Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

বাইশে উত্তরপ্রদেশে কুড়ি
দফায় ভোট হবে তো!
হিমাংশু সিংহ 

প্রার্থী তালিকা প্রকাশ হতে শুরু করেছে। খেলেঙ্গে, লড়েঙ্গে, জিতেঙ্গে আবেগে ভাসছে নন্দীগ্রাম। সব পক্ষই বলছে, খেলা হবে। বাংলা ও বাঙালির ভবিষ্যৎ নিয়ে ভয়ঙ্কর নির্ণায়ক খেলা। বহিরাগত শক্তি বনাম হাসিমুখে ঘরের মেয়ের লড়াই। তবে বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে বাঁচিয়েই খেলতে হবে। তাকে আক্রান্ত করে, জখম করে নয়। সিঙ্গল ইঞ্জিনে আস্থা রেখেই বীরদর্পে যুগ যুগ ধরে ছুটছে বাংলা। ডবল ইঞ্জিনে শরীর গরম হয়ে শেষে রক্ত বমি হতে পারে। তাই বাঙালিকে সেরাটাকেই বেছে নিতে হবে।
গণতন্ত্রে নির্বাচন আসবে যাবে। জয় পরাজয়ও যথারীতি থাকবে। কিন্তু সেই শক্তিকেই জয়ী করতে হবে যারা বাংলাকে চেনে, বাংলার মাটির ঘ্রাণ যাদের শিরায় উপশিরায় রক্তে। অচেনা বহিরাগতদের মিথ্যে ঢং আর ভড়ং-এ ভুললে সর্বনাশ। এই ক্ষমতা দখলের খেলা যেন জাতির বুকে চিরস্থায়ী অভিশাপ হয়ে না দাঁড়ায়। গভীর ক্ষত সৃষ্টি করেই কায়েমি নীচ স্বার্থ হাসিল করতে হয়। আর তা ত্বরান্বিত করতে ইতিহাসের সেই অভিশপ্ত সন্ধিক্ষণেই মাতৃজঠর থেকে জন্ম হয় মীরজাফরদের। দমবন্ধ ত্রিবেদী, সেচ হারানো বন্দ্যোপাধ্যায়, কিছুই না পাওয়া বঞ্চিত অধিকারীদের! মুখোমুখি যুদ্ধ নয়, শুধু একটা ভোট জিততে বেছে বেছে মীরজাফর কিনে বাজিমাতের চেষ্টা চলছে পুরোদমে। বঙ্গভঙ্গের ১১৬ বছর পর যা বাংলা ও বাঙালির সামনে নিঃসন্দেহে বিরাট চ্যালেঞ্জ। এবারের ভোটরঙ্গ সেই চ্যালেঞ্জেরই উত্তরের অপেক্ষায়।
ইতিহাসের ঘাত-প্রতিঘাতে বাঙালি অনেক কিছু হারিয়েছে। স্বাধীনতার ৬ বছর আগেই চলে গিয়েছেন রবীন্দ্রনাথ। বীর সুভাষ কোথায় তা জানা নেই ১৯৪৫ থেকে। এখনও দেশমাতার শ্রেষ্ঠ সন্তানকে হন্যে হয়ে খুঁজে চলেছে বাংলা। এভাবেই হারাতে হারাতে পিছিয়ে পড়েছে গোটা জাতি। অভিশপ্ত দেশভাগ বাঙালির বুকে এক ছিন্নমূল অস্তিত্বের কালো দাগ লেপে দিয়েছে। এখন শেষ সম্বল তার আদ্যন্ত বেঁচে থাকার রসদ, উজ্জ্বল প্রাণবন্ত সংস্কৃতিটুকু। সবুজ গ্রাম। অনাবিল বয়ে যাওয়া প্রাণসুধা। আর বিশ্ব বিস্তৃত বাঙালিয়ানা। ডিজিটাল দৌড়ে যা আজ ছড়িয়ে পড়েছে অনন্ত চরাচরে। এই গ্রহের প্রায় প্রতিটি অণু-পরমাণুতে। ফের শক-হূন-পাঠান-মোগল আর বহিরাগত বর্গীর হানাদারিতে তাকে কিছুতেই নষ্ট হতে দেওয়া চলবে না। বাংলা থেকে ১৬০০ কিলোমিটার দূরে দিল্লিতে বসে কেউ রিমোটে আমাদের পরিচালনা করবে, এই ব্যবস্থা বাঙালির বুকে কুঠারাঘাতের চেয়েও বিষময় হবে। কোনওভাবেই পশ্চিমবঙ্গকে অবাঙালি প্রধান রাজ্য করা চলবে না। পানের পিকের দুঃসহ ঘিনঘিনে সংস্কৃতি আমদানি করা রুখতে হবে। এই বঙ্গের জীবনবোধকে সম্মান দিয়ে এবং অন্তরাত্মাকে অক্ষত রেখেই নির্বাচনের মাঠে খেলতে হবে। তাই দলের প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলার জননেত্রী ঠিকই
বলেছেন, যতই বাধা আসুক, খেলা হবে, দেখা হবে, জেতা হবে। চাপ তাঁকে কোনওদিন কোণঠাসা করতে পারেনি। তাই মুখে হাসি নিয়েই প্রত্যয়ী নেত্রীর শপথ, ২২১ আসনে জিতে তিনিই ফিরছেন ক্ষমতায়।
বাকিটা সময় বলবে, আগামী ২ মে।
খেলায় অংশ নিয়ে অস্তিত্বরক্ষার তাগিদে
ধোপদুরস্ত বাম বুদ্ধিজীবীরাও যদি সাম্প্রদায়িক আলখাল্লায় শরীর ঢাকে, খাল কেটে রাজ্যে কুমির ঢোকায়, তাহলে তো ঘোর বিপদ। অথচ ধর্মনিরপেক্ষতার আড়ালে তাই হচ্ছে। পাশেই মধু আহরণের লোভে বহিরাগত চিড়েতন, হরতন, ইস্কাবনদের সনাতন ছন্দে নর্তন! সেই সঙ্গে বিকৃত গলায় সোনার বাংলা গড়ার ডাক দিয়েও প্রতিদিন বাংলার স্বর্ণালি ইতিহাসের ভুল তথ্য পেশ। মায় রবীন্দ্রনাথের জন্মস্থান পর্যন্ত ভুল বলছেন সর্বভারতীয় সভাপতি! এই ভুল শুধু লজ্জার নয়, তীব্র হতাশারও। এদের হাতে বাংলার ভবিষ্যৎ তুলে দেবেন?
জীবনানন্দের বাংলায় এই ফাল্গুনে বসন্তের গন্ধ মেখে পলাশ শিমুল পারিজাত কৃষ্ণচূড়ায় সেজে খেলার ময়দান পুরোদমে প্রস্তুত। কিন্তু যত গোল বাধছে রেফারি আর আম্পায়ারকে নিয়ে। ভোট পরিচালনায় কঠোর হোন, আপত্তি নেই। মমতা তো বলেই দিয়েছেন, দরকারে ২৯৪ দফায় ভোট হোক। দেশের সব কেন্দ্রীয় বাহিনীর গন্তব্য হোক বাংলা। কুচ পরোয়া নেই। কারণ ইতিহাসে শেষ কথা বলে মানুষই, বাহিনী নয়। বিশ্ব কাপ ফুটবলে ‘ভগবান’ মারাদোনার হাতে লেগে বল নেট ছুঁয়েছিল। তা নিয়ে শোরগোল বড় কম হয়নি। আর বাংলার এবারের হাড্ডাহাড্ডি লড়াইয়ে রেফারি যদি অদৃশ্য চাপে আঙুলটা একটু বাঁকানোর খেলায় নামেন তাহলে? সবাই প্রতিবাদে সরব হবেন, না তখনও চুপ করে থাকবেন। এমনিতেই ভোটযন্ত্র নিয়ে সন্দেহ আর সংশয়ের শেষ নেই। তার উপর দাবি উঠেছে সব কেন্দ্রেই বাধ্যতামূলকভাবে ভিভিপ্যাট পরীক্ষা করে দেখতে হবে। যাতে করে বৈজ্ঞানিক রিগিংয়ের ছায়া থেকে আসন্ন নির্বাচনকে অন্তত কিছুটা মুক্ত করা যায়। সেই সঙ্গে প্রত্যেককে নিজের ভোট নিজে দেওয়ার শপথ নিতে হবে। বাংলার স্বার্থেই এবার একটা ভোটও নষ্ট করা চলবে না।
