Bartaman Patrika
খেলা
 

ঝুঁকি উপেক্ষা করেই কাশ্মীরে কালাম 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা। কল্যাণী স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে রিয়াল কাশ্মীরের অনুশীলন শেষ। এরপরেই রিয়াল কাশ্মীরের কোচ ডেভিড রবার্টসন ছেলেদের নিয়ে চলে গেলেন মূল মাঠে। সেখানে ফুটবলারদের স্কটিশ কোচ নির্দেশ দিলেন,‘ফিল দ্য গ্রাউন্ড’। আসলে তিনি তাঁর ছেলেদের বোঝাতে চাইছিলেন মাঠটির বাউন্স পরখ করে নিতে। এরপর তিনি ছেলেদের নিয়ে হোটেলে ফিরে যান। সেখানে অন্যতম দল মালিক সন্দীপ ছাত্তু ফুটবলারদের সঙ্গে আধ ঘণ্টা মিটিং করেন। ভোকাল টনিকও দেন। রিয়াল কাশ্মীর মালিকের এছাড়া আর কিছু করার নেই। দলে মহম্মদ হামাদ, দানিশ ফারুক, আলতামাস শাহিদ, নবি ভাটদের মতো কাশ্মীরি ফুটবলার আছেন। আপাততভাবে উপত্যকা শান্ত। তবে ভেতরে ভেতরে ক্ষোভে ফুটছে কাশ্মীরের মানুষ। স্কুল-কলেজ খোলা থাকলেও ছাত্র- ছাত্রী নেই। দোকান-বাজারে মানুষের দেখা নেই। রাস্তায় গাড়ি নেই। আছে মিলিটারি ভারি বুটের শব্দ। কাশ্মীরি ফুটবলার মুখে কিছু না বললেও তাঁদের মনে একটা আতঙ্ক আছে। সেটা কাটাতেই দল মালিক তাঁর ছেলেদের নিয়ে এসেছেন। সন্দীপের ছেলে এই দলে কাশ্মীরি ফুটবলারদের বন্ধু হয়ে উঠেছেন। কারণ দানিশ- হামাদরা গত চার বছর রয়েছেন এই দলেই।
ইস্ট বেঙ্গলকে রীতিমতো গুরুত্ব দিচ্ছেন কোচ রবার্টসন। এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের স্ট্রাইকিং লাইন আপ তেমন শক্তিশালী নয়। কিন্তু রিয়াল কাশ্মীর দলে সেট হওয়া দুই ডিফেন্ডার আভাস থাপা এবং রাভানন নেই। রক্ষণে দুই বিদেশি লাভডে ও অ্যারন থাকলেও দুই সাইড ব্যাকই নতুন। ইস্ট বেঙ্গলের উইং প্লে বেশ ভালো। রাইট ব্যাক সামাদ আলিও দারুণভাবে আক্রমণে যান। কাশ্মীরের দুই সাইড ব্যাক নবীন গুরুং এবং আর্শদীপ সিং দলে নতুন। দলে তাঁরা কতটা ফিট হবেন তা নিয়ে চিন্তায় আছেন রিয়াল কাশ্মীরের কোচ।
কাসিম আইদারার নেতৃত্বাধীন ইস্ট বেঙ্গল মাঝমাঠের মোকাবিলায় ম্যাসন এবং ক্রিজোকে রাখছেন তিনি। আইভরি কোস্টের ক্রিজো আক্রমণাত্মক মিডিও হলেও তাঁকে রক্ষণ ও আক্রমণে ভারসাম্য রক্ষা করতে বলা হয়েছে। তিনি অনেকটা হোল্ডিং মিডিওর ভূমিকায় থাকবেন। দুই স্টপারের মাঝখানে ব্লকারের কাজটি করবেন ম্যাসন। সেটপিসের সময়ে উঠে গিয়ে তাঁকে হেড করতে দেখা যাবে। এই ধরনের প্র্যাকটিস কল্যাণীতে মঙ্গলবার হল। রবার্টসন প্রচণ্ড আক্রমণাত্মক ফুটবল দলকে খেলান না। প্রথমার্ধে থাকেন সতর্ক। মূলত রক্ষণকে শক্তপোক্ত করে প্রতি আক্রমণে ফুটবল খেলার পরিকল্পনা করে থাকেন। এই স্ট্র্যাটেজিতে তিনি নির্ভর করছেন চেস্টারপল লিংডো, সুভাষ সিং, ঋত্বিক দাস এবং দানিশ ফারুকের উপর। ইস্ট বেঙ্গলের লেফট ব্যাক অভিষেক আম্বেকরের দুর্বলতা আছে দ্রুতগামী উইঙ্গারের বিরুদ্ধে। অভিষেকের বড় পরীক্ষা বুধবার।
গত বছর টেটে রিয়াল কাশ্মীরের হয়ে বেশ কিছু গোল করেছিলেন। এবার টেটের পরিবর্তে স্কটিশ লিগের পরিচিত স্ট্রাইকার কালামকে নিয়ে এসেছেন রবার্টসন।
গত বছর জুনে চুক্তি হওয়ার পর এই ব্রিটিশ স্ট্রাইকার ভারতে ভিসার জন্য আবেদন করেন। ভিসা মঞ্জুরের ক্ষেত্রে রিয়াল কাশ্মীরের চুক্তি ছিল প্রধান বিবেচ্য। ওই সময় ব্রিটিশ দূতাবাস থেকে বলা হয়েছিল,‘বিশ্বের সবথেকে বেশি মিলিটারি দেখা যায় জম্মু ও কাশ্মীরে। এমন একটি জায়গায় পেশাদার ফুটবলার হিসাবে যাওয়ার আগে আরও একবার ভাবুন।’ তবে কালাম এক মুহূর্ত সময় নষ্ট না করে কাশ্মীরে খেলার সিদ্ধান্ত জানিয়ে দেন। দূতাবাস কর্তৃপক্ষকে তিনি বলেন,‘বিদেশে খেলা আমার স্বপ্ন। স্কটল্যান্ডের তুলনায় ভারতের ফিফা র‌্যাঙ্কিং কিছুটা নীচে। কিন্তু আমি তো ইপিএলে খেলার সুযোগ পাব না। কাশ্মীরের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। ডেভ রবার্টসন ও তাঁর ছেলের সঙ্গে আমার পরিচয় অনেকদিনের। গুলি- বোমা-পেলেট গানের শব্দর মধ্যে ওরা দু’বছর রয়েছে কাশ্মীরে। আপনারা ঝুঁকির কথা বললেও আমি কাশ্মীরে যাব।’ ব্রিটিশ দূতাবাসে ভিসার ইন্টারভিউ দিতে গিয়ে কালামের কাশ্মীর নিয়ে করা মন্তব্যটিকে নিয়ে বিবিসি বিশাল করে ‘খবর’ করে। এই খবরের জন্যই কালাম কাশ্মীরের অন্য ঩বিদেশিদের থেকে আলাদা। তাই আই লিগে অভিষেক লগ্নটি স্মরণীয় করে রাখতে চান এই ব্রিটিশ। তাঁকে কি রুখতে পারবেন আপাতভাবে ‘সফট’ স্টপার ইস্ট বেঙ্গলের ক্রেসপি? 

