Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

আটকে রাখা সব জবকার্ড দ্রুত ফিরিয়ে দিতে নির্দেশ তৃণমূলের

বিএনএ, সিউড়ি: মানুষের মন পেতে নেতাদের হাতে আটকে থাকা একশো দিনের জবকার্ড দ্রুত দলীয় কার্যালয় থেকে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার ফরমান জারি করল তৃণমূল কংগ্রেস। শাসকদল জেলার দু’টি লোকসভা আসনে জয় পেলেও এমন অস্বস্তিকর জয় ক্ষমতায় আসার পর থেকে তারা পায়নি। জেলার ১১টি বিধানসভার মধ্যে আটটিতে বিপুল সংখ্যক মানুষ শাসকদলের থেকে মুখ ফিরিয়েছে। এর কারণ হিসেবে একদিকে যেমন মোদি আবেগ রয়েছে তেমনই দলের নিচুতলার বেনিয়মও সামনে আসছে। সবচেয়ে বেশি বেনিয়মের অভিযোগ রয়েছে জবকার্ড নিয়ে। তাই আটকে রাখা জবকার্ড উপভোক্তাদের ফিরিয়ে দিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে শাসক শিবির। অন্যদিকে, এনিয়ে আক্রমণ শানিয়েছে জেলার প্রধান বিরোধী দল বিজেপি। তাদের দাবি, এতদিন ধরে আমাদের দাবিই কার্যত মেনে নিল শাসক শিবির। আমরাই প্রথম সাধারণ মানুষের কাছ থেকে তৃণমূল নেতাদের জবকার্ড কেড়ে নেওয়ার বিষয়টি সামনে আনি। অবশেষে দেরিতে হলেও বিজেপির চাপে পড়ে তৃণমূলের বোধদয় হয়েছে।
তৃণমূল জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, অনেকক্ষেত্রে অভিযোগ আসছে বহু নিচুতলার নেতা সাধারণ মানুষের জবকার্ড রেখে দিয়েছে। এতে মানুষ চরম ক্ষুব্ধ। এর ক্ষোভ ভোটবাক্সেও পড়েছে। দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত দলীয় কার্যালয় থেকে সব জবকার্ড মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। না হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, এতে তো আমাদের অভিযোগের সত্যতা প্রমাণিত হল। তৃণমূলের নেতারা সাধারণ মানুষের টাকা লুট করেছে। এখন দায়ে পড়ে তা ফেরত দেওয়া কথা বলছে। এসব করে আর কোনও কাজ হবে না, মানুষ এদের স্বরূপ চিনে গিয়েছে।
এবার লোকসভা ভোটে গতবারের থেকে মার্জিন বাড়িয়ে জিতেছেন তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায়। কিন্তু তাঁর এই জয় সামগ্রিক জয় নয়। কয়েকটি বিশেষ এলাকা তাঁকে বিপুল লিড দেওয়ার এবার ফাঁড়া কাটিয়েছেন অভিনেত্রী। গতবারও শহরাঞ্চলে তিনি পিছিয়ে ছিলেন, এবার বিস্তীর্ণ গ্রামাঞ্চলে বিজেপির থেকে পিছিয়ে তৃণমূল। একই অবস্থা অসিত মালের ক্ষেত্রেও। হিন্দুপ্রধান এলাকার গ্রামের মানুষ একচেটিয়াভাবে বিজেপিকে ভোট দিয়েছেন। কিন্তু কেন এমন হল তা নিয়ে পর্যালোচনায় ব্যস্ত তৃণমূল শিবির। সেক্ষেত্রে দেখা গিয়েছে শহরাঞ্চলে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক প্রভৃতি ভোটবাক্সে বিশেষ করে নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে ভালো প্রভাব ফেললেও গ্রামাঞ্চলে শাসকদলের উন্নয়ন নিয়ে বেনিয়ম তৃণমূলের বিপর্যয়ের অন্যতম করণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নানা প্রকল্প নিয়ে মানুষের কষ্ট লাঘব করার আপ্রাণ চেষ্টা করেছে। কন্যাশ্রী থেকে শিক্ষাশ্রী, রূপশ্রী, সবুজশ্রী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কিন্তু অভিযোগ, সরকারি নানা প্রকল্প নিয়ে স্থানীয় তৃণমূল নেতাদের মাতব্বরি মানুষের চক্ষুশূল হয়েছে। বিশেষ করে ১০০দিনের কাজ নিয়ে গ্রামাঞ্চলে ক্ষোভ রয়েছে। অনেক গ্রামেই অভিযোগ রয়েছে, সেখানে জবকার্ড নিজেদের জিম্মায় নিয়েছে তৃণমূলের স্থানীয় নেতারা। এবার কাজের বিনিময়ে সরকারি টাকা ঢুকলে কিছু টাকা কার্ডের মালিককে দিয়ে বাকি টাকা আত্মসাৎ করত নেতারা। নিজেদের অধিকারের টাকা এভাবে লুট হতে দেখে স্থির থাকতে পারেনি বিক্ষুদ্ধ গ্রামবাসীরা। পঞ্চায়েত ভোটের এর প্রভাব পড়ার সম্ভাবনা ছিল, কিন্তু বিস্তীর্ণ এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়লাভ করায় এই ক্ষোভ আরও কয়েকগুণ বেড়ে যায়। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে এবারের লোকসভা ভোটে। বিষয়টি এখন ভালোমতোই উপলব্ধি করতে পারছে তৃণমূল নেতৃত্ব। তারা এও বুঝতে পারছে, এখনও এই নিচুতলার কর্মীদের দমাতে না পারলে বিধানসভা ভোটে বিপদ বাড়বে। এমনকী লোকসভা ভোটের পর অনেক বেশি ক্ষমতাশালী হয়ে বিজেপি এই ইস্যু ঩নিয়ে মাঠে নেমেছে। ইতিমধ্যেই বোলপুর ব্লকের গোপালপুরে জবকার্ড ফেরতের দাবি জানিয়ে বিজেপির নেতৃত্বে গ্রামবাসীরা তৃণমূল নেতার বাড়িতে জড়ো হয়েছিল। যা নিয়ে সংঘর্ষও হয়। তাই সময় নষ্ট না করে লোকসভা ভোটের পর থেকে মানুষের মন জয়ে মাঠে নামছে তৃণমূল। যারই প্রথম পদক্ষেপ হিসেবে জবকার্ড দ্রুত ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। সোমবার বোলপুরে দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

