেছে। কিন্তু, সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। তাঁদের দাবি মেনে নিয়ে দিঘির উত্তর পাড় দিয়ে লাইন পাতার কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তবে ক্ষমতা যাদের হাতেই থাকুক না কেন, দিঘি বাঁচানোর জন্য তাঁরা লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। আন্দোলনকারীরা মুখে যাই দাবি করুন না কেন, আন্দোলনের ভবিষ্যত নিয়ে তাঁরা চিন্তিত।
২০০১ সালে এনডিএ সরকারের রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর পর্যন্ত ৮২.৫ কিমি রেল প্রকল্পের শিলান্যাস করেন। ২০১২ সালে আরামবাগ থেকে তারকেশ্বর তথা হাওড়া পর্যন্ত রেল চলাচলের উদ্ধোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর গোঘাট পর্যন্ত রেলপথ সম্প্রসারণ হয়। কিন্তু, ভাবাদিঘির উপর দিয়ে রেলপথ নিয়ে যাওয়ায় বাধা দেন গ্রামবাসীরা। বর্তমানে কামারপুকুর পর্যন্ত রেলপথের মাটির কাজ শেষ হয়েছে। বাকি আছে শুধু ভাবাদিঘি গ্ৰামের অংশটা। মুখ্যমন্ত্রী গ্ৰামবাসীদের জন্য অন্য জায়গায় দিঘি খনন ও মাছ চাষের ব্যবস্থা করে দেওয়ার কথা ঘোষণা করলেও ভাবাদিঘির আন্দোলনকারীরা ৫২ বিঘার বেশি আয়তনের এই দিঘির উপর এখনও রেললাইন তৈরি করতে দেওয়ার বিরোধী। তাঁরা চাইছেন, দিঘির উত্তর পাড়ে হোক রেললাইন।
দিঘি বাঁচাও আন্দোলনের অন্যতম নেতা প্রসাদ রায় বলেন, আমরা এখানে রেললাইন তৈরির বিপক্ষে নয়। শুধু চাইছি, দিঘির উত্তরে এই রেললাইন হোক। শাসক দল দিঘির উপর লাইন করার জন্য গ্ৰামবাসীদের চাপ দিচ্ছে। বিজেপি যদি ক্ষমতায় আসে ওরাও আমাদের আন্দোলনের বিরোধিতা করতে পারে। তবে, আমরা আন্দোলন চালিয়ে যাব।
দিঘি বাঁচাও আন্দোলনের অন্যতম নেতা সুকুমার রায় বলেন, ভাবাদিঘির সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ। আমরাও চাই, রেললাইন হোক। তবে দিঘির উত্তর পাড়ে। রাজ্যের সব দল নিজেদের রাজনৈতিক স্বার্থে আমাদের ব্যবহার করেছে।
গোঘাটের বিধায়ক মানস মজুমদার বলেন, আমরা রেলদপ্তরের কাছে বহুবার আবেদন করেছি, রেললাইন দিঘির উপর দিয়ে না করে উত্তর দিকে করা হোক। কিন্তু, কোনও কাজ হয়নি। কেন্দ্রে বিজেপি সরকার আছে। সদিচ্ছা থাকলে সহজেই রেললাইন উত্তর দিকে তাদের সরকার করতে পারে। কিন্তু, রাজনৈতিক স্বার্থে এই কাজ করতে দেওয়া হচ্ছে না। স্থানীয় সিপিএম ও বিজেপি নেতৃত্ব রাজনৈতিক স্বার্থে গ্ৰামবাসীদের উসকাচ্ছে আমাদের বিরুদ্ধে।
গোঘাটের সিপিএম নেতা তথা কৃষক সমিতির সম্পাদক ভাস্কর রায় বলেন, রেলদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে, এই প্রকল্পে রেললাইনের স্থান বদল করা যাবে না। কিন্তু, আমরা এটা মানি না। দিঘির উপর দিয়ে না গিয়ে উত্তর দিকে হলেই রেলপথ সোজা হবে। রাজনৈতিক উদ্দেশ্যেই এমন জটিলতা তৈরি করা হয়েছে।
বিজেপি নেতা শিশির রায় বলেন, তৃণমূল ও সিপিএম গ্রামের মানুষকে যেভাবে ঠকিয়েছে তাতে বিজেপিকে নিয়ে আন্দোলনকারীদের আশঙ্কার বিষয়টি স্বাভাবিক। ভাবাদিঘির মানুষের আন্দোলনের পাশে আমরা আছি। ডবল ইঞ্জিনের সরকার হলেই মিটবে সমস্যা। জমি অধিগ্রহণ করে উত্তর দিকেই হবে রেললাইন।
স্থানীয় বাসিন্দাদের একাংশ এই আন্দোলনের পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে মনে করছে। তাদের বক্তব্য, ক্ষমতা বদলের পর যদি দিঘির উত্তর পাড় দিয়ে রেললাইন পাতার ব্যবস্থা করতে পারে, তাহলে এখন অনুমতি দিতে আপত্তি কিসে?
রেল লাইন হলে তো বিস্তীর্ণ এলাকার মানুষের উপকার হবে। সে কথা মাথায় রেখে বিজেপির সাংসদরা কেন কেন্দ্রের উপর নকশা বদলের ব্যাপারে চাপ সৃষ্টি করলেন না? মানুষের উপকার করার চেয়ে ভাবা দিঘিকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তোলাই উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। 