04th  December, 2019
লারার রেকর্ড ভাঙার সুযোগ পাব: ওয়ার্নার 

অ্যাডিলেড, ৪ ডিসেম্বর: অস্ট্রেলিয়ার ছন্দে থাকা ওপেনার ডেভিড ওয়ার্নার মনে করেন ব্রায়ান লারার রেকর্ড ভাঙার জন্য তিনি আরও একটি সুযোগ পাবেন। উল্লেখ্য, অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার্নার চমৎকার ব্যাট করেছিলেন। তিনি যখন ৩৩৫ রানে নট আউট তখন অস্ট্রেলিয়ার অধিনায়ক পেইন দান ছেড়ে দেন। এই নিয়ে সৃষ্টি হয় বিতর্ক।  
বিশদ

05th  December, 2019
বিপক্ষ বক্সে কার্যকরী হতে হবে: আলেজান্দ্রো 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’দলই এক পয়েন্ট পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একইসঙ্গে রয়েছে আপশোসও। বিশেষ করে ইস্ট বেঙ্গল শিবিরে। বুধবার কল্যাণী স্টেডিয়ামে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ড্র করে ইস্ট বেঙ্গল কোচ আলেজান্দ্রো বললেন, ‘একটা ম্যাচে আমরা সবই করেছি। শুধু জয়ই পেলাম না। প্রচুর পাস খেলেছি। গোলের সুযোগ তৈরি করেছি।  
বিশদ