খানাকুলের দুই প্রভাবশালী তৃণমূল নেতা বিজেপিতে, মহকুমাজুড়ে শোরগোল

 বিএনএ, আরামবাগ: মঙ্গলবার খানাকুলের দুই প্রভাবশালী তৃণমূল নেতা দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় আরামবাগ মহকুমার রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। এদিন তৃণমূলের খানাকুল-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শেখ নইমুল হক ওরফে রাঙা ও কিশোরপুর-১ পঞ্চায়েতের প্রধান সন্দীপ বর বিজেপিতে যোগ দেন।
বিশদ

 জয়পুর ও ওন্দায় বেদখল হওয়া একাধিক অফিসের নিয়ন্ত্রণ নিল তৃণমূল

  সংবাদদাতা, বিষ্ণুপুর: জয়পুর ও ওন্দায় বেদখল হওয়া একাধিক দলীয় পার্টিঅফিস মঙ্গলবার দখল মুক্ত করল তৃণমূল। এদিন তৃণমূলের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সভাপতি শ্যামল সাঁতরার নেতৃত্বে দলীয় কর্মীরা একাধিক পার্টি অফিসের ফের দখল নেন। এদিন সকালে শ্যামলবাবু তাঁর নিজের এলাকায় হেতিয়ার দলীয় কার্যালয় খোলার ব্যবস্থা করেন।
বিশদ

 শিলদার কলেজে টিএমসিপি ইউনিটের এবিভিপিতে যোগ

  সংবাদদাতা, ঝাড়গ্রাম: লোকসভা নির্বাচনে জয়ের পরই এবার জঙ্গলমহলের কলেজগুলিতে ক্ষমতা বাড়ানোর কাজ শুরু করল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বেলপাহাড়ি ব্লকের শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের সকলেই যোগ দিয়েছেন এবিভিপিতে।
বিশদ