পশ্চিমবঙ্গে ২৯৪ আসনে এবার ভোট হচ্ছে আট দফায়। আর ২৩৪ আসনের তামিলনাড়ুতে মাত্র একদফায়। নিশ্চয়ই ওখানে খুন জখম রাহাজানি রাজনৈতিক আকচাআকচির রেকর্ড একেবারে শূন্য। কোথাও কোনও গণ্ডগোল, হাঙ্গামা নেই। নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন কমিশন জানিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য এবং অতীত পরিসংখ্যান খতিয়ে দেখেই পশ্চিমবঙ্গে আট দফায় ভোট করতে হচ্ছে। ভোটের একমাস আগে থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে রাজ্যের এক একটি জেলা। সবই বিরোধীদের অভিযোগের ভিত্তিতে।
ভারতের নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা। কোনও রাজনৈতিক দল ও ক্ষমতাসীন সরকারের প্রভাব সেখানে পড়ে না। পড়ার কথাও নয়। সংবিধানের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ রেখেই বছরের পর বছর কাজ করে আসছে এই সংস্থাটি। এই সংস্থার শীর্ষে যে তিনজন কমিশনার কাজ করেন তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতা নিয়ে কোনও সংশয় নেই। এঁদের মধ্যেই একজনকে মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। উত্তর প্রদেশ ও কাশ্মীরের তুলনায় বেশি দফায় ভোটের সিদ্ধান্তটি নিশ্চয়ই সুচিন্তিতভাবেই তাঁরা নিয়েছেন।
কিন্তু কমিশনের উপর পূর্ণ আস্থা রেখেই বলি, অপরাধের পরিসংখ্যান কি সেই কথা বলে? যোগীর রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটেই বাংলার চেয়ে ভালো নয়। মোটেই সুরক্ষিত নয় নারীদের সম্মান। হাতরাস, বুলন্দশহর, কানপুর, মিরাট অপরাধীদের স্বর্গরাজ্য। সমাজবিরোধীদের দৌরাত্ম্যও কয়েকগুণ বেশি। খুন, জখম, গুলি সব জলভাত। অথচ
সেখানে বিগত বিধানসভা ও লোকসভা নির্বাচন হয়েছে মাত্র সাত দফায়। ভোট ঘোষণার পর পরই কেন্দ্রীয় বাহিনী পর্যবেক্ষক এবং পুলিস কর্তাদের
দিয়ে রাজ্যটাকে এভাবে ঘিরে ফেলতে হয়নি। উত্তরপ্রদেশে বিধানসভার আসন সংখ্যা ৪০৩। আর পশ্চিমবঙ্গে ২৯৪। অর্থাৎ বাংলায় আসন সংখ্যা ১০৯টি কম। তথাপি বাংলায় এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে চার দিক দিয়ে মুড়ে আট দফায় ভোট হচ্ছে। শেষ পর্যন্ত কত বাহিনী আসবে তার হিসেব এখনও নেই। যদি সাধারণ পাটিগণিতের হিসেব মানতে হয় তাহলে বাংলায় আট দফায় ভোট হলে উত্তরপ্রদেশে নিশ্চিতভাবে ন্যূনতম পনেরো থেকে কুড়ি, কিংবা তারও বেশি দফায় ভোট হওয়া উচিত। মমতা ২৯৪ দফায় ভোটে রাজি, যোগী আদিত্যনাথ এবার কী বলবেন? বলা বাহুল্য, বাংলায় যেখানে ৭ কোটি ৩২ লক্ষ ভোটার, উত্তরপ্রদেশে সেখানে ভোটার সংখ্যা ১৪ কোটিরও বেশি। তাহলে কমিশনই বলুক যোগীর রাজ্যে ঠিক ক’দফায় ভোট হওয়া উচিত!
