Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 
 

মায়াপুর ইস্কন মন্দিরে দোল উৎসবের সূচনা উপলক্ষে বৈষ্ণব ও দেশ বিদেশের ভক্তদের ভিড়। ছবি: সমর বিশ্বাস 

ফকিরডাঙায় ভস্মীভূত ঘর
নবদ্বীপে ভাগাড়ে আগুন, বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ ৭ 

সংবাদদাতা, নবদ্বীপ: শুক্রবার সন্ধ্যায় নবদ্বীপ পুরসভার এক নম্বর ওয়ার্ডে ভাগাড়ে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায়। দূষিত ধোঁয়া চন্দ্রকলোনি, দাসপাড়া, মালঞপাড়া, বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। যাদের মধ্যে তিনজন মহিলা সাতজনকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধোঁয়ার কারণে এলাকার শিশুদের নিকট আত্মীয়ের বাড়িতে স্থানান্তরিত করার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে নবদ্বীপ থানার আইসি কল্লোলকুমার ঘোষ বিশাল পুলিস বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রথমে নবদ্বীপের দমকলের একটি ইঞ্জিন যায়। পরে। কৃষ্ণনগর থেকে আরও দু’টি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরসভার এক নম্বর ওয়ার্ডের চন্দ্র কলোনির কাছে নবদ্বীপ-বাবলারি রোডে আবর্জনার ফেলার একটি ভাগাড়ে জঞ্জালে আগুন লাগে। রাত বাড়তেই ওই আগুনের দূষিত ধোঁয়া ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে রাতেই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা রাস্তায় নেমে ঘটনার প্রতিবাদ করেন। উত্তেজনা বাড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার বিশাল পুলিস বাহিনী এবং দমকল। রাতে ঘটনাস্থলে পৌঁছান নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ভাগাড়ে মাঝে মাঝে আগুন লাগিয়ে দেওয়া হয়। এজন্য পুরসভাকে বহুবার বলেও কোনও লাভ হয়নি।
ভাগাড়ের একদিকে নবদ্বীপ থেকে বাবলারি গ্রাম পঞ্চায়েতে যাওয়ার প্রধান রাস্তা। অন্যদিকে, নবদ্বীপ অন্যতম ব্যস্ত রেল স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্ট। বাবলারি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের প্রধান রাস্তার পাশে এই ভাগাড়। এখান থেকে দূষণ ছড়াচ্ছে বলেও অভিযোগ। তারমধ্যে আবর্জনায় আগুন দিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।
স্থানীয় বাসিন্দা সুব্রত দেবনাথ বলেন, এখন অনেক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আবর্জনা বিভিন্ন কাজে লাগানো হয়। পুরসভা তেমন কিছু ব্যবস্থা নিক। বিষয়টি নিয়ে নবদ্বীপের পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা বলেন, যতদূর মনে হয়, যারা কাগজ কুড়ায় তারাই একাজ করেছে। কোনও সময়ে আগুন লাগিয়েছে যা পরে হাওয়ায় এভাবে ছড়িয়ে পড়েছে। রাত থেকেই তিনটে দমকল ইঞ্জিন আগুন নেভায়। তিনটি পে লেডার আবর্জনা স্তূপ সরানোর কাজ করছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
অন্যদিকে, এলাকা থেকে ভাগাড় অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে শনিবার দুপুরে আন্দোলনে নামে বিজেপি। বিজেপি নেতা জীবনকৃষ্ণ সেন বলেন, এক সময় ওই এলাকায় জনবসতি ছিল না। নবদ্বীপ শহরের প্রান্তে ওই এলাকায় শহরের জঞ্জাল ফেলা হতো। ক্রমে সেটি ভাগাড়ে পরিণত হয়। কিন্তু, এখন ওই এলাকা জনবসতি পূর্ণ। বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন দিয়ে শহরের বিরাট সংখ্যক পর্যটক যাতায়াত করেন। আমাদের দাবি, ভাগাড় অন্যত্র সরিয়ে নেওয়া হোক।
বিমানকৃষ্ণবাবু বলেন, এসব কথা শুধুমাত্র রাজনীতি করার জন্যই বলছে বিজেপি। খুব তাড়াতাড়ি ওখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পরিকল্পনা রূপায়িত হতে চলেছে। তখন এসব সমস্যা আর থাকবে না।
 