 কোর্টের নির্দেশ মেনে অবশেষে গঠন হতে চলেছে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি

বিএনএ, মেদিনীপুর: অবশেষে গঠন হতে চলেছে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি। কলকাতা হাইকোর্টের দেওয়া ১০জুনের মধ্যে এই সমিতি গঠনের নির্দেশ মেনে জেলা প্রশাসন বোর্ড গঠনের দিকে এগচ্ছে বলে জানা গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের পর কেটে গিয়েছে এক বছর। তবু কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি গঠন করতে পারেনি বিজেপি।
বিশদ

 বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় গেরুয়া শিবিরে ব্যাপক ক্ষোভ

সংবাদদাতা, বিষ্ণুপুর: কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ফের দল বদলে বিজেপিতে যোগ দেওয়ায় গেরুয়া শিবিরের অন্দরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমনকী, বিজেপির খোদ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি স্বপন ঘোষের গলাতেও ক্ষোভের সুর। তাঁকে সমর্থন করেছেন দলের অন্যান্য নেতারাও।
বিশদ

 কাঁকরতলায় ফের বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য

 বিএনএ, সিউড়ি: কাঁকরতলা থানার বড়রা গ্রামে ফের বিস্ফোরণের ঘটনা ঘটল। মঙ্গলবার দুপুরে স্থানীয় তৃণমূল নেতা শেখ কালোর খামারে বিকট শব্দে বিস্ফোরণ হয়। তাতে দেওয়ালের একাংশ ভেঙে পড়ে।
বিশদ

 খণ্ডঘোষে তৃণমূল কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৮

সংবাদদাতা, বর্ধমান: খণ্ডঘোষ থানার কৈশরে দখল করা পার্টিঅফিসে তুলে নিয়ে গিয়ে এক তৃণমূল কর্মীকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিস। 
বিশদ

 ময়ূরেশ্বরে বোমা বিস্ফোরণ, তৃণমূল-বিজেপি চাপানউতোর

  সংবাদদাতা, রামপুরহাট: মঙ্গলবার বিকেলে ময়ূরেশ্বর-২ ব্লকের ঢেকা অঞ্চলের নবগ্রামের কান্ঠাপাড়ায় একটি মাঠে বোমা বিস্ফোরণ হয়। হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে এসে বোমার কিছু সুতলি উদ্ধার করে নিয়ে যায়। গ্রামবাসীদের দাবি, ঘটনায় একজন জখম হয়েছেন।
বিশদ

পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ময়ূরেশ্বর থানায় বিক্ষোভ বিজেপির

সংবাদদাতা, রামপুরহাট: পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মঙ্গলবার ময়ূরেশ্বর থানায় বিক্ষোভ দেখাল গেরুয়া শিবির। প্রায় ঘণ্টাখানেক ধরে বিক্ষোভ চলার পর পুলিস বিক্ষোভকারীদের দাবি মেনে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেছেন রামপুরহাট মহকুমা পুলিস আধিকারিক সৌম্যজিৎ বড়ুয়া।
বিশদ

কান্দিতে এবার সরকারি বাস ডিপো তৈরি হবে, জানালেন অপূর্ব সরকার
উত্তরবঙ্গ পরিবহণ নিগমের দায়িত্ব পাওয়ার পর প্রথম উদ্যোগ

 সংবাদদাতা, কান্দি: উত্তরবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর কান্দিতে খুব শীঘ্রই সরকারি বাস ডিপো তৈরি করা হবে বলে জানালেন অপূর্ব সরকার। মঙ্গলবার অপূর্ববাবু বলেন, যে জায়গায় প্রস্তাবিত বাস ডিপো হওয়ার কথা ছিল, তার কাগজপত্র আগেই হস্তান্তর হয়েছে। এবার প্রকল্পের নকশা এবং ডিপিআর তৈরির কাজ শুরু হবে।
বিশদ