পরিসংখ্যান যাই বলুক, ডবল ইঞ্জিন যোগীর রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিশেষ প্রশ্ন তুলতে দেখা যায় না স্বরাষ্ট্র মন্ত্রককেও। খুন-খারাপি, ধর্ষণ, রাজনৈতিক অপরাধ পাল্লা দিয়ে বাড়তে থাকলেও মোদি-অমিত শাহরা তা বড় একটা চোখে দেখতে পান না। যেমন কর্ণাটকের এক প্রভাবশালী মন্ত্রীর বেনজির অপরাধও শাসকের নজরে আসে না। কী করেছেন কর্ণাটকের ওই মন্ত্রী? নাম রমেশ জারকিহোলি। তিনি কর্ণাটক সরকারের জলসম্পদ মন্ত্রী। এক মহিলাকে নিজের দপ্তরে কাজ দেওয়ার নাম করে দিনের পর দিন সহবাস ও অত্যাচার করেছেন। অথচ ইয়েদুরাপ্পার ডবল ইঞ্জিন কর্ণাটক সরকার তা দেখতেই পায়নি। নিজের দলের লোক বলেই সাতখুন মাফ। আবার যাবতীয় প্রোটোকল ভেঙে কর্তব্যরত এক নার্সকে বাড়িতে ডেকে করোনার টিকা নিয়েছেন কর্ণাটকেরই আর এক মন্ত্রী। ডবল ইঞ্জিন বলে সাতখুন মাফ! এই একচোখা এবং রাজনৈতিক পক্ষপাতিত্ব কতদিন চলবে? পশ্চিমবঙ্গের মানুষ এই বৈষম্য কতদিন নীরবে সহ্য করবেন?
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর হিসেবই বলছে মোদি জমানায় গোটা দেশে মহিলাদের উপর অপরাধ বেড়ে চলেছে। ২০১৯ সালে মহিলাদের উপর সংগঠিত অপরাধের সংখ্যা ছিল ৪ লক্ষ ৫ হাজার ৮৬১। ২০১৮ সালের সঙ্গে তুলনা করলে বৃদ্ধির হার ৭.৩ শতাংশ। তাহলে? যাঁরা সোনার বাংলা গড়ার আওয়াজ তুলছেন, আর ক্ষমতা দখল করতে বিভাজন আর সাম্প্রদায়িক জিগির তুলছেন, তাঁদের বলি বাঙালিকে এ যাত্রায় ছেড়ে দিন। বাঙালি নিজের সোনার ভবিষ্যৎ নিজেই তৈরি করে নিতে পারবে। তার জন্য কোনও গুজরাতির আশ্বাস আর হাওয়াই জাহাজ চেপে এসে মিথ্যে আস্ফালনের দরকার নেই। প্রয়োজন নেই কোনও যোগী মার্কা ভণ্ডের দৌরাত্ম্যের। বাংলাকে অপমান ও দুয়ো দেওয়ার আপনি কে? কী করেছেন বাংলার জন্য? বাংলা ও বাঙালি তার ভবিষ্যৎ নিজেই গড়ে নিতে জানে। মওত কা সওদাগরের আশীর্বাণীর পরোয়া সে করে না। এই নির্বাচন তাই বাঙালি সংস্কৃতির উপর বাইরের আঘাত চিরতরে শেষ করারও অগ্নিপরীক্ষা। 
07th  March, 2021
অর্থনীতির পাশাপাশি স্বাধীনতাও বিপন্ন
পি চিদম্বরম 

