Bartaman Patrika
বিদেশ
 

চেনা ছকে ডোনাল্ড ট্রাম্পকেই
‘কোভিড’ আক্রমণ কমলার

সুদীপ্ত রায়চৌধুরী: বেশ খুশি সায়ু ভোজ‌ওয়ানি। ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্ক নিয়ে ক’দিন ধরেই ভীষণ উত্তেজিত ছিলেন। বৃহস্পতিবারের সভামঞ্চে কমলা হ্যারিসের দাপট দেখে মেজাজটা বেশ ফুরফুরে। বললেন, ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হ্যারিসের মনোনয়ন নিয়ে অনেকে ভ্রূ কুঁচকেছিলেন। জো বিডেন কোনও ভুল করেননি। আজকের বিতর্ক সভা থেকেই তা স্পষ্ট। সাউথ এশিয়ান ইয়ুথ অ্যাকশন গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ভোজ‌ওয়ানির মতে, কমলা হ্যারিসের ভূমিকায় উচ্ছ্বসিত এশীয় আমেরিকানরা।
ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কের শুরুটা হয় চেনা ছকেই। সঞ্চালক-সাংবাদিক সুজান পেজ করোনা সংক্রামিত প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডির সুস্থতা কামনা করেন। মঞ্চে আসেন দুই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী। মাঝে দূরত্ব প্রায় ১২ ফুট। সঙ্গে প্লেক্সিগ্লাসের দেওয়াল। করোনা সংক্রমণ রুখতে। আর এই ইস্যুতেই মাইক পেন্সকে আক্রমণের শুরুয়াত ডেমোক্র্যাট প্রার্থীর। ট্রাম্পের ব্যর্থতা নিয়ে সরব হন কমলা। ২ লক্ষের বেশি মানুষের মৃত্যুর জন্য প্রশাসনকে কাঠগড়ায় তোলেন তিনি। বলেন, ‘আমেরিকানদের নিরাপত্তা, সুরক্ষা নিয়ে কোনও পরিকল্পনা নেই মার্কিন প্রেসিডেন্টের। প্রচার করার জন্য সুস্থ হওয়ার আগেই হাসপাতাল থেকে ফিরে এসেছেন। কোভিড ভ্যাকসিন নিয়েও তাড়াহুড়ো করছেন।’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ডেমোক্র্যাট প্রার্থীর মন্তব্য, ‘চিকিৎসকরা যদি ভ্যাকসিন নিতে বলেন, নেব। কিন্তু ট্রাম্প বললে মানব না।’ কমলা হ্যারিসের কথার মধ্যেই আত্মপক্ষ সমর্থনে কথা বলতে শুরু করেন মাইক পেন্স। তাঁকে থামিয়ে ডেমোক্র্যাট প্রার্থী বলেন, ‘মিঃ ভাইস প্রেসিডেন্ট, আমি এখনও বলছি’। চুপ করে যান পেন্স। পরে বলেন, ‘ট্রাম্প শুরুতেই পদক্ষেপ নিয়েছেন। এ বছরের মধ্যেই এক কোটিরও বেশি ভ্যাকসিনের ডোজ আনার পরিকল্পনা রয়েছে প্রশাসনের।’ ভ্যাকসিন নিয়ে রাজনীতি না করার অনুরোধও করেন তিনি। এদিনের বিতর্কে বেশ কয়েকবার হ্যারিসের কথার মধ্যেই মন্তব্য করেন পেন্স। প্রতিবারই একই কথা বলেন ডেমোক্র্যাট প্রার্থী। মেজাজ না হারিয়েই। কৌশলে কমলা হ্যারিসের রক্ষণ ভাঙতে না পেরে ইস্যুভিত্তিক আক্রমণ শানান রিপাবলিকান প্রার্থী। পেন্সের দাবি, বিডেন-হ্যারিস জুটি নির্বাচনে জিতলে আমেরিকার নাগরিকরা সমস্যায় পড়বেন। বাড়বে আয়কর। কমলার জবাব, বছরে চার লক্ষ ডলারের কম আয়ের মানুষদের কোনও ট্যাক্স বাড়ানো হবে না। ওবামা কেয়ার নিয়ে ট্রাম্প সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। পাল্টা পেন্সের দাবি, ওবামা কেয়ার একটি খারাপ স্বাস্থ্য কর্মসূচি।
বিতর্ক সভায় টক্কর ছিল সেয়ানে সেয়ানে। কিন্তু এদিন কেউই আগ বাড়িয়ে বেফাঁস মন্তব্য করেননি। বরং বেশ কিছু ‘বাইরের বল’ প্রশ্ন বেশ সতর্কভাবে ‘ছেড়ে দিয়েছেন’। দু’জনের কাছেই তাঁদের উত্তরসূরি সম্পর্কে জানতে চান সঞ্চালক সুজান পেজ। উত্তর না দিয়ে পেন্স ফিরে যান করোনা সংক্রান্ত আলোচনায়। হ্যারিস নিজের কেরিয়ার রেকর্ড তুলে ধরেন। ট্রাম্পের স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নের জবাব এড়িয়ে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী বলেন, ‘ট্রাম্প পজিটিভ হওয়ায় দেশের মানুষ যেভাবে পাশে রয়েছেন, তা দেখে আমরা অভিভূত।’ এই বিতর্কের ফল কী? প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের সঞ্চালক ক্রিস ওয়ালসের মতে, ‘ম্যাচ ড্র’। 