 উচ্চমাধ্যমিকে প্রথম ও ষষ্ঠ স্থানাধিকারীকে সংবর্ধনা জেলা সভাধিপতির

  সংবাদদাতা, সিউড়ি: মঙ্গলবার উচ্চমাধ্যমিকে রাজ্যের প্রথম ও ষষ্ঠ স্থানাধিকারীকে সংবর্ধনা জানালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। এদিন দুপুরে তিনি প্রথমে রাজ্যে ষষ্ঠ হওয়া স্নিগ্ধা বর্ধনের সিউড়ির রবীন্দ্রপল্লির বাড়িতে গিয়ে কৃতী ছাত্রীর হাতে পুষ্পস্তবক, মিষ্টি ও উপহারসামগ্রী তুলে দেন।
বিশদ

শুভেন্দু দায়িত্ব নেওয়ায় চাঙ্গা কর্মীরা
মেদিনীপুরে বিজেপির দখল করা পার্টি অফিস উদ্ধার করল তৃণমূল

 শীর্ষেন্দু দেবনাথ, মেদিনীপুর, বিএনএ: পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলায় আসতেই উজ্জীবিত হয়ে উঠল দলের কর্মী-সমর্থকরা। কেশপুরের মহিষদা সহ একাধিক জায়গায় পার্টি অফিসের ফের দখল নিল তৃণমূল। বেশ কিছু জায়গায় দলের ঘরছাড়ারা ঘরে ফিরলেন। মঙ্গলবার কার্যালয় যেমন খোলা হল, তেমনই একাধিক অফিসে নতুন পতাকাও উঠল।
বিশদ

 মোবাইলের সূত্র ধরে পূর্বস্থলীতে ৫ মাস আগে প্রৌঢ় খুনের কিনারা, ধৃত ২

  সংবাদদাতা, পূর্বস্থলী: পূর্বস্থলীতে পাঁচমাস আগে এক প্রৌঢ়কে খুনের ঘটনায় এক মহিলা সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ত্রিকোন প্রেমের জেরে গৌরাঙ্গ মণ্ডল(৫৮) নামে ওই প্রৌঢ়কে খুন হতে হয়েছিল। মোবাইল ফোনের সূত্র ধরে, পাঁচমাস পর এই খুনের কিনারা করল পুলিস। ধৃতদের নাম নুর ইসলাম শেখ এবং সীমা ওরফে কালী মণ্ডল।
বিশদ

 গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আরও দু’জন

 বিএনএ, সিউড়ি: স্বামীকে ধরে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় চার অভিযুক্তকেই গ্রেপ্তর করল পুলিস। সোমবার দু’জন ধরা পড়লেও মঙ্গলবার সকালের মধ্যে বাকি দু’জনকেও ধরে ফেলে পুলিস। সদাইপুর থানার চিনপাইয়ের কাছে এই ভয়াবহ ঘটনায় অভিযুক্ত চারজনকেই এদিন সিউড়ি আদালতে তোলে পুলিস।
বিশদ

Pages: 12345

একনজরে
 ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেসব সংস্থার শেয়ার গতকাল লেনদেন হয়েছে শুধু সেগুলির বাজার বন্ধকালীন দরই নীচে দেওয়া হল। ...

  সংবাদদাতা, ময়নাগুড়ি: একাধিক দাবিতে মঙ্গলবার ময়নাগুড়ি কলেজের অধ্যক্ষাকে স্মারকলিপি দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ময়নাগুড়ি নগর কমিটি। সংগঠনের নগর ইউনিটের সহ সম্পাদক অলোক রায় বলেন, আমরা শীঘ্রই ময়নাগুড়ি কলেজে ইউনিট খুলতে চলেছি। সেজন্য এদিন কলেজে আসা। ...

 সংবাদদাতা, কুমারগ্রাম: ওয়েস্ট বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ কাম সিনিয়র সিলেকশন ফর কাই'তে অংশ নিয়ে আলিপুরদুয়ার ক্যারাটে অ্যাকাডেমির সাহিল হরিজন সোনা এবং ব্রোঞ্জ পদক জিতেছে।  ...

