উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
সরকারের মাধ্যমে তিন ধরনের উন্নয়ন প্রকল্প রূপায়িত হয়। সেন্ট্রাল সেক্টর স্কিমে শুধু কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করে থাকে। অর্থাৎ একশো শতাংশ টাকা কেন্দ্রীয় সরকার এখানে দেয়। বেশ কিছু প্রকল্পে কেন্দ্র ও রাজ্য সরকার খরচের অংশ বহন করে। কোনও প্রকল্পের জন্য কারা কত শতাংশ অর্থ দেবে, তা নির্দিষ্ট থাকে। আবার পুরোপুরি রাজ্য সরকারের খরচে চলে, এমন উন্নয়ন প্রকল্পও আছে।
এই তিন শ্রেণীর প্রকল্পের নজরদারি এবার থেকে অনলাইনে চলবে বলে অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। কেন্দ্র ও রাজ্য সরকার অর্থ বরাদ্দ করলে তা অনলাইনে জানা যাবে। সংশ্লিষ্ট দপ্তর বরাদ্দ হওয়া টাকা ট্রেজারি থেকে তুলল কি না, সেটাও অনলাইনে জানা যাবে। প্রকল্প রূপায়ণের জন্য দপ্তর কত টাকা খরচ করছে, তাও সঙ্গে সঙ্গে জেনে যাবে অর্থ দপ্তর। এর মাধ্যমে অর্থ দপ্তর বুঝতে পারবে প্রকল্পটির কাজ আদৌ শুরু হয়েছে কি না বা কতটা হয়েছে। উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ হওয়া টাকা খরচ না হয়ে পড়ে থাকার যে সমস্যা আছে, এটা তাতে অনেকটা নিয়ন্ত্রণে আনা যাবে বলে মনে করছেন আধিকারিকরা। উন্নয়নের প্রকল্পের বরাদ্দ টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে খরচ করতে না পেরে তা বিভিন্ন অ্যাকাউন্টে ফেলে রাখার প্রবণতা সরকারি দপ্তরগুলির আছে। অ্যাকাউন্টে ফেলে রাখা উন্নয়ন প্রকল্পের টাকা ফেরত দেওয়ার জন্য এখন কড়া হয়েছে অর্থ দপ্তর।