05th  December, 2019
সল্টলেকে প্রস্তুতি শুরু করছে মহমেডান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু হবে দ্বিতীয় ডিভিশন আই লিগ। প্রস্তুতির জন্য টেকনিক্যাল ডিরেক্টর দীপেন্দু বিশ্বাস ছয় সপ্তাহ সময় চাওয়ায় ১০ ডিসেম্বর অনুশীলন শুরু করছে মহমেডান স্পোর্টিং। আপাতত জন চিডি এবং কলকাতা লিগে অধিনায়কত্ব করা মুসা মেদ্দেকে রাখা হবে। বাকিদের ছেড়ে দেওয়া হচ্ছে। 
বিশদ

05th  December, 2019
জিতে শীর্ষে বিএফসি 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুনেতে ওড়িশা এফ সি’কে ১-০ গোলে হারিয়ে আইএসএলে শীর্ষে বেঙ্গালুরু এফ সি। চলতি বছরে প্রথমবার তাঁরা লিগের মগডালে। ৩৬ মিনিটে জয়সূচক গোল করেন বেঙ্গালুরু এফ সি’র হুয়ান গঞ্জালেস। সাত ম্যাচে তাদের পয়েন্ট ১৩। এখনও অপরাজিত সুনীল ছেত্রীরা। ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে এটিকে দুই নম্বরে। 
বিশদ

05th  December, 2019
স্যাগে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা মেহুলির 

কাঠমান্ডু, ৩ ডিসেম্বর: সাউথ এশিয়ান গেমসে (স্যাগ) মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতলেন বাংলার মেহুলি ঘোষ। প্রাক্তন ওলিম্পিয়ান শ্যুটার জয়দীপ কর্মকারের ছাত্রী মেহুলি এদিন বিশ্ব শ্যুটিংয়ের গড়া অপূর্বি চান্ডিলার বিশ্বরেকর্ডের থেকে ভালো স্কোর করেন। তবে মেহুলির এই স্কোর নয়া বিশ্ব রেকর্ড হিসেবে গণ্য হবে না। 
বিশদ

04th  December, 2019
নির্বাচকদের মেয়াদ কমানোর কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড
প্রত্যেক সিরিজেই গোলাপি টেস্ট চাইছেন সৌরভ 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইডেনে গোলাপি টেস্টের সাফল্য ও উদ্দীপনা বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলিকে আরও আশাবাদী করে তুলেছে। তিনি চাইছেন, বিরাট কোহলিরা এবার থেকে প্রত্যেক সিরিজেই একটি করে গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলুক। তবে ভারত অধিনায়ক বিরাট কোহলির গলায় অন্য সুর শোনা গিয়েছিল।  
বিশদ

04th  December, 2019
আক্রমণের বৈচিত্র্যে বাজিমাতের আশায় ইস্ট বেঙ্গল 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্র্যাকটিসে দুটো ডামি হল রিয়াল কাশ্মীরের দুই বিদেশি ডিফেন্ডার। তার গায়ে কোলাডো ও মার্কোস এমনভাবে সেঁটে থাকলেন যেন মনে হল ইস্ট বেঙ্গলের দুই অ্যাটাকার মার্কিংয়ে রয়েছেন। ঠিক এই সময়ে ইস্ট বেঙ্গল কোচ আলেজান্দ্রো প্ল্যান ‘বি’ ও ‘সি’ প্রয়োগ করলেন। 
বিশদ

04th  December, 2019
ভারতীয় স্পিনাররা সমস্যায় পড়বে অস্ট্রেলিয়াতে: পন্টিং 

মেলবোর্ন, ৩ ডিসেম্বর: অস্ট্রেলিয়া সফরে ভারতীয় স্পিনাররা সমস্যায় পড়বে বলে মনে করছেন রিকি পন্টিং। প্রাক্তন অজি অধিনায়কের ভারতের পেস আক্রমণ অসাধারণ হলেও বৈচিত্র্যের দিক থেকে এই মুহূর্তে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তবে ভারতীয় পেসারদের ভূয়সী প্রশংসা করেছেন পন্টিং। 
বিশদ

04th  December, 2019
ষষ্ঠ ব্যালন ডি’ওর জিতে রোমাঞ্চিত মেসি
আরও কিছু পাওয়ার আছে, বলছেন লিও

প্যারিস, ৩ ডিসেম্বর: তিন বছরের খরা কেটেছে। ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালের পর ২০১৯। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ভার্জিল ফন ডিককে পিছনে ফেলে সোমবার রেকর্ড ষষ্ঠবারের জন্য ব্যালন ডি’ওর পুরস্কার জিতেছেন লায়োনেল মেসি। কিন্তু এখানেই থামতে চান না বার্সেলোনায় খেলা আর্জেন্তাইন মহাতারাকা। 
বিশদ