 দীপ্তিমান মুখোপাধ্যায়। হাওড়া: সদ্য সমাপ্ত লোকসভা ভোটে হাওড়া পুরসভা এলাকায় কমপক্ষে ২৫টি ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল। এই অবস্থায় পুরসভা ভোট কবে হবে, তা নিয়ে জোর চর্চা চলছে হাওড়ায়। রাজ্য সরকার এখনই পুরসভার ভোট করাবে, নাকি ড্যামেজ কন্ট্রোলের জন্য আরও খানিকটা ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৬৫—প্রবাসী, মডার্ন রিভিউয়ের প্রতিষ্ঠাতা ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্ম।
১৯৫৩—প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করলেন তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি
১৯৫৪—অভিনেতা পঙ্কজ কাপুরের জন্ম।
১৯৭২—অভিনেতা পৃথ্বীরাজ কাপুরের মৃত্যু।
১৯৭৭—ভাষাবিদ সুনীতি চট্টোপাধ্যায়ের মৃত্যু।
১৯৮৭—ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিংয়ের মৃত্যু।



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৬২ টাকা ৬৯.৮৬ টাকা
পাউন্ড ৭৬.৪৬ টাকা ৭৯.৪৩ টাকা
ইউরো ৬৮.৮৫ টাকা ৭০.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,২৭৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৬২০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,০৮০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৬,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৬,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৪ জ্যৈষ্ঠ ১৪২৬, ২৯ মে ২০১৯, বুধবার, দশমী ২৬/৩ দিবা ৩/২১। উত্তরভাদ্রপদ ৪০/৫৪ রাত্রি ৯/১৮। সূ উ ৪/৫৬/৫, অ ৬/১১/৩৫, অমৃতযোগ দিবা ৭/৩৪ গতে ১১/৭ মধ্যে পুনঃ ১/৪৬ গতে ৫/১৮ মধ্যে। রাত্রি ৯/৪৭ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ১/২১ মধ্যে, বারবেলা ৮/১৫ গতে ৯/৫৪ মধ্যে পুনঃ ১১/৩৪ গতে ১/১৩ মধ্যে, কালরাত্রি ২/১৫ গতে ৩/৩৬ মধ্যে।
১৪ জ্যৈষ্ঠ ১৪২৬, ২৯ মে ২০১৯, বুধবার, দশমী ২১/২৭/৫৫ দিবা ১/৩১/২১। উত্তরভাদ্রপদনক্ষত্র ৩৭/৩৭/৩৫ রাত্রি ৭/৫৯/১৩, সূ উ ৪/৫৬/১১, অ ৬/১৩/১৫, অমৃতযোগ দিবা ৭/৩৫ গতে ১১/১০ মধ্যে ও ১/৫০ গতে ৫/২৬ মধ্যে এবং রাত্রি ৯/৫০ মধ্যে ও ১১/৫৮ গতে ১/২৪ মধ্যে, বারবেলা ১১/৩৪/৪৩ গতে ১/১৪/২১ মধ্যে, কালবেলা ৮/১৫/২৭ গতে ৯/৫৫/৩ মধ্যে, কালরাত্রি ২/১৫/২৭ গতে ৩/৩৫/৪৯ মধ্যে।
২৩ রমজান
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। বৃষ: সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের যোগ আছে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৬৫—প্রবাসী, মডার্ন রিভিউয়ের প্রতিষ্ঠাতা ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্ম।১৯৫৩—প্রথম এভারেস্ট ...বিশদ

07:03:20 PM

১২৮৩৪ হাওড়া-আমেদাবাদ এক্সপ্রেস আজ রাত ১১:৫৫ মিনিটের বদলে আগামীকাল সকাল ১০:৩০ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে 

07:24:56 PM

আগামীকাল প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী 

07:17:06 PM

৩১ মে ১২৮৩৪ হাওড়া-আমেদাবাদ এক্সপ্রেস বাতিল থাকবে 

06:22:45 PM

৪ জেলার জেলা শাসক বদল 
চার জেলার জেলা শাসক বদল করল রাজ্য সরকার। উত্তর ২৪ ...বিশদ

06:17:16 PM