এগরায় মহাদেবের পুজো দিলেন শুভেন্দু 

সংবাদদাতা, কাঁথি: শিবরাত্রি উপলক্ষে শুক্রবার রাতে এগরার ভবানীচকের বাসুদেবপুরে রেড রোজ ক্লাবের উদ্যোগে মহাদেবের পুজোয় হাজির হন পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সেখানে পুজোও দেন। রেড রোজ কমপ্লেক্সের মধ্যে মহাদেবের মূর্তি গড়ে এই পুজোর আয়োজন করেন ক্লাবের কর্মকর্তারা। 
বিশদ

রাখে হরি মারে কে
মেদিনীপুরে চলন্ত ট্রেনের নীচে প্রায় ঢুকে গিয়েও আরপিএফের সাহায্যে উদ্ধার এক যাত্রী 

বিএনএ, মেদিনীপুর: কথায় আছে ‘রাখে হরি মারে কে’! শুক্রবার রাতে মেদিনীপুর স্টেশনে আসানসোল-খড়্গপুর প্যাসেঞ্জার ট্রেনে এক যাত্রীর দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার ঘটনায় সে কথাই আরও একবার প্রমাণ করল। রাত ৯.৪০ মিনিট নাগাদ এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি সবে চলতে শুরু করে।  বিশদ

তালিকায় প্রায় ১০০ রকম পদ
স্বনির্ভরগোষ্ঠীদের নিয়ে খাদ্য মেলা ‘আহারে তেহট্ট’ শুরু ২৬ ফেব্রুয়ারি 

সংবাদদাতা, তেহট্ট: ২৬ ফেব্রুয়ারি থেকে করিমপুর সদ্ভাব মণ্ডপে শুরু হতে চলেছে আহারে বাংলার আদলে ‘আহারে তেহট্ট’। ১ মার্চ এই মেলা শেষ হবে। মূলত স্বনির্ভর গোষ্ঠীদের নিয়ে এই মেলা হবে। মেলায় তাদের নিজস্ব স্টল থাকবে। গোষ্ঠীর সদস্যরা নানা ধরনের খাবার নিয়ে এই মেলায় বসবেন।  
বিশদ

মন্ত্রীর কাছে উচ্চ শিক্ষায় তাঁদের সমস্যার কথা জানালেন খড়্গপুরের তেলুগু ভাষাভাষি মানুষজন 

সংবাদদাতা, খড়্গপুর: মন্ত্রী শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে শুক্রবার খড়্গপুর শহরের তেলুগু ভাষাভাষির বাসিন্দারা তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। বাসিন্দারা তাঁকে জানান, মিশ্র ভাষাভাষির এই শহরে তেলুগুদের উচ্চ শিক্ষার কোনও সুযোগ নেই। প্রসঙ্গত, ওইদিন রাতে শিবরাত্রী পুজোর অনুষ্ঠানে যোগ দিতে শুভেন্দুবাবু খড়্গপুরে আসেন।  
বিশদ

দু’বছর আগে ভাতারে বোমার আঘাতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার আরও ১ 

সংবাদদাতা, বর্ধমান: বছর দুয়েক আগে ভাতার থানার ভুমশোর গ্রামে বোমার আঘাতে তৃণমূল কর্মী রমজান মোল্লার মৃত্যুর ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম কাজি সাবিরুল ইসলাম ওরফে সাবির কাজি। ভুমশোর গ্রামেই তার বাড়ি। ঘটনার পর সে গা ঢাকা দেয়।  বিশদ

কাঁটাতারের বেড়া পেরিয়ে মাধ্যমিক দিচ্ছে হোগলবেড়িয়ার চরমেঘনার ১২ ছাত্রছাত্রী 

সংবাদদাতা, তেহট্ট: কাঁটাতারের বেড়া পেরিয়ে এসে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে হোগলবেড়িয়া থানার চরমেঘনা গ্রামের ১২জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে ১০জন ছাত্রী ও দু’জন ছাত্র। সকল ছাত্রীরাই যমশেরপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষায় বসছে। বাকি দুই ছাত্র অন্য স্কুলে।  বিশদ