09th  October, 2020
সন্ত্রাস ইস্যুতে আরও সঙ্কটে পড়তে পারে পাকিস্তান, মনে করছে আন্তর্জাতিক মহল 

 এমনিতেই বিরোধীদের এগারো দলের জোটের চাপে নাকানিচোবানি খেতে হচ্ছে ইমরান খানের সরকারকে। বিশদ

10th  October, 2020
মিশিগানের গভর্নরকে অপহরণের ছক বানচাল, ধৃত ১৩ 

 আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন। চলছে জোর প্রচার। এরই মধ্যে বড়সড় নাশকতার ছক বানচাল করল সে দেশের গোয়েন্দা সংস্থা। বিশদ

10th  October, 2020
করোনায় আক্রান্ত হওয়া ভগবানের আশীর্বাদ, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের
আরও কঠোর এইচ-১বি ভিসার বিধি

হোয়াইট হাউসে ঢুকেই মাস্ক খুলে দিয়েছিলেন। এবার করোনায় আক্রান্ত হওয়াকে ঈশ্বরের আশীর্বাদ বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া মারণ ভাইরাসের শিকার হয়েছিলেন। ট্রাম্প নিজেই ট্যুইট করে সেকথা জানান। চিকিত্সক ও বিশেষজ্ঞদের পরামর্শে সেনা হাসপাতালেও ভর্তি হয়েছিলেন প্রেসিডেন্ট।
বিশদ

09th  October, 2020
অতিথি সমারোহে বিয়ে
করোনাকালে  দিশা  দেখালেন
ভারতীয় বংশোদ্ভূত নবদম্পতি

বিলাসবহুল রিসর্টে বিয়ের আসর। ছাঁদনাতলায় বর-কনেকে ঘিরে হাতেগোনা পরিজন। এই দৃশ্য তো নেহাতই আনুষ্ঠানিক বিধি মেনে করা। বিয়ের আসল উদযাপন তো শুরু হয়েছে বাইরে। ঘাসে ছাওয়া সুদৃশ্য, বড়সড় লন। সেখানে সার বেঁধে দাঁড়িয়ে একটার পর একটা গাড়ি। পাত্র-পাত্রী দু’তরফের কাছের মানুষ, বন্ধুরা যে যার গাড়িতে বসে চোখ রেখেছেন জায়ান্ট স্ক্রিনে। বিয়ের মাঙ্গলিক অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত ফুটে উঠেছে বিশাল পর্দায়।
বিশদ

09th  October, 2020
ব্যক্তিসত্তাকে সর্বজনীন করেই
সাহিত্যে নোবেল লুইস গ্লুকের

২০২০ সালে নোবেল পুরস্কারে মহিলাদেরই জয়জয়কার। পদার্থবিদ্যা ও রসায়নের পর এবার সাহিত্য। এই বিভাগেও সেরার শিরোপা পেলেন এক মহিলা। সাহিত্যে নোবেলজয়ী এই মার্কিন কবির নাম লুইস গ্লুক। সাত সদস্যের নোবেল কমিটি তাঁকে মনোনীত করার পর জানিয়েছে, কাব্যিক অভিব্যক্তির সঙ্গে সাবলীল সৌন্দর্যবোধের মিশেলে ব্যক্তিসত্তাকে সর্বজনীন করে তুলেছে তাঁর লেখনী। পেশায় ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্লুক ১৯৪৩ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন।
বিশদ