চড়িয়ালে নতুন সেতুর কাজ চলছে ধীরে
যানজটে জেরবার বাসিন্দারা

পুজালি পুর জনপদ ও বজবজ শহর সংযোগকারী প্রধান সড়ক সেতু হল চড়িয়াল। পুজালি ও সংলগ্ন ৩টি গ্রাম পঞ্চায়েত নিশ্চিন্তপুর, বুঁইতা ও রাজীবপুরের লক্ষাধিক মানুষের কলকাতা ও জেলার বিভিন্ন জায়গায় যাতায়াতের এটাই একমাত্র পথ। বিশদ

তারকেশ্বরে মূল ইস্যু নিকাশি,
শাসকদলকে তীব্র কটাক্ষ বিরোধীদের 

শহরের প্রধান সমস্যা নিকাশি। প্রতি ভোটেই মূল রাজনৈতিক ইস্যু হয় ওঠে এই নিকাশি ব্যবস্থা। এবারও তার ব্যতিক্রম নয়‌। ফি বছর বর্ষায় বানভাসি হওয়ার ভয়ে আতঙ্কে দিন কাটায় তারকেশ্বর শহর সহ বেশ কয়েকটি পঞ্চায়েতের মানুষ।  
বিশদ

প্রার্থী ঘোষণা না হলেও দমদমে বাড়ি বাড়ি প্রচার শুরু সিপিএমের

বিজেপি কিংবা তৃণমূল নয়, মানুষ হাঁটুক বিকল্পের পথে। সংযুক্ত মোর্চার পাশে থাকার আবেদন নিয়ে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন দমদম বিধানসভা এলাকার সিপিএম। বিশদ

বউবাজারে বালক হত্যা মামলায় ফের শুনানি ২০ মার্চ

বউবাজারে ছয় বছরের এক বালক হত্যা মামলার ফের সওয়ালপর্বের দিন ধার্য হল আগামী ২০ মার্চ। এই মামলার বিশেষ সরকারি আইনজীবী নবকুমার ঘোষ রবিবার বলেন, বিভিন্ন আইনি প্রক্রিয়ার শেষে এই মামলায় সওয়াল শুরু হয়েছে। বিশদ

শ্যামপুরে ভূমিপুত্রকে প্রার্থী
করার দাবি তুলল কংগ্রেস 

তৃণমূলের পর এবার কংগ্রেসের পক্ষ থেকেও ভুমিপুত্রকে প্রার্থী করার দাবি উঠল শ্যামপুরে। শনিবার শ্যামপুর ব্লক কংগ্রেসের এক কর্মিসভা থেকে এই দাবি তোলা হয়। তবে দল এখনও শ্যামপুর আসনে প্রার্থী ঘোষণা না করায় এখনই তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে রাজি নন কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মীরা।  
বিশদ