04th  December, 2019
ইস্ট বেঙ্গলের বড় ভরসা গোলরক্ষক রালতে 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত চারটি আই লিগেই ফুটবলপ্রেমীরা ইস্ট বেঙ্গলকে গোলরক্ষক নিয়ে প্রচণ্ড সমস্যায় পড়তে দেখেছেন। অভ্র মণ্ডল, গুরপ্রীত সিং সান্ধুর মতো গোলরক্ষক চলে যাওয়ার পর ইস্ট বেঙ্গলে তেমন ভালো গোলরক্ষক আসেনি।  
বিশদ

04th  December, 2019
জন্মদিনে বায়োপিকের খবর
শুনে আপ্লুত মিতালি রাজ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জন্মদিনে এর চেয়ে ভালো উপহার আর কী-ই বা হতে পারে মিতালি রাজের কাছে। দীর্ঘ ২০ বছর ধরে ব্যাট হাতে তিনি বাইশগজ কাঁপিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এই নজির শুধু তাঁরই রয়েছে। ওয়ান ডে ফরম্যাটে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনিই।
বিশদ

04th  December, 2019
ইতালিতে জোড়া পুরস্কার রোনাল্ডোর 

রোম, ৩ ডিসেম্বর: ব্যালন ডি’ওর পুরস্কারের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী লায়োনেল মেসির কাছে হারতে হলেও সোমবারের রাতটা একেবারে হতাশাজনক ছিল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে। ইতালির সিরি-এ লিগের বর্ষসেরা ফুটবলার হয়েছেন সিআর সেভেন।
বিশদ

04th  December, 2019
 রাজ্যস্তরের ভারোত্তোলনে সোনা জয় কাটোয়ার ৭ পড়ুয়ার

সংবাদদাতা, কাটোয়া: ভারোত্তোলনে রাজ্যস্তরের প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার হয়ে প্রতিনিধিত্ব করে সোনা জিতলেন কাটোয়ার সাত পড়ুয়া। পাশাপাশি তারা জাতীয় স্তরে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেল। ওই সাতজনের মধ্যে ছ’জন ছাত্র ও একজন ছাত্র রয়েছে। ওই সাতটি সোনা নিয়ে কাটোয়ার পড়ুয়ারা মোট ১৩টি পদক পেয়েছে।  
বিশদ

04th  December, 2019
গ্যালারিতে থাকবে সিল করা প্লাস্টিকের গ্লাসে জল
টিকিটের দাম কমাতে পারে ইস্ট বেঙ্গল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএফএ’র অনুমোদিত ক্লাবগুলিকে হোম ম্যাচের টিকিট দেওয়ার জন্য দুই প্রধানকে আবেদন করলেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। তাঁর আমলে এটাই প্রথম আই লিগ। অনুমোদিত ক্লাবগুলিকে টিকিট দেওয়ার আবেদন এর আগে দুই প্রধানকে কোনও আইএফএ কর্তাই করেননি। 
বিশদ

04th  December, 2019

Pages: 12345

একনজরে
 উন্নাও ও নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (পিটিআই): শুক্রবার রাতে দিল্লির হাসপাতালে মৃত্যু হয়েছে উন্নাওয়ের নির্যাতিতার। শনিবার উন্নাওয়ে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। উত্তরপ্রদেশে একের পর এক বর্বরোচিত ঘটনার প্রেক্ষিতে তোপ দাগলেন রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে। ...

 দোহা, ৭ ডিসেম্বর (এএফপি): আফগানিস্তানে শান্তি ফেরাতে তালিবানদের সঙ্গে ফের আলোচনা শুরু করল আমেরিকা। শনিবার, কাতারে দু’পক্ষের মধ্যে এক দফা আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। মাস তিনেক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাত্ করেই তালিবানদের সঙ্গে আলোচনা স্থগিত করে দিয়েছিলেন। ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় শর্তে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস চালানোর জন্য দ্বিতীয়বার টেন্ডার ডেকেও তেমন সাড়া মিলল না। রাজ্যের নানা জায়গায় চালাতে ১৫০টি ইলেকট্রিক বাসের জন্য ...