09th  October, 2020
পেন্স উপলক্ষ, কমলার লক্ষ্য
কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 

প্রস্তুতিপর্ব শেষ। তৈরি নয়া রণকৌশলও। দুই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর তর্কযুদ্ধ যে আজই। তাই শুধু মার্কিন মুলুক নয়, প্রায় গোটা দুনিয়ার নজর আটকে উটাহের সল্টলেক সিটিতে। কমলা হ্যারিস বনাম মাইক পেন্স। নতুন কৌশল দুই শিবিরেরই। এক পক্ষ রক্ষণাত্মক, আর দ্বিতীয় আগ্রাসী। দুই ক্ষেত্রেই কারণ একটাই—ডোনাল্ড ট্রাম্প।  বিদায়ী প্রেসিডেন্ট করোনার স্পাইকে আটকে যেতেই ছক বদলে ফেলেছে ডেমোক্র্যাট শিবির। বিশদ

08th  October, 2020
দুরারোগ্য রোগে জিনথেরাপির দিশা
রসায়নে নোবেল জয় দুই বিজ্ঞানীর 

এইডসের মতো মারণ রোগের হাত থেকে বাঁচতে দু’বছর আগেই জিনের কাটা঩ছেঁড়ায় দিশা দেখিয়েছিলেন চীনা বিজ্ঞানী ডাঃ হি জায়ানকুই। জন্ম দিয়েছিলেন বিশ্বের প্রথম ‘জিন এডিটেড’ শিশুর। এই আবিষ্কারের জন্য বিশ্বজুড়ে নিন্দা কুড়িয়েছিলেন তিনি। একথা মানতে হবে যে তাঁর হাত ধরেই ২০১৮ সালে ‘ক্রিসপার’ (সিআরআইএসপিআর) পদ্ধতির কথা প্রথম জেনেছিল বিশ্ববাসী। চিকিৎসা বিজ্ঞানে এই পদ্ধতির...  বিশদ

08th  October, 2020
জাপানের বিদেশমন্ত্রীর
সঙ্গে বৈঠক জয়শঙ্করের 

নয়াদিল্লি: চীনের চোখ রাঙানি রুখতে টোকিওতে বৈঠকে বসেছেন ভারত, জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী। চার দেশ আনুষ্ঠানিকভাবে জোট গঠন না করলেও যা ‘চর্তুদেশীয় অক্ষ’ বা ‘কোয়াড’ নামে পরিচিত। বুধবার জাপানের বিদেশমন্ত্রী তোসিমিতসু’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।   বিশদ

08th  October, 2020
ভ্যাকসিন এ বছরই,
ঘোষণা হু’র 

অবশেষে আশার বার্তা দিল খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানাল, এই বছরের শেষেই ভ্যাকসিন চলে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। মানব শরীরে প্রয়োগের পরীক্ষা প্রক্রিয়া সামগ্রিকভাবে সফল হলে বিশ্বের তাবৎ করোনা ভ্যাকসিনকে প্রাতিষ্ঠানিক অনুমোদন দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারই ডিরেক্টর জেনারেল টেডরস আধানম মঙ্গলবার এগজিকিউটিভ বোর্ডের বৈঠকের শেষে বলেছেন, আশা করা হচ্ছে...  বিশদ

08th  October, 2020
কৃষ্ণগহ্বরে আলোকপাত, পদার্থ
বিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী 

স্টকহোম: মহাবিশ্বের রহস্যময় কৃষ্ণগহ্বরের গঠন নিয়ে গবেষণা। সেই অবদানের জন্য পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন ব্রিটিশ বিজ্ঞানী রজার পেনরোজ। তাঁর সঙ্গে ছায়াপথের কেন্দ্রে ভারী এক কণার সন্ধান দিয়ে এই পুরস্কার পেয়েছেন জার্মানির বিজ্ঞানী রেনহার্ড গেঞ্জেল এবং মার্কিন মহিলা বিজ্ঞানী আন্দ্রেয়া ঘেজ।   বিশদ