মাদক কারবারে যুক্ত ৬১
লক্ষ হাওলার টাকা উদ্ধার 

মাদক কারবারের জন্য হাওলার মাধ্যমে জোড়াসাঁকো এলাকার একটি অফিসে আসা বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স। শনিবার রাতে সেখানে হানা দেন অফিসাররা।  
বিশদ

ভিবজিওর-এর কলকাতার
সম্পত্তি নিলামে উঠবে

ভিবজিওর-এর কলকাতায় থাকা সম্পত্তির নিলাম হতে চলেছে। এজন্য ওই চিটফান্ড সংস্থার তালাবন্ধ থাকা সম্পত্তিগুলি সরেজমিনে খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত বিচারপতি এস পি তালুকদার কমিটি।
বিশদ

বাসে আচমকা আগুন,
জখম ৩ ব্রিগেড ফেরত 

বিগ্রেড ফেরত বিজেপি সমর্থকদের বাসে আচমকা আগুন লাগার জেরে তিন সমর্থক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় আমতলা গ্রামীণ হাসপাতালে। পরে সেখান থেকে তাঁদের কলকাতার বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়েছে। 
বিশদ

আট লক্ষ টাকার গাঁজা সহ গ্রেপ্তার পাচারকারী

প্রায় আট লক্ষ টাকার গাঁজা সহ এক পাচারকারীকে ধরে ফেলল হাসনাবাদ থানার পুলিস। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ভোট উপলক্ষে রবিবার নাকা চেকিং চলছিল হাসনাবাদ ব্লক জুড়ে। বিশদ

রিষড়ায় মা-মেয়ে খুনে
বর্ধমান থেকে ধৃত তিন 

হুগলির রিষড়ায় একইসঙ্গে মা ও নাবালিকা মেয়েকে খুনের ঘটনায় বর্ধমান থেকে তিন যুবককে গ্রেপ্তার করল পুলিস। রবিবারই তিনজনকে শ্রীরামপুর আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চেয়েছে পুলিস। 
বিশদ

মহেশতলায় সোনার
দোকানে দুঃসাহসিক চুরি 

মহেশতলা থানার অন্তর্গত কুমোরপাড়ার একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়াল। রবিবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে দোকান থেকে নগদ সাত লক্ষ টাকা এবং এক কেজি সোনা খোওয়া গিয়েছে। 
বিশদ

শতাধিক বিজেপি নেতা,
কর্মীর তৃণমূলে যোগ 

ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার দিনেই বিজেপি শিবিরে ভাঙন ধরাল শাসকদল তৃণমূল। রবিবার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভায় শতাধিক বিজেপি নেতা, কর্মী তৃণমূলে যোগ দেন।  
বিশদ

রানিহাটিতে আগুন
জামাকাপড়ের দোকানে 

রাস্তার পাশে একটি জামাকাপড়ের দোকানে আগুন লেগে আতঙ্ক ছড়াল রানিহাটি নাবঘড়ায়। রবিবার সকালের এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। পরে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 
বিশদ

সিপিএমপন্থী ডাক্তার
সংগঠনের সম্মেলন 

ন্যাশনাল মেডিক্যাল কমিশন স্বাস্থ্যশিক্ষার বেসরকারিকরণ এবং মিক্সপ্যাথি ও ক্রশপ্যাথি চালুর চেষ্টা করছে। এমনই অভিযোগে সোচ্চার হল সিপিএমপন্থী ডাক্তার সংগঠন অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর্স (এএইচএসডি)। 
বিশদ

Pages: 12345

একনজরে
করোনাকালে জীবন বাজি রেখে দেশের মানুষকে বাঁচিয়েছেন। তার প্রতিদানে বেতন বাড়ছে মাত্র এক শতাংশ। এই ইঙ্গিত পেয়ে ব্রিটেনের বরিস জনসন সরকারের উপর বেজায় ক্ষুব্ধ ন্যাশনাল ...

কালিয়াচক ও বৈষ্ণবনগর থানা এলাকার সমস্ত বুথকেই স্পর্শকাতর ঘোষণা করার সুপারিশ করছে মালদহ জেলা পুলিস। ...