ভারতীয় অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে কি না তা একটা বিতর্কের বিষয়। চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ০.৪ শতাংশ বৃদ্ধির যে এস্টিমেট ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিস (এনএসও) দিয়েছে, সরকার সেটাকে ‘সেলিব্রেট করছে’। 
বিশদ

যেখানে ‘ডবল ইঞ্জিন’
সেখানেই হেরেছে বিজেপি
তন্ময় মল্লিক

বিজেপির নেতাদের মুখে ‘ডবল ইঞ্জিন’-এর প্রশংসার ফুলঝুরি ফুটছে। তাঁরা বোঝাতে চাইছেন, কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার থাকলে প্রচুর উন্নতি হবে। কলকারখানা হবে। চাকরি হবে। মাস্টারমশাই, সরকারি কর্মীদের বেতন বাড়বে। 
বিশদ

06th  March, 2021
বিদায় শ্রেণিসংগ্রাম, স্বাগত টুম্পা
সমৃদ্ধ দত্ত

আত্মীয় অথবা পরিবারের মধ্যে কিছু কিছু বিশেষ ব্যক্তিকে দেখা যায়, যাঁরা কোনও একটি সিদ্ধান্ত গ্রহণ করার পর সেটি যে শ্রেষ্ঠ, সেকথা উচ্চৈঃস্বরে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। অন্যদের মতামত অথবা মৃদু বিরোধিতাকে পাত্তা দেন না তাঁরা। কিন্তু পরে যখন প্রমাণ হয় যে, ওই সিদ্ধান্ত শুধু যে ভুল ছিল তা‌ই নয়, গোটা পরিবারের পক্ষেও ক্ষতিকর হয়ে গিয়েছে, তখনই বিড়ম্বনার সৃষ্টি। 
বিশদ

05th  March, 2021
নদীবাঁধ রক্ষাই সুন্দরবনের অস্তিত্বের প্রধান শর্ত
কান্তি গাঙ্গুলী

প্রাচীন ইতিহাসে টলেমি ও মেগাস্থিনিসের বিবরণে গঙ্গারিডি বলে যে ভূখণ্ডের উল্লেখ পাওয়া যায়, আজকের সুন্দরবন ও তৎসংলগ্ন নিম্নগাঙ্গেয় উপত্যকা সম্ভবত সেই ভূখণ্ডই। কলকাতার এন্টালি অঞ্চলটির নামকরণের পিছনে হেঁতাল গাছের প্রভূত উপস্থিতির কারণও হয়তো বিদ্যমান।  
বিশদ

04th  March, 2021
গোল্লায় যাবে শিল্প-সংস্কৃতি
ব্রাত্য বসু 

বাংলা ও তার সংস্কৃতি বাঁচাতে গেলে বহিরাগত এই বিজেপি রাজনীতিকে ঠেকাতেই হবে। বিজেপি কখনও বাংলায় এসে রবীন্দ্রনাথের জন্মস্থান বদলে দিচ্ছে, কখনও বিদ্যাসাগরের মূর্তি ভেঙে তছনছ করছে, কখনও চৈতন্যদেবের মৃত্যুর অন্তত দুশো বছর পরে তাঁকে কাটোয়ায় জীবিত করে তুলছে, কখনও আবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিশেষণে ঔপন্যাসিক না লিখে বলছে ‘উপনিবেশিক’। 
বিশদ

04th  March, 2021
মোদির সব প্রতিশ্রুতি যেন গল্পদাদুর আসর
সন্দীপন বিশ্বাস 

হঠাৎই জহর রায়ের একটি কৌতুক নকশা মনে পড়ল। এক ভদ্রলোক একটি ঘর ভাড়া নিতে গিয়েছেন। ঘর দেখে পছন্দও হয়েছে। দু’টি ঘর, রান্নাঘর, সঙ্গে আলাদা বাথরুম। কিন্তু ভাড়া শুনে ভদ্রলোকের মাথার চুল খাড়া হয়ে গেল। ভাড়া ৫০০ টাকা।  
বিশদ

03rd  March, 2021
৮ দফার পর নিশ্চয়ই রিগিংয়ের
অভিযোগ উঠবে না!
শান্তনু দত্তগুপ্ত

সেশন সাহেব, বড্ড মিস করছি আপনাকে। আপনি বলতেন, ‘গণতন্ত্র হল এমন একটা ব্যবস্থা, যেখানে আইনের শাসন সবার জন্য সমানভাবে বলবৎ থাকবে।’ সব মানুষের জন্য। সব রাজনৈতিক দলের জন্য। আপনি প্রমাণ করেছেন, এটা ছেলে ভুলানো গল্প নয়।  
বিশদ

