কর্মরতদের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা ও ব্যবহারে সংযত থাকা দরকার। ... বিশদ
এবিষয়ে কাটোয়া-১ ব্লকের মৎস্য আধিকারিক দেবীপ্রসাদ গঙ্গোপাধ্যায় বলেন, আমরা এই প্রকল্পের মাধ্যমে কিছু মৎস্যজীবীকে দেশি মাছের চারা বিলি করেছি। সেখান থেকে উৎপাদিত মাছ মিড-ডে মিলের পড়ুয়াদের খাওয়ানোর জন্য স্কুলগুলিতে দেওয়ার পরিকল্পনা নিয়েছি।
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাটোয়া-১ ব্লকের অধীনে মোট ৬২ জন মৎস্যজীবীকে ১৫ কেজি দেশি রুই কাতলা মাছ দেওয়া হয়েছে। মৎস্যজীবীরা ওই মাছ পুকুরে বড় করে স্কুলের মিডডে মিলে পড়ুয়াদের খাওয়ানোর জন্য সরবরাহ করবে বলে পরিকল্পনা নিয়েছে প্রশাসন।