গ্রুপ পর্বে শীর্ষে থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে মুম্বই সিটি এফসি। এবার তাদের লক্ষ্য, সোমবার দ্বিতীয় পর্বের সেমি-ফাইনালে এফসি গোয়াকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করা। ...

চলতি বছর দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপুর্তি। সেই উপলক্ষে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের তরফে গত পাঁচ তারিখ একটি কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শারীরিক কারণে কর্মে বাধা দেখা দেবে। সন্তানরা আপনার কথা মেনে না চলায় মন ভারাক্রান্ত হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক নারীদিবস
১৮৩৬- কলকাতায় পাবলিক লাইব্রেরির উদ্বোধন হয়
১৯০৮- চট্টগ্রাম আন্দোলনের অন্যতম সেনানী লোকনাথ বলের জন্ম
১৯৩০- মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়
১৯৭৪- অভিনেতা ফারদিন খানের জন্ম  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.২৯ টাকা ৭৪.০০ টাকা
পাউন্ড ৯৯.৫১ টাকা ১০৩.০১ টাকা
ইউরো ৮৫.৫৯ টাকা ৮৮.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
07th  March, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৫, ৪০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৩, ১০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৩, ৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৬, ০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৬, ১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
07th  March, 2021

দিন পঞ্জিকা

২৪ ফাল্গুন, ১৪২৭, সোমবার, ৮ মার্চ ২০২১। দশমী ২৪/৩৩ দিবা ৩/৪৫। পূর্বাষাঢ়া নক্ষত্র ৩৬/৫১ রাত্রি ৮/৪০। সূর্যোদয় ৫/৫৫/৫৩, সূর্যাস্ত ৫/৩৯/১৯। অমৃতযোগ দিবা ৭/৩১ পুনঃ ১০/৩১ গতে ১২/৫৮ মধ্যে। রাত্রি ৬/২৮ গতে ৮/৫৫ মধ্যে পুনঃ ১১/২২ গতে ২/৩৯ মধ্যে মাহেন্দ্রযোগ দিবাধ ৩/১৮ গতে ৪/৫২ মধ্যে। বারবেলা ৭/২৩ গতে ৮/৫১ মধ্যে পুনঃ ২/৪৩ গতে ৪/১১ মধ্যে। কালরাত্রি ১০/১৫ গতে ১১/৪৭ মধ্যে।  
২৩ ফাল্গুন ১৪২৭, সোমবার, ৮ মার্চ ২০২১। দশমী সন্ধ্যা ৫/৩৮। পূর্বাষাঢ়া নক্ষত্র রাত্রি ১০/৩২। সূর্যোদয় ৫/৫৮, সূর্যাস্ত ৫/৩৯। অমৃতযোগ দিবা ৭/১৬ মধ্যে ও ১০/৩০ গতে ১২/৫৫ মধ্যে এবং রাত্রি ৬/৩৩ গতে ৮/৫৬ মধ্যে ও ১১/১৯ গতে ২/২৯ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/২০ গতে ৪/৫৭ মধ্যে। কালবেলা ৭/২৬ গতে ৮/৫৩ মধ্যে ও ২/৪৪ গতে ৪/১১ মধ্যে। কালরাত্রি ১০/১৬ গতে ১১/৪৯ মধ্যে।  
২৩ রজব। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইএসএল : টাইব্রেকারে ম্যাচ জিতে ফাইনালে মুম্বই সিটি এফসি
 

10:36:07 PM

আইএসএলের দ্বিতীয় পর্বের সেমিফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে
 

09:38:35 PM

ফের কলকাতা মেট্রোতে চালু হচ্ছে টোকেন ব্যবস্থা
ফের আগামী ১৫ মার্চ থেকে কলকাতা মেট্রোতে চালু হচ্ছে টোকেন ...বিশদ

09:05:49 PM

আইএসএল: মুম্বই সিটি ০ – গোয়া ০ (হাফটাইম) 

08:26:33 PM

কাশীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কমলাকান্ত হাঁসদা  

07:57:48 PM

স্ট্যান্ড রোড সংলগ্ন বহুতলে আগুন
স্ট্যান্ড রোডে রেলের একটি ভবনে আগুন। জানা গিয়েছে, ওই বহুতলটির ...বিশদ

06:58:00 PM