গুগল ম্যাপে বদলে গিয়েছে মায়াচরের পিনকোড, বসছে পুলিস ক্যাম্প, ফের গুঞ্জন 

শ্রীকান্ত পড়্যা, তমলুক, বিএনএ: পাঁচ মাস আগে নৌকাডুবির পর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে মহিষাদলের মায়াচর-বাড় অমৃতবেড়িয়া ফেরি সার্ভিস। এর ফলে হাওড়া লাগোয়া রূপনারায়ণ নদের উত্তরপাড়ে সাত হাজারের জনপদটি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ১৮কিলোমিটার ঘুরপথে মহিষাদলের সঙ্গে যোগাযোগ রাখতে হিমশিম খাওয়ার মতো অবস্থা।  
বিশদ

২৭ ফেব্রুয়ারি বৈঠকে বসবে প্রশাসন, বড়জোড়ায় খনির সামনে অনশন প্রত্যাহার 

বিএনএ, বাঁকুড়া: মনোহর গ্রামের কর্মকারপাড়ার বাসিন্দাদের সঙ্গে ২৭ ফেব্রুয়ারি বিডিও অফিসে বৈঠকে বসবে জেলা প্রশাসন। প্রশাসনের তরফে লিখিত আশ্বাস পাওয়ার পর শনিবার বিকেলে বড়জোড়া নর্থ খোলামুখ খনির সামনে থেকে অনশন প্রত্যাহার করলেন স্থানীয় বাসিন্দারা।  
বিশদ

সাঁইথিয়ায় বৃদ্ধকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে ধৃত স্ত্রী ও মেয়ে 

বিএনএ, সিউড়ি: বৃদ্ধকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তাঁর স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার করেছে সাঁইথিয়া থানার পুলিস। জেলা পুলিসের এক আধিকারিক বলেন, ওই বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ রয়েছে তার ছেলের বিরুদ্ধেও। পুলিস জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।  বিশদ

সাঁইবাড়ি হত্যাকাণ্ডের ৫০ বছর পূর্তিতে মুখ্যমন্ত্রীকে চাইছে শহিদ পরিবার 

বিএনএ, বর্ধমান: কেটে গিয়েছে ৪৯ বছর। কিন্তু, আজও বর্ধমানের সাঁইবাড়ির সেই পৈশাচিক ও নৃশংস হত্যাকাণ্ডের মানুষের স্মৃতিতে অমলিন। একসঙ্গে তিনজনকে নৃশংসভাবে হত্যা করেছিল সিপিএমের হার্মাদরা। ছেলের রক্তমাখা ভাত জোর করে খাইয়ে পৈশাচিক উল্লাসে মেতেছিল ঘাতকরা। এখনও বিচার পায়নি সাঁইবাড়ি।  বিশদ

কাটোয়ায় গ্রাহকদের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে রেশন দেওয়ার কাজ শুরু 

সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ায় গ্রাহকদের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে রেশন দেওয়ার কাজ শুরু হয়েছে। দুর্নীতি রুখতে প্রতিটি রেশন দোকানেই গ্রাহকদের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার উদ্যোগ নিয়েছে খাদ্যদপ্তর। গোটা রাজ্যের প্রতিটি জেলার সঙ্গে কাটোয়া মহকুমায় রেশন দোকানগুলিতে গ্রাহকদের আঙুলের ছাপ নিয়ে রেশন সামগ্রী বিলি করা হচ্ছে।  
বিশদ

হাসপাতালে মাধ্যমিক পরীক্ষা দিল তেহট্ট ও পলাশীপাড়ার ২ ছাত্রী 

সংবাদদাতা, তেহট্ট: শনিবার মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন তেহট্ট ও পলাশীপাড়া এলাকার দু’জন ছাত্রী অসুস্থ হয়ে যায়। স্কুলের শিক্ষকদের তৎপরতায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তারা পরীক্ষা দেয়। মোবারকপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী প্রিয়া বিশ্বাস বেতাই উচ্চবিদ্যালয়ে পরীক্ষা দিতে আসে।  বিশদ