07th  October, 2020
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা
বজায় রাখাই ভারতের প্রধান লক্ষ্য: জয়শঙ্কর 

নয়াদিল্লি (পিটিআই): ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সংশ্লিষ্ট সব দেশের সার্বিক নিরাপত্তা এবং আর্থিক স্বার্থের বিষয়টি সুনিশ্চিত করাই হল প্রথম ও প্রধান লক্ষ্য। টোকিওতে ‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই মন্তব্য করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।  বিশদ

07th  October, 2020
প্লেক্সিগ্লাসের রক্ষাকবচে বিতর্ক সভা,
না পসন্দ রিপাবলিকান শিবিরের 

চাপা উৎকণ্ঠা। ভয়। ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্কের আগের ছবিটা এমনই। দুই শিবিরেই। কী হয়, কী হয় চিন্তা। বিতর্কের টেনশন ছাপিয়ে ফুটে উঠছে করোনা আতঙ্ক। শুধু সামাজিক দূরত্বে ভরসা রাখা যাচ্ছে না। বিতর্ক মঞ্চে বসানো হচ্ছে প্লেক্সিগ্লাস। দুই প্রার্থী-কমলা হ্যারিস, মাইক পেন্স ও সঞ্চালক সুজান পেজের সামনে থাকবে স্বচ্ছ থার্মোপ্লাস্টিক শিল্ড। বিশদ

07th  October, 2020
হোয়াইট হাউসে ঢোকার আগে মুখের
মাস্ক খুলে বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট 

ডনের মতোই করোনা পরবর্তী জীবন শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোভিড হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ঢোকার সময় পর্যন্ত আগাগোড়া তাঁর শরীরী ভাষা ছিল উদ্ধত। মাস্ক ছাড়াই হোয়াইট হাউসে প্রবেশ করেন। সেই সঙ্গে জানান, তিনি অসুস্থ হলেও দেশবাসী যেন করোনাকে ভয় না পায়। মার্কিন মুলুকে করোনায় ২ লক্ষ ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।  বিশদ

07th  October, 2020
করোনা রোধে ভারতের নেওয়া পদক্ষেপ
ভুল, মত নোবেলজয়ী স্টিগলিৎজের 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা মোকাবিলায় ব্যর্থ কেন্দ্রীয় সরকার। এর সংক্রমণ থেকে বাঁচতে লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্র। কিন্তু ভারতের মতো দেশে লকডাউনের ফলে পরিযায়ী শ্রমিকদের কী হাল হতে পারে, অথবা গরিবরা কী সমস্যায় পড়তে পারেন, তা ভেবে দেখেনি কেন্দ্র।   বিশদ

07th  October, 2020

Pages: 12345

একনজরে
সায়ন্ত ভট্টাচার্য, বারাকপুর: দুর্গাপুজোর সঙ্গে বাংলার বনেদিয়ানা অক্ষরে অক্ষরে যুক্ত। জমিদারবাড়ির দালানে দুর্গাপুজোর আয়োজন এবং সেই উৎসব ঘিরে মেতে থাকতেন গ্রামের বাসিন্দারা। এখন বাংলায় সেরকম ...

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পুজো মরশুমে ডেঙ্গুর দাপট সামাল দিতে পুজো মণ্ডপগুলিকেই নজরদারিতে রাখতে চাইছে রাজ্য পুরদপ্তর। রাজ্য নগর উন্নয়ন সংস্থা (সুডা) বুধবারই এ নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। পুজোর মণ্ডপের জন্য কোথাও জল জমার সমস্যা হচ্ছে কি না, ভেতরে বা ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় এক বছর ভারত কোনও প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলেনি। করোনার কারণে বাতিল হয়েছে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ। ২০২১ সালের আগে ভারত কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলবে না।   ...

