নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্ক তছরুপ কাণ্ডে ধৃত সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে জেল হেফাজতে পাঠানো হল। মঙ্গলবার বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিতের পুলিস হেফাজতের মেয়াদ শেষ হয়। বুধবার পাপ্পু, কৃষ্ণাজি সাউ, চন্দ্রনাথ ভট্টাচার্য, সুশীল রানাকে বারাসত আদালতে পেশ করা হয়। সেখানে ধৃতদের জামিনের আর্জি জানান তাঁদের আইনজীবীরা। কিন্তু সেই আর্জি খারিজ করে ওই চারজনকেই ২০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। যদিও তছরুপ কাণ্ডে অপর ধৃত অভিজিৎ চক্রবর্তীকে এদিন আদালতে পেশ করা হয়নি।
বিশেষ সরকারি আইনজীবী সত্যব্রত দাস বলেন, পাপ্পুর কাছ থেকে তছরুপ কাণ্ডে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। এছাড়াও ওই অভিযুক্তকে জেরা করে নথিপত্রও উদ্ধার হয়েছে। তদন্ত চলছে। আরও বেশ কয়েকজনকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে খোঁজা হচ্ছে।