Bartaman Patrika
কলকাতা
 

৩৫ কোটি টাকার এফডি কেলেঙ্কারি
ধৃত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের
ম্যানেজার সহ ৩ জন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৩৫ কোটি টাকা ফিক্সড ডিপোজিট কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার হলেন এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজার সহ তিনজন। শনিবার গভীর রাতে তাঁদের পাকড়াও করা হয়। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় দু’ কোটি টাকা, একটি বিলাসবহুল গাড়ি ও অন্যান্য সামগ্রী। রবিবার তিনজনকেই ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক ২০ নভেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। এই ঘটনায় জড়িত বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের নভেম্বর থেকে এ বছরের মাঝামাঝি সময়ের মধ্যে ধাপে ধাপে এই কেলেঙ্কারি সংগঠিত হয়েছে। ২০১৯ সালে গোখেল রোডে দি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিংয়ে গিয়েছিলেন অরুণ পাণ্ডে ও কৃষ্ণেন্দু চৌধুরী নামের দু’জন। তাঁরা বউবাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রতিনিধি বলে পরিচয় দেন। বলেন, তাঁদের ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলে অন্য ব্যাঙ্কের তুলনায় বাড়তি সুদ মিলবে। সংস্থার কর্তাদের এমনভাবে বোঝানো হয় যে, তাঁরা আশ্বস্ত হন। বউবাজারে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ওই ইনস্টিটিউটের অ্যাকাউন্ট রয়েছে। কথা মতো, প্রথম দফায় তারা সেখানে এক কোটি টাকার ফিক্সড ডিপোজিট করে। এরজন্য ফর্ম ফিলআপ থেকে শুরু করে  প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন ওই দুই ব্যক্তি। এরপর আরটিজিএস-এর মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করা হয় এফডি অ্যাকাউন্টে। এরপর সেখান থেকে ওই টাকা বেরিয়ে যায় অন্য দুটি অ্যাকাউন্টে। টানা আট-ন’ মাস ধরে এভাবেই ধাপে ধাপে ৩৫ কোটি টাকা ফিক্সড ডিপোজিট করা হয়। বিনিময়ে ওই সংস্থাকে দেওয়া হয় নকল এফডি সার্টিফিকেট। গোটা ঘটনাটি ঘটে ওই ব্যাঙ্কের তদানীন্তন সিনিয়র ম্যানেজার সম্রাট পালের সময়কালে। তিনি জানতেন এফডি’র ওই টাকা সরানো হয়েছে দুটি ভুয়ো অ্যাকাউন্টে। এমনকী টাকা ট্রান্সফার হওয়ার সময়ও ওই ম্যানেজার সংস্থার কর্তাদের বিষয়টি জানাননি। পরবর্তীকালে তিনি ওই শাখা থেকে বদলি হয়ে যান। নতুন ম্যানেজার আসার পর বিষয়টি জানা যায়। তিনি দেখেন, ওই সংস্থার টাকা প্রথম দু’-একবার এফডি অ্যাকাউন্টে জমা পড়েছে। তারপর নিয়ম ভেঙে সেই টাকা চলে গিয়েছে অন্য দুটি অ্যাকাউন্টে। ওই অ্যাকাউন্ট দুটি স্বেচ্ছাসেবী সংস্থার নামে খোলা। পরবর্তীকালে যে এফডিগুলি করা হয়েছে, সেই টাকা ইনস্টিটিউটের অ্যাকাউন্টে নয়, সরাসরি জমা পড়েছে ওই দুটি ভুয়ো অ্যাকাউন্টে। অথচ প্রতিটি ক্ষেত্রে জাল সার্টিফিকেট দেওয়া হয়েছে ইনস্টিটিউটকে। তাতে ব্যাঙ্কের লোগো, ম্যানেজারের সই—সবই আছে। ফর্ম ঘেঁটে দেখা যায়, এফডি অ্যাকাউন্টগুলি আসলে ওই সংস্থার নামেই নয়, রয়েছে অন্য নামে। দি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং প্রতারণার শিকার হয়েছে। ব্যাঙ্কে ভুয়ো অ্যাকাউন্ট খুলতে সাহায্য করেছেন তদানীন্তন ম্যানেজার স্বয়ং। স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্ট থেকে আবার ওই টাকা ঘুরেছে একাধিক অ্যাকাউন্টে। সেইসব অ্যাকাউন্টও জাল নথির ভিত্তিতে খোলা হয়েছে। অভিযোগ, ব্যাঙ্ক ম্যানেজারকে এই কাজে সাহায্য করেছেন আরও অনেকে। বিনিময়ে তাঁরা আর্থিক সুবিধা পেয়েছেন।
নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২ নভেম্বর প্রতারণা, জালিয়াতি সহ একাধিক ধারায় কেস রুজু হয়েছে। তদন্তে সেই ম্যানেজার সহ ব্যাঙ্কের ভুয়ো প্রতিনিধি বলে পরিচয় দেওয়া ব্যক্তিদের যোগ নিশ্চিত হওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়।

