সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় বারুইপুর : শরতের নীল আকাশে সাদা পেঁজা তুলোর মত মেঘের আনাগোনা। হাওয়ায় দুলছে কাশফুল। বাতাসে ভেসে বেড়াচ্ছে শিউলির গন্ধ। দোরগোড়ায় শারদোৎসব এসে হাজির। করোনাসুরের প্রভাবে তাল কেটেছে পুজোর। তার মধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি। ফি-বছর পুজোয় নজরকাড়া থিম নিয়ে আসে বারুইপুরের পদ্মপুকুর ইয়ুথ ক্লাব সর্বজনীন। ১০১ তম বর্ষে এবার ফাইবার ও কাঠ দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ,বাংলাদেশের বরিশালের রাজবাড়ি। পুজো উদ্যোক্তাদের অন্যতম গৌতম দাস বলেন,আলোকসজ্জায়ও থাকবে চমক। একধাক্কায় পুজোর বাজেটও অনেক কমে গিয়েছে। সরকারের করোনা সুরক্ষাবিধি মেনেই সব করা হবে। সুরক্ষার কথা মাথায় রেখে মণ্ডপে ঢোকার মুখে স্যানিটাইজার ট্যানেল করা হয়েছে। তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানাবে, সেটাই মেনে চলা হবে। এবার ২৮তম বর্ষেও চমক নিয়ে হাজির হচ্ছে বারুইপুর প্রগতি সঙ্ঘ। বর্তমানে করোনার প্রভাবে জনজীবন কীভাবে বিপর্যস্ত হয়েছে, আবার সেই বিপর্যয় কাটিয়ে কীভাবে ছন্দে ফেরার চেষ্টা চলছে, সেই প্রেক্ষাপটকে সামনে রেখেই রেড,অরেঞ্জ ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে মণ্ডপ। উদ্যোক্তা তাপস ভদ্র বলেন, মণ্ডপের ভিতরে মাঝখানে থাকছে গ্রিন জোন। ডানদিকে রেড জোন ও বাঁদিকে অরেঞ্জ জোন। রেড জোনে দেখা যাবে ঘরবন্দি পরিস্থিতিতে খাঁচায় বন্দি মানুষ। স্বাভাবিক জীবনে ফিরে আসার আকুতিতে সন্ধ্যা আরতি দিচ্ছেন মহিলারা, গ্রিন জোনে থাকবে সেই উপস্থাপনা। প্যান্ডেলের সামনে থাকবে ঘড়ি, যা সময়ের বার্তা দেবে। তৃতীয় স্তর অরেঞ্জ জোনে কী ভাবে স্বাভাবিক অবস্থায় ফিরছে মানুষ, তার খণ্ডচিত্র।
বারুইপুরের সাহাপাড়া ৭ ও ৮ পল্লি দুর্গোৎসব কমিটি ৫৭তম বর্ষের থিম—মহাভারত। কুরু-পাণ্ডবদের যুদ্ধ,পিতামহ ভীষ্মের শরশয্যা,দুর্যোধন ও ভীমের গদা যুদ্ধ, অর্জুনের লক্ষ্যভেদ, দ্রৌপদীর বস্ত্রহরণের মতো টুকরো কোলাজ ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপের ভিতরে। উদ্যোক্তা বিভাস সরদার বলেন,পূর্ব মেদিনীপুরের শিল্পীদের হাতে মণ্ডপ নির্মিত হচ্ছে। আলোকসজ্জাতেও সচেতনতার বার্তা তুলে ধরা হবে মানুষের কাছে। সরকারের নির্দেশে সব রকম সুরক্ষার ব্যবস্থা থাকবে মণ্ডপে। বারুইপুর সর্বজনীন পুজা উৎসব সঙ্ঘ (পুরাতন বাজার) ৬৮ তম বর্ষের আয়োজনে পিতলের দেবী মূর্তি। পাশাপাশি কৃষ্ণনগর থেকে আনা হচ্ছে মাটির প্রতিমা। বারুইপুরের দত্তপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির দশভুজার আবাহন সনাতনী সাবেকিয়ানায়। বারুইপুর প্রগতি সঙ্ঘের পুজো মণ্ডপ। -নিজস্ব চিত্র