02nd  March, 2021
আদালতগুলি স্বাধীনতার ঘণ্টাধ্বনি দিচ্ছে
পি চিদম্বরম

ঠিক যখন আমরা আশা ছেড়ে দিচ্ছি, তখনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ব্যক্তি স্বাধীনতার বর্মটা হারিয়ে যায়নি। আমেরিকার স্বাধীনতার ঘোষণা সম্পর্কিত স্বাক্ষর হয়েছিল ১৭৭৬-এর ৪ জুলাই। 
বিশদ

01st  March, 2021
কে প্রধান শত্রু, আজ ব্রিগেডে
পরিষ্কার করুক সিপিএম 
হিমাংশু সিংহ

প্রয়াত সলিল চৌধুরী আজ বেঁচে থাকলে ‘টুম্পা সোনা’ শুনে কী বলতেন জানি না। তবে তাঁর ‘ও আলোর পথযাত্রী’ কিংবা ‘ঢেউ উঠছে কারা টুটছে’ যে এত তাড়াতাড়ি ব্রাত্য হয়ে যাবে কে ভেবেছিল! অভাবে স্বভাব নষ্ট আর দুর্দিনে চরিত্র। তাই আর ঘোমটার তলায় খ্যামটা নাচ নয়। 
বিশদ

28th  February, 2021
মমতাকে ঠেকাতে শেষে ‘রামধনু’ জোট
তন্ময় মল্লিক

‘এই বাংলা যতটা আব্বাস সিদ্দিকির ততটাই দিলীপ ঘোষের। দক্ষিণ ভারত থেকে এসেছেন ওয়াইসি, তাঁরও ততটাই অধিকার।’এখানে শেষ হলে মনে হতো, এটি কোনও ধর্মনিরপেক্ষ মানুষের বক্তব্য। উদ্দেশ্য স্পষ্ট হয়েছে এর পরের কথায়, ‘ওয়াইসি এসে এখানে মিম তৈরি করলে দিদিমণির টেনশন হচ্ছে কেন? 
বিশদ

27th  February, 2021
বাংলা নয়, আগে যোগী-রাজ্য নিয়ে কথা বলুন
মৃণালকান্তি দাস

‘ঠোক দিয়ে যায়েঙ্গে’! এটাই নাকি উত্তরপ্রদেশ থুড়ি উত্তমপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্র। যোগী নিজের রাজ্যকে ‘উত্তমপ্রদেশ’ বলতেই ভালোবাসেন। তিনি স্বপ্ন ফেরি করেন, এই রাজ্য নাকি সবেতেই ‘উত্তম’। কেমন সেই রাজ্য? 
বিশদ

26th  February, 2021
কর্পোরেট তোষণের ফলেই তেল অগ্নিমূল্য
সঞ্জয় মুখোপাধ্যায় 

সরকার যদি নিজেই দাম বাড়ায়, তাহলে পেট্রল ডিজেলের দাম কমবে কী করে? জ্বালানির দাম নিত্য বাড়ছে। স্বাধীন ভারতে এটা রেকর্ড যে পরপর নয়দিন দাম বাড়ল। গত দেড় মাসে ২১ বার দাম বাড়ল পেট্রল ও ডিজেলের, এবং একমাসের মধ্যে দু’বার গ্যাসের 
বিশদ

25th  February, 2021
একনজরে
বন্ধ্যত্ব নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসংখ্য দ্বিধা-দ্বন্দ্ব কাজ করে। সেই দ্বিধা কাটিয়ে কীভাবে হাসি ফুটবে সন্তানহীন দম্পতির জীবনে তারই খোঁজ দিলেন বিশিষ্ট সুপ্রজনন বিশেষজ্ঞ ডাঃ ...

কালিয়াচক ও বৈষ্ণবনগর থানা এলাকার সমস্ত বুথকেই স্পর্শকাতর ঘোষণা করার সুপারিশ করছে মালদহ জেলা পুলিস। ...

করোনাকালে জীবন বাজি রেখে দেশের মানুষকে বাঁচিয়েছেন। তার প্রতিদানে বেতন বাড়ছে মাত্র এক শতাংশ। এই ইঙ্গিত পেয়ে ব্রিটেনের বরিস জনসন সরকারের উপর বেজায় ক্ষুব্ধ ন্যাশনাল ...