নামী সংস্থার নকল সিমেন্ট,
পুট্টি বিক্রি, মহেশতলায় ধৃত ৪

নামী কোম্পানির নাম ব্যবহার করে নকল সিমেন্ট ও ওয়াল পুট্টি বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল মহেশতলা থানার পুলিস। শনিবার রাতে পৈলান ইন্ডাস্ট্রিয়াল এলাকার দু’টি কারখানায় হানা দিয়ে পুলিস দেখে, একটি নামী কোম্পানির লোগো বেআইনিভাবে ব্যবহার করে সিমেন্ট এবং ওয়াল পুট্টি তৈরি করছে দুই সংস্থা। বিশদ

হুগলিতে পথ দুর্ঘটনায় মারা গেলেন
প্রাক্তন ফুটবলার, শোকস্তব্ধ এলাকা

পথ দুর্ঘটনায় মৃত্যু হল অনূর্ধ্ব তেরো জাতীয় দলের প্রাক্তন এক ফুটবলারের। পুলিস জানিয়েছে, তাঁর নাম জয়ব্রত দেবনাথ (২৮)। শনিবার রাতে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় হুগলির ক্রীড়াজগতে শোকের ছায়া নেমে এসেছে। জয়ব্রত দেবনাথের দরিদ্র পরিবারটিও শোকস্তব্ধ। বিশদ

গোবরডাঙায় উদ্ধার
ছাত্রীর ঝুলন্ত দেহ

শনিবার সন্ধ্যায় গোবরডাঙা থানা এলাকায় এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃত ছাত্রীর নাম অনুরাধা ঘোষ (১৯)। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ওই ছাত্রী মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন। 
বিশদ

দিলীপ ঘোষের নামে
এফআইআর দায়ের চন্দ্রিমার

দিলীপ ঘোষের নামে নিউ বারাকপুর থানায় এফআইআর দায়ের করলেন তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার হলদিয়ার এক জনসভায় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন বিজেপির রাজ্য সভাপতি। বিশদ

কানে মোবাইল ফোন, আঙুলের ফাঁকে ধরা
সিগারেট, স্টিয়ারিং ঘোরাচ্ছেন বাসচালকরা

৩৪ নম্বর জাতীয় সড়ক

বাসে করে কাঁচরাপাড়া থেকে হরিণঘাটার দিকে কর্মস্থলে যাচ্ছিলেন স্বাতী চট্টোপাধ্যায়। হঠাৎ এক ঝটকায় সিট থেকে ছিটকে পড়লেন। চোট লাগে কোমরে।  জানা গেল, কানে মোবাইল ছিল চালকের। সামনে একটি সাইকেল এসে পড়ায় হঠাৎ ব্রেক কষেন।  বিশদ

পার্লারের আড়ালে
দেহ ব্যবসা, ধৃত ৩

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গড়িয়াহাট থানা এলাকায় এক পার্লারের আড়ালে দেহ ব্যবসা চালানোর অভিযোগে শনিবার কলকাতা গোয়েন্দা পুলিস তিনজনকে গ্রেপ্তার করে। ওই পার্লার থেকে উদ্ধার করা হয় তিন মহিলাকে। রবিবার অভিযুক্তদের আলিপুর আদালতে তোলা হয়। বিচারক ওই পার্লারের ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। এক খরিদ্দারকে জামিনে মুক্তি দেওয়া হয়। পার্লার থেকে উদ্ধার হওয়া তিন মহিলার গোপন জবানবন্দির আবেদন এদিন মঞ্জুর করেছেন বিচারক। বিশদ

গড়িয়াহাটে বহুতল থেকে
পড়ে মৃত্যু পরিচারিকার

বহুতল আবাসনের ন’তলা থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। নাম প্রণতি মণ্ডল (৩৪)। রবিবার বেলা তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে ম্যান্ডেভিলা গার্ডেন্সে। দক্ষিণ ২৪ পরগনার ধোসা গ্রামের বাসিন্দা প্রণতি ওই বহুতলের একটি ফ্ল্যাটে পরিচারিকার কাজ করতেন। বিশদ