 একা করোনাতেই রক্ষা নেই। তার উপর দোসর হয়েছে নিম্নচাপ। মহাষষ্ঠীর সকাল থেকেই নীল আকাশ ঢেকে গিয়েছে কালো মেঘে। তবে, সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি নামেনি। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মপ্রার্থীদের কোনও সুখবর আসতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা। গুপ্ত শত্রু থেকে সাবধান। নতুন কোনও প্রকল্পের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭০৭— ব্রিটেনের প্রথম পার্লামেন্টে অধিবেশন শুরু হল
১৯১৭—অক্টোবর বিপ্লবের ডাক দিলেন লেনিন
১৯২৯—নিউ ইয়র্ক শেয়ার বাজারে মহামন্দার সূচনা
১৯৪৪—দ্বিতীয় বিশ্বযুদ্ধ: হাঙ্গেরি প্রবেশ করল সোভিয়েতের লাল ফৌজ
২০০২—মস্কোর থিয়েটারে হানা দিয়ে প্রায় ৭০০ দর্শককে পণবন্দি করল চেচেন জঙ্গিরা
২০১২—সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৮৯ টাকা ৭৪.৬০ টাকা
পাউন্ড ৯৫.১২ টাকা ৯৮.৪৭ টাকা
ইউরো ৮৫.৭৬ টাকা ৮৮.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫২,০৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৯,৪১০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫০,১৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৩,০৩০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৩,১৩০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৬ কার্তিক, ১৪২৭, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০, সপ্তমী ৩/১৩ দিবা ৬/৫৭। উত্তরাষাঢ়া নক্ষত্র ৪৯/২৯ রাত্রি ১/২৮। সূর্যোদয় ৫/৪০/১৮, সূর্যাস্ত ৫/১/৪৪। অমৃতযোগ দিবা ৬/২৫ মধ্যে পুনঃ ৭/১১ গতে ৯/২৭ মধ্যে পুনঃ ১২/৪৪ গতে ২/৪৬ মধ্যে পুনঃ ৩/৩১ গতে অস্তাবধি। রাত্রি ৫/৫৪ গতে ৯/১৫ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/৯ মধ্যে পুনঃ ৪/০ গতে উদয়াবধি। বারবেলা ৮/৩০ গতে ১১/২১ মধ্যে। পূর্বাহ্ন ৬/৫৭ মধ্যে শারদীয়া দুর্গাপুজোর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। 
৬ কার্তিক, ১৪২৭, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০, সপ্তমী দিবা ১১/৫৭। পূর্বষাঢ়া নক্ষত্র দিবা ৬/৫১। সূর্যোদয় ৫/৪১, সূর্যাস্ত ৫/৩। অমৃতযোগ দিবা ৬/৩৫ মধ্যে ও ৭/১৯ গতে ৯/৩১ মধ্যে ও ১১/৪৩ গতে ২/৩৮ মধ্যে ও ৩/২৩ গতে ৫/৩ মধ্যে এবং রাত্রি ৫/৪০ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৭ গতে ৩/১৫ মধ্যে ও ৪/৭ গতে ৫/৪২ মধ্যে। বারবেলা ৮/৩২ গতে ১১/২২ মধ্যে। দিবা ৮/৩২ মধ্যে শারদীয়া দুর্গাপুজোর নবপত্রিকা প্রবেশ, স্থাপন। রাত্রি ১০/৫৮ গতে ১১/৪৬ মধ্যে দেবীর অর্ধরাত্রবিহিত পূজা। 
৫ রবিয়ল আউয়ল। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
শারদ শুভেচ্ছা ও ছুটি 
মহামারীর বিষাদ, আক্ষেপের সময়ে এই ধরিত্রীতে আপামর মানুষকে রক্ষা করতে ...বিশদ

05:00:00 AM

আজকের দিনটি কেমন যাবে? 
মেষ: সন্তানের কৃতিত্বে সুখলাভ। বৃষ: কর্মক্ষেত্রে স্বীকৃতি লাভ। মিথুন: গৃহে অতিথির আগমন ...বিশদ

22-10-2020 - 04:29:40 PM

ইতিহাসে আজকের দিন 
১৯৫৪: কবি জীবনানন্দ দাশের মৃত্যু১৯৮৮: অভিনেত্রী পরিণীতি চোপড়ার জন্ম২০০৮: চিত্রশিল্পী ...বিশদ

22-10-2020 - 04:28:18 PM

 আইপিএল : রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধে ৮ উইকেটে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ

22-10-2020 - 11:13:45 PM

 আইপিএল: সানরাইজার্স হায়দরাবাদ ১১৮/২ (১৫ ওভার)

22-10-2020 - 10:41:55 PM

 আইপিএল: সানরাইজার্স হায়দরাবাদ ৪০/২ (৫ ওভার)

22-10-2020 - 09:57:28 PM