ব্যবসাসূত্রে উপার্জন বৃদ্ধি। বিদ্যায় মানসিক চঞ্চলতা বাধার কারণ হতে পারে। গুরুজনদের শরীর-স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা ... বিশদ
শুক্রবার হাওড়া জেলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেন শিবসেনার পশ্চিমবঙ্গের সভাপতি অশোক সরকার। এদিন তিনি আরও জানান, হাওড়া জেলায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট ৬১৫ জন কর্মী-সমর্থক তাঁদের দলে যোগ দিয়েছেন। এর মধ্যে মোট ৫৮০ জন বিজেপি ছেড়ে শিবসেনায় এলেন। বাকিরা এসেছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে। ডোমজুড়, শিবপুর, বালি এবং উত্তর হাওড়া এলাকার বিজেপি নেতাকর্মীরা শিবসেনায় এলেন বলে দাবি অশোকবাবুর।
এদিন সাংবাদিক সম্মেলনে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ, এনপিআর এবং এনআরসির বিরোধিতা করেন অশোকবাবু। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের পরিচালক বিজেপি এখন একটি কর্পোরেট সংস্থায় পরিণত হয়েছে। যা যা হচ্ছে, তাতে রাজনৈতিক কর্মীরা কাজ করতেই পারবেন না। ফলে তাঁরা শিবসেনায় যোগ দিচ্ছেন।