বাজার পরিদর্শন, জিনিস কম দামে
দিতে বললেন সরকারি অফিসাররা
ডায়মন্ডহারবার

আলু ও পিঁয়াজের জোগান স্বাভাবিক নেই। যে কারণে বেশি দামে কিনে তা বেশি দামেই বেচতে হচ্ছে বিক্রেতাদের। রবিবার ডায়মন্ডহারবার মহকুমার দু’টি বাজার ঘুরে এই পর্যবেক্ষণ করল মহকুমা প্রশাসন। বিশদ

ডেথ সার্টিফিকেটে সদ্যোজাতের বদলে মায়ের নাম

মধ্যমগ্রামে মৃত সদ্যোজাতের ডেথ সার্টিফিকেটে মায়ের নাম লিখল এক নার্সিংহোমের চিকিৎসক। রবিবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শিশুর পরিবারের লোকেরা শ্মশানে সৎকার করতে গিয়ে এই ভুল বুঝতে পারেন। বিশদ

দুই দুষ্কৃতী গ্রেপ্তার

শনিবার রাতে হাবড়া ও গোবরডাঙা থানার পুলিস দু’টি পৃথক ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম সন্তু দাস ও নিতাই দাস। তাদের বারাসত জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। বিশদ

হাওড়া স্টেশনে 
ধৃত মোবাইল চোর

বুধবার আংশিকভাবে চালু হবে লোকাল ট্রেন পরিষেবা। তার আগে হাওড়া স্টেশন চত্বরে নিরাপত্তার জন্য এখন নজরদারি বাড়ানো হচ্ছে। এর মধ্যেই চোরাই মালপত্র সহ একজন মোবাইল চোরকে গ্রেপ্তার করল পুলিস। বিশদ

বাজি ও ডিজে বক্স না বাজানোর
আবেদন স্বেচ্ছাসেবী সংগঠনের

 

কালীপুজোয় বাজি পোড়ানো বন্ধের পাশাপাশি পুজো মণ্ডপে ডিজে বক্স না বাজানোর আবেদন নিয়ে রবিবার সকালে উলবেড়িয়ায় পথে নামল একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন সংগঠনগুলির পক্ষ থেকে এক সচেতনতামূলক পদযাত্রার আযোজন করা হয়। বিশদ

তৃণমূলের ব্লক ও টাউন কমিটিতে
নয়া মুখ, বিদ্রোহের আঁচ হুগলিতে

হুগলিতে সমঝোতার সূত্র মেনে নতুন-পুরনো মিলিয়ে ব্লক ও টাউন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। গোষ্ঠীকোন্দলে জেরবার দলের হুগলি জেলা। ফলে কমিটি গঠন করার ক্ষেত্রে সমস্ত গোষ্ঠীকে তুষ্ট করার দায় ছিল নেতৃত্বের। তাই একগুচ্ছ নতুন মুখ আনা হয়েছে কমিটিতে। বিশদ

শহরের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে
এককালীন অনুদান দিচ্ছে রাজ্য
আসরে কলকাতা পুরসভা

লকডাউনে কার্যত বসে গিয়েছিল স্বনির্ভর গোষ্ঠীগুলি। অর্থের জোগান না থাকায় কাজ পুরোপুরি বন্ধ ছিল। শহরের সেই গোষ্ঠীগুলিকে চাঙ্গা করতে এবার অর্থ সাহায্য করছে রাজ্য সরকার। কলকাতা পুরসভা মারফত শহরের ১৪০০-এর বেশি স্বনির্ভর গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে এককালীন ১০ হাজার করে টাকা। বিশদ

Pages: 12345

একনজরে
খড়্গপুর-২ ব্লকের সাঁকোটির কাজিচকে রবিবার সকালে রান্নার গ্যাসের পাইপ লাইন লিক করে আগুন লেগে গেলে একই পরিবারের চারজন সহ মোট পাঁচজন জখম হন। জখমদের মধ্যে একজন শিশুও আছে। ...

মার্কিন প্রশাসনের কাছে তিনি ধমনী। ২০১৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে আমেরিকার সার্জেন জেনারেল নিযুক্ত করেছিলেন। তিনি বিবেক মূর্তি। ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্ট চিকিৎসক। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তাঁকে পদত্যাগ করতে বলেন। ...

রবিবার সকালে হবিবপুরের আইহোতে দুষ্কৃতীদের বিরুদ্ধে বাস কন্ডাক্টর ও খালাসিকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এদিন সকাল ১০টা থেকে বাস রাস্তায় দাঁড় করিয়ে অবরোধ করেন বাসচালক ও পরিবহণ কর্মীরা। এর জেরে আইহোতে মালদহ-নালাগোলা রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ...

