কর্মরতদের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা ও ব্যবহারে সংযত থাকা দরকার। ... বিশদ
প্রসঙ্গত, বাণীপুর গ্রামের ওই যুবতীর স্বামী মারা যাওয়ার পর এলাকারই যুবক বিশু শেখের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু, ওই যুবতী বেশ কিছুদিন ধরে এলাকার অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। তাই শিক্ষা দিতে গত ১১ অক্টোবর ছবি বেওয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বিশু। পরে অস্ত্র হাতে সে স্থানীয় থানায় আত্মসমর্পণ করে। দিনের বেলা ওই খুনের ঘটনায় এলাকা তোলপাড় হয়। বাবাকে হারানোর পর মাকেও হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়ে ছবি বেওয়ার দুই সন্তান সাইবা খাতুন ও সুনীল শেখ। জানা গিয়েছে, বছর এগারোর সাইবা স্থানীয় সাঈদাপুর হাইস্কুলের পঞ্চম শ্রেণী ও বছর নয়ের সুনীল তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে। শুক্রবার মন্ত্রী জাকির হোসেন ওই দুই ভাইবোনের পড়াশোনা ও যাবতীয় খরচ বহনের দায়িত্ব গ্রহণ করেন।
মন্ত্রী বলেন, বাবা-মা’কে হারিয়ে অসহায় হয়ে পড়েছে ওই দুই ভাই-বোন। আমি বাইরে থাকায় এতদিন আসতে পারিনি। ফিরে এসেই তাদের পড়াশোনা সহ যাবতীয় দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছি। আমি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।