সংবাদদাতা, ইসলামপুর: শনিবার দুপুরে চাকুলিয়া থানার শিকারপুরে পাটবোঝাই একটি চলন্ত ট্রাক্টরে হঠাৎ আগুন লেগে প্রায় তিন লক্ষ টাকার পাট ভস্মীভূত হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, চাকুলিয়া হাট থেকে এক ব্যবসায়ী পাট কিনে ট্রাক্টরে চাপিয়ে নিয়ে বিহারের কিষাণগঞ্জে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শরীর-স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। গুপ্ত শত্রুতার মোকাবিলায় সতর্কতা প্রয়োজন। উচ্চশিক্ষায় বিলম্বিত ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৩৫- অভিনেতা ধর্মেন্দ্রর জন্ম
১৯৭১- ভারত-পাকিস্তান যুদ্ধের সময় করাচি বন্দরে হানা দিল ভারতীয় নৌবাহিনী
১৯৭৪- গণভোটের মাধ্যমে গ্রিসে রাজতন্ত্রের অবসান
১৯৮০- নিউইয়র্কে এক মানসিক প্রতিবন্ধী ভক্তের হাতে খুন হলেন বিখ্যাত ব্রিটিশ পপ গায়ক জন লেনন
১৯৯১- রাশিয়া, বেলারুশ এবং ইউক্রেনের রাষ্ট্রনেতারা সোভিয়েত ইউনিয়ন ভেঙে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হলেন এবং স্বাধীন রাষ্ট্রগুলিকে নিয়ে কমনওয়েলথ গঠন করলেন
২০০৯- বাগদাদে বোমা হামলায় নিহত ১২৭ এবং আহত ৪৪৮ জন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৪৯ টাকা ৭২.১৯ টাকা
পাউন্ড ৯২.২০ টাকা ৯৫.৫৪ টাকা
ইউরো ৭৭.৭৫ টাকা ৮০.৭৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
07th  December, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮, ৩৮৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬, ৪২০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬, ৯৬৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৩, ৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৩, ৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২১ অগ্রহায়ণ ১৪২৬, ৮ ডিসেম্বর ২০১৯, রবিবার, একাদশী ৫/৫৩ দিবা ৮/৩০। অশ্বিনী ৫৩/২৫ রাত্রি ৩/৩০। সূ উ ৬/৮/১৩, অ ৪/৪৮/১৭, অমৃতযোগ দিবা ৬/৫১ গতে ৮/৫৮ মধ্যে পুনঃ ১১/৪৯ মধ্যে পুনঃ ২/৪০ গতে ২/৪০ মধ্যে। রাত্রি ৭/২৮ গতে ৯/১৫ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ১/৪২ মধ্যে পুনঃ ২/৩৫ গতে উদয়াবধি, বারবেলা ১০/৮ গতে ১২/৪৮ মধ্যে, কালরাত্রি ১/৮ গতে ২/৪৮ মধ্যে।
২১ অগ্রহায়ণ ১৪২৬, ৮ ডিসেম্বর ২০১৯, রবিবার, একাদশী ৩/১৫/৫২ দিবা ৭/২৭/৫৯। অশ্বিনী ৫৩/১০/৩০ রাত্রি ৩/২৫/৫০, সূ উ ৬/৯/৩৮, অ ৪/৪৮/৪৮, অমৃতযোগ দিবা ৭/১ গতে ৯/৮ মধ্যে ও ১১/৫৬ গতে ২/৪৫ মধ্যে এবং রাত্রি ৭/৩৩ গতে ৯/২১ মধ্যে ও ১২/২ গতে ১/৫০ মধ্যে ও ২/৪৮ গতে ৬/১০ মধ্যে, কালবেলা ১১/২৯/১৪ গতে ১২/৪৯/৮ মধ্যে, কালরাত্রি ১/৯/২০ গতে ২/৪৯/২৭ মধ্যে।
১০ রবিয়স সানি

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। বৃষ: কর্মক্ষেত্রে গোলযোগের অবসান। মিথুন: স্বকীয়তা বজায় রেখে ...বিশদ

07:11:04 PM

দ্বিতীয় টি২০: ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিরুদ্ধে ৮ উইকেটে জিতল

10:32:44 PM

দ্বিতীয় টি২০: ওয়েস্ট ইন্ডিজ ৭৩/১ (১০ ওভার) 

09:47:37 PM

দ্বিতীয় টি২০: ওয়েস্ট ইন্ডিজকে ১৭১ রানের টার্গেট দিল ভারত 

08:47:23 PM

কোচবিহারে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, জখম ২ 
কোচবিহারে ফের বিজেপি-তৃণমূল সংঘর্ষ। বোমার ঘায়ে জখম দুই তৃণমূল সমর্থক। ...বিশদ

08:23:24 PM

দ্বিতীয় টি২০: ভারত ১৩২/৪ (১৫ ওভার) 

08:19:18 PM