অপারেশনের পর নার্সিংহোমেই পরীক্ষা দিল ভগবানগোলার ছাত্রী

সংবাদদাতা, লালবাগ: অ্যাপেনডিক্স অপারেশনের পরে নার্সিংহোমের বেডে বসে ইতিহাস পরীক্ষা দিল ভগবানগোলা ওরাহার বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী জালি খাতুন। অ্যাপেনডিক্সের ব্যথার জন্য গত দু’দিন ধরে ইতিহাস বইয়ের পাতায় চোখ বোলাতে না পারলেও পরীক্ষা ভালোই হয়েছে বলে জানায় ওই ছাত্রী।  বিশদ

গলসিতে ধান না কেনায় রাইস মিলের সামনে চাষিদের বিক্ষোভ 

সংবাদদাতা, বর্ধমান: সহায়ক মূল্যে ধান বিক্রি করতে না পেরে গলসি-১ ব্লকের একটি রাইস মিলের সামনে বিক্ষোভ দেখালেন কয়েকশো চাষি। দীর্ঘক্ষণ তাঁরা মিলের গেটের পথ আটকে রেখে বিক্ষোভ দেখান। খবর পেয়ে মিলের মালিক সেখানে পৌঁছলে চাষিদের সঙ্গে বচসা হয়।  বিশদ

Pages: 12345

একনজরে
বিএনএ, রায়গঞ্জ: শনিবার থেকে রায়গঞ্জের আব্দুলঘাটা ফরেস্টে হিমালয়ান মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিশুদের নিয়ে দু’দিনের প্রকৃতি পাঠ শিবির শুরু হয়েছে। রায়গঞ্জ, ইটাহার, কালিয়াগঞ্জ, হেমতাবাদ সহ বিভিন্ন এলাকা থেকে চার থেকে ১৪ বছর বয়সের ছেলেমেয়েদের নিয়ে এই শিবির শুরু হয়েছে। ...

 অভিমন্যু মাহাত, বারাকপুর, বিএনএ: ‘আমি অনুতপ্ত। ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনা। আমি এই দুর্ঘটনা ভুলে যেতে চাই। আচ্ছা, ঋষভ এখন কেমন আছে?’ কল্যাণী মেডিক্যাল কলেজ হাসপাতালের ...

 ওয়াশিংটন, ২২ ফেব্রুয়ারি (পিটিআই): নিজের ভূখণ্ডে থাকা জঙ্গি ও চরমপন্থীদের বিরুদ্ধে অভিযানে নামলেই একমাত্র ভারতের সঙ্গে আলোচনায় বসতে পারবে পাকিস্তান। ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগে সন্ত্রাস ইস্যুতে এভাবেই ইসলামাবাদের উপর চাপ বাড়াল আমেরিকা। ...

ওয়েলিংটন, ২২ ফেব্রুয়ারি: অন্তিম সেশনে ইশান্ত-সামি-অশ্বিনরা যেভাবে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিলেন, তা ভারতের পক্ষে খুবই ইতিবাচক। বাইশ গজে দারুণ জমে যাওয়া কেন উইলিয়ামসন ও রস ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের মানসিক স্থিরতা রাখা দরকার। প্রেম-প্রণয়ে বাধাবিঘ্ন থাকবে। তবে নতুন বন্ধু লাভ হবে। সাবধানে পদক্ষেপ ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক ভাষা দিবস
১৮৪৮: কার্ল মার্ক্স প্রকাশ করেন কমিউনিস্ট ম্যানিফেস্টো
১৮৭৮ - মিরা আলফাসা ভারতের পণ্ডিচেরি অরবিন্দ আশ্রমের শ্রীমার জন্ম
১৮৯৪: ডাঃ শান্তিস্বরূপ ভাটনগরের জন্ম
১৯৩৭: অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্ম
১৯৫২: পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) ভাষা আন্দোলনে প্রাণ দিলেন চারজন
১৯৬১: নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯৭০ - অস্ট্রেলীয় ক্রিকেটার মাইকেল স্লেটারের জন্ম
১৯৯১: অভিনেত্রী নূতনের মৃত্যু
১৯৯৩ - বিশিষ্ট শিশু সাহিত্যিক ও কবি অখিল নিয়োগীর (যিনি স্বপনবুড়ো ছদ্মনামে পরিচিত) মৃত্যু
২০১৩: হায়দরাবাদে জোড়া বোমা বিস্ফোরণে ১৭জনের মৃত্যু