চলতি বছর দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপুর্তি। সেই উপলক্ষে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের তরফে গত পাঁচ তারিখ একটি কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শারীরিক কারণে কর্মে বাধা দেখা দেবে। সন্তানরা আপনার কথা মেনে না চলায় মন ভারাক্রান্ত হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক নারীদিবস
১৮৩৬- কলকাতায় পাবলিক লাইব্রেরির উদ্বোধন হয়
১৯০৮- চট্টগ্রাম আন্দোলনের অন্যতম সেনানী লোকনাথ বলের জন্ম
১৯৩০- মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়
১৯৭৪- অভিনেতা ফারদিন খানের জন্ম  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.২৯ টাকা ৭৪.০০ টাকা
পাউন্ড ৯৯.৫১ টাকা ১০৩.০১ টাকা
ইউরো ৮৫.৫৯ টাকা ৮৮.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
07th  March, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৫, ৪০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৩, ১০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৩, ৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৬, ০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৬, ১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
07th  March, 2021

দিন পঞ্জিকা

২৪ ফাল্গুন, ১৪২৭, সোমবার, ৮ মার্চ ২০২১। দশমী ২৪/৩৩ দিবা ৩/৪৫। পূর্বাষাঢ়া নক্ষত্র ৩৬/৫১ রাত্রি ৮/৪০। সূর্যোদয় ৫/৫৫/৫৩, সূর্যাস্ত ৫/৩৯/১৯। অমৃতযোগ দিবা ৭/৩১ পুনঃ ১০/৩১ গতে ১২/৫৮ মধ্যে। রাত্রি ৬/২৮ গতে ৮/৫৫ মধ্যে পুনঃ ১১/২২ গতে ২/৩৯ মধ্যে মাহেন্দ্রযোগ দিবাধ ৩/১৮ গতে ৪/৫২ মধ্যে। বারবেলা ৭/২৩ গতে ৮/৫১ মধ্যে পুনঃ ২/৪৩ গতে ৪/১১ মধ্যে। কালরাত্রি ১০/১৫ গতে ১১/৪৭ মধ্যে।  
২৩ ফাল্গুন ১৪২৭, সোমবার, ৮ মার্চ ২০২১। দশমী সন্ধ্যা ৫/৩৮। পূর্বাষাঢ়া নক্ষত্র রাত্রি ১০/৩২। সূর্যোদয় ৫/৫৮, সূর্যাস্ত ৫/৩৯। অমৃতযোগ দিবা ৭/১৬ মধ্যে ও ১০/৩০ গতে ১২/৫৫ মধ্যে এবং রাত্রি ৬/৩৩ গতে ৮/৫৬ মধ্যে ও ১১/১৯ গতে ২/২৯ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/২০ গতে ৪/৫৭ মধ্যে। কালবেলা ৭/২৬ গতে ৮/৫৩ মধ্যে ও ২/৪৪ গতে ৪/১১ মধ্যে। কালরাত্রি ১০/১৬ গতে ১১/৪৯ মধ্যে।  
২৩ রজব। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইএসএল : টাইব্রেকারে ম্যাচ জিতে ফাইনালে মুম্বই সিটি এফসি
 

10:36:07 PM

আইএসএলের দ্বিতীয় পর্বের সেমিফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে
 

09:38:35 PM

ফের কলকাতা মেট্রোতে চালু হচ্ছে টোকেন ব্যবস্থা
ফের আগামী ১৫ মার্চ থেকে কলকাতা মেট্রোতে চালু হচ্ছে টোকেন ...বিশদ

09:05:49 PM

আইএসএল: মুম্বই সিটি ০ – গোয়া ০ (হাফটাইম) 

08:26:33 PM

কাশীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কমলাকান্ত হাঁসদা  

07:57:48 PM

স্ট্যান্ড রোড সংলগ্ন বহুতলে আগুন
স্ট্যান্ড রোডে রেলের একটি ভবনে আগুন। জানা গিয়েছে, ওই বহুতলটির ...বিশদ

06:58:00 PM