কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে ... বিশদ
ওই রাতেই সাঁতুড়ি গ্রামের প্রায় চারটি বাড়িতে চুরির উদ্দেশ্যে তালা ভাঙা হয়। শনিবার সকালে বাড়ির লোকজন দেখেন সদর দরজার তালা ভাঙা। তবে বাড়ি থেকে তেমন কিছু মূল্যবান জিনিস চুরি হয়নি বলে জানা গিয়েছে। এক ব্যক্তির বাড়ি থেকে কিছু টাকা ও শাড়ি এবং এক মহিলার বাড়ি থেকে কিছু জিনিসপত্র চুরি গিয়েছে। এক রাতে একসঙ্গে এতগুলি চুরির ঘটনায় সকলে বিস্মিত। এলাকার মানুষ পুলিস প্রশাসনের পদক্ষেপের দাবি জানিয়েছেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।