১৭৩২: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের জন্ম
১৯০৬: অভিনেতা পাহাড়ি সান্যালের জন্ম
১৯৪৪: মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধীর মৃত্যু
১৯৫৮: স্বাধীনতা সংগ্রামী আবুল কালাম আজাদের মৃত্যু
২০১৫: বাংলাদেশে নৌকাডুবি, মৃত ৭০

21st  February, 2020


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৯৪ টাকা ৭২.৬৫ টাকা
পাউন্ড ৯০.৯৮ টাকা ৯৪.৩০ টাকা
ইউরো ৭৬.০৫ টাকা ৭৯.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
21st  February, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪৩,১৬০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪০,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪১,৫৬০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৮,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৮,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১০ ফাল্গুন ১৪২৬, ২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, (মাঘ কৃষ্ণপক্ষ) অমাবস্যা ৩৭/১৭ রাত্রি ৯/২। ধনিষ্ঠা ১৮/৫৮ দিবা ১/৪৩। সূ উ ৬/৭/২৩, অ ৫/৩৩/৫, অমৃতযোগ দিবা ৬/৫৩ গতে ৯/৫৬ মধ্যে। রাত্রি ৭/১৩ গতে ৮/৫৪ মধ্যে। বারবেলা ১০/২৫ গতে ১/১৫ মধ্যে। কালরাত্রি ১/২৫ গতে ২/৫৮ মধ্যে। 
১০ ফাল্গুন ১৪২৬, ২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, অমাবস্যা ৩৪/৪২/৪০ রাত্রি ৮/৩/৩৭। ধনিষ্ঠা ১৭/৩৭/৪৩ দিবা ১/১৩/৩৮। সূ উ ৬/১০/৩৩, অ ৫/৩১/৫৮। অমৃতযোগ দিবা ৬/৪০ গতে ৯/৪৮ মধ্যে এবং রাত্রি ৭/১৭ গতে ৮/৫৪ মধ্যে। কালবেলা ১১/৫১/১৬ গতে ১/১৬/২৬ মধ্যে। কালরাত্রি ১/২৬/৫ গতে ৩/০/৫৪ মধ্যে। 
২৮ জমাদিয়স সানি

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: নতুন বন্ধু লাভ হবে। বৃষ: বিবাহ যোগ আছে। মিথুন: শিক্ষাকর্ম বিষয়ে চিন্তা ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯১৩ জাদুকর সিনিয়ার পিসি সরকারের জন্মদিন১৮৪১ সাহিত্যিক কালীপ্রসন্ন সিংহর জন্মদিন১৯৬৯ ...বিশদ

07:03:20 PM

হলদিয়ায় ২ মহিলার আধপোড়া দেহ উদ্ধারের ঘটনার কিনারা
হলদিয়ায় নদীর চরে আধপোড়া দুই মহিলার দেহ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে ...বিশদ

08:38:14 PM

হলদিয়ায় দুই মহিলার দেহ উদ্ধারের ঘটনায় ধৃত ২ 
হলদিয়ায় নদীর চরে আধপোড়া দুই মহিলার দেহ উদ্ধারের ঘটনায় শনিবার ...বিশদ

04:13:53 PM

দঃ দিনাজপুরে বিরোধী শিবির থেকে তৃণমূলে নাম লেখাল ৫০০০ নেতা-কর্মী 
দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপিতে বড়সড় ধস। বিজেপির শ্রমিক সংগঠনের জেলা ...বিশদ

03:59:00 PM

পুরসভা ভোট নিয়ে দিনহাটায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী 

03:48:00 PM