সংবাদদাতা, তেহট্ট: নিকাশিনালা অন্যদিক দিয়ে করা হচ্ছে। এই অভিযোগে নালার কাজ বন্ধ করে দিলেন বাসিন্দারা। তেহট্ট থানার বেতাই-১ পঞ্চায়েতের লালবাজারে এঘটনা ঘটেছে। বিজেপি পরিচালিত পঞ্চায়েত এঘটনায় তৃণমূলের বিরুদ্ধে কাজে বাধার অভিযোগ তুলেছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
লালবাজার এলাকার ওই রাস্তায় বহুদিন ধরে বর্ষাকালে জল জমে থাকে। ফলে যাতায়াতের সমস্যা দেখা দেয়। সেকারণে স্থানীয়রা নিকাশিনালার দাবি জানিয়ে আসছিলেন। সেইমতো পঞ্চায়েত তিনটি অংশে ছ’লক্ষ টাকা করে মোট ১৮লক্ষ টাকা অনুমোদন করে। সেই টাকায় কাজ শুরু হয়েছিল। কিন্তু বাসিন্দাদের একাংশের অভিযোগ, যেদিক দিয়ে নিকাশিনালা হওয়ার কথা, সেদিক দিয়ে না করে অন্যদিক দিয়ে করা হচ্ছিল। যেদিকে নালা করার কথা, সেদিকে এক বিজেপি কর্মীর বাড়ির কিছু অংশে বাধা পেতে পারে। সেজন্যই অন্যদিক দিয়ে নালা হচ্ছিল। কিন্তু এতে জল যাওয়ার সুবিধা হবে না। এই অভিযোগে তাঁরা নালার কাজ বন্ধ করে দেন।
বেতাই-১ পঞ্চায়েতের বিজেপির প্রধান শম্পা মণ্ডল বলেন, মানুষের সুবিধার জন্য নিকাশিনালা তৈরি হচ্ছিল। ওইদিকে একজনের দোকান পড়েছে। সেই দোকান সরাতে হবে বলে ওই দোকানদার বাধা দিচ্ছে। সেইসঙ্গে বিজেপির পঞ্চায়েত যাতে উন্নয়ন না করতে পারে, সেজন্য তৃণমূল স্থানীয়দের একাংশকে উসকে কাজে বাধা দিচ্ছে। ঘটনার কথা তেহট্ট-১ এর বিডিওকে জানাব। তিনি যা বলবেন তাই হবে।
বেতাই-১ পঞ্চায়েতের শাসকদলের অঞ্চল সভাপতি নারায়ণ সরকার বলেন, আমরা উন্নয়নের বিরোধী নই। আমরা চাই নিয়ম মেনে কাজ হোক। স্থানীয় বাসিন্দারাই সঠিকভাবে নালা তৈরির দাবিতে কাজ বন্ধ করেছেন। এতে আমাদের কোনও হাত নেই।