চোটের কারণে নেইমার, এমবাপে, ইকার্ডিসহ একাধিক তারকা ফুটবলার দলে ছিলেন না। তা সত্ত্বেও ফরাসি লিগে জয়ের দৌড় অব্যাহত রাখল প্যারি সাঁ জাঁ। শনিবার ঘরের মাঠে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চতর বিদ্যায় সফলতা আসবে। সরকারি ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। প্রেম-প্রণয়ে মানসিক অস্থিরতা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

 
১৭৯৩: হুগলি নদীতে পৌঁছালেন ব্যাপ্তিস্ত মিশনারি মিশনের অন্যতম প্রতিষ্ঠাতা উইলিয়াম কেরি
১৮৬১: কানাডায় টরন্টো বিশ্ববিদ্যালয়ের মাঠে সরকারিভাবে নথিভুক্ত প্রথম ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়
১৮৭৭: ‘সারে জাহাঁ সে আচ্ছা’র রচয়িতা মহম্মদ ইকবালের জন্ম
১৯৬০: জার্মান ফুটবলার আন্দ্রে ব্রেহমের জন্ম
১৯৭৪: ইতালির ফুটবলার আলেকজান্দ্রো দেল পিয়েরোর জন্ম
১৯৮৯: বার্লিন দেওয়ালের পতন
২০০৫: ভারতের দশম রাষ্ট্রপতি কে আর নারায়ণনের মৃত্যু
২০১১: নোবেল পুরস্কার জয়ী হরগোবিন্দ খুরানার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.১৯ টাকা ৭৪.৯০ টাকা
পাউন্ড ৯৫.৭৩ টাকা ৯৯.১৩ টাকা
ইউরো ৮৬.৩৩ টাকা ৮৯.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
08th  November, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৫৩,০২০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫০,৩০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫১,০৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৫,৮৬০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,৯৬০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
08th  November, 2020

দিন পঞ্জিকা

২৩ কার্তিক, ১৪২৭, সোমবার, ৯ নভেম্বর ২০২০, অষ্টমী ২/৩৪ দিবা ৬/৫১ পরে নবমী ৫৯/৭ শেষ রাত্রি ৫/২৮। অশ্লেষা নক্ষত্র ৭/১২ দিবা ৮/৪২। সূর্যোদয় ৫/৪৯/২৭, সূর্যাস্ত ৪/৫১/৩২। অমৃতযোগ দিবা ৭/১৭ মধ্যে পুনঃ ৮/৪৫ গতে ১০/৫৮ মধ্যে। রাত্রি ৭/২৮ গতে ১০/৫৫ মধ্যে পুনঃ ২/২২ গতে ৩/১৩ মধ্যে। বারবেলা ৭/১২ গতে ৮/৩৫ মধ্যে পুনঃ ২/৬ গতে ৩/২৯ মধ্যে। কালরাত্রি ৯/৪৩ গতে ১১/২০ মধ্যে।  
২৩ কার্তিক, ১৪২৭, সোমবার, ৯ নভেম্বর ২০২০, নবমী রাত্রি ১২/৮ । মঘানক্ষত্র রাত্রি ৩/৫৪। সূর্যোদয় ৫/৫০, সূর্যাস্ত ৪/৫২। অমৃতযোগ দিবা ৭/২৯ মধ্যে ও ৮/৫৪ গতে ১১/৩ মধ্যে এবং রাত্রি ৭/২৩ গতে ১০/৫৮ মধ্যে ও ২/৩০ গতে ৩/২৩ মধ্যে। কালবেলা ৭/১৩ গতে ৮/৩৬ মধ্যে ও ২/৭ গতে ৩/৩০ মধ্যে। কালরাত্রি ৯/৪৪ গতে ১১/২১ মধ্যে। 
২২ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের দিনটি কেমন যাবে?
 

মেষ: সরকারি ক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা। বৃষ: কর্মরতদের ক্ষেত্রে শুভ। মিথুন: ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহৃদয় মনোভাব ...বিশদ

04:29:40 PM

২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩,৯০৭
বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৯০৭ জন। সোমবার ...বিশদ

08:00:31 PM

অস্ট্রেলিয়া সফর: ভারতীয় দলে রদবদল 
আসন্ন অস্ট্রেলিয়া সফরে ঘোষিত দলের মধ্যে বেশকিছু রদবদল করলেন নির্বাচকরা। ...বিশদ

04:56:00 PM

খাদ্যদ্রব্যের মাত্রাছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
করোনার আবহের মধ্যেই বাজার আগুন। আলু, পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় সব্জি ...বিশদ

04:19:01 PM

অভিনেতা অর্জুন রামপালকে হাজিরার নোটিস দিল এনসিবি 

03:36:00 PM

কাল নন্দীগ্রামে শুভেন্দুর পাল্টা সভা তৃণমূলের
আগামীকাল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পাল্টা সভা করবে তৃণমূল। সকালে ভূমি ...বিশদ

03:35:00 PM