Bartaman Patrika
রাজ্য
 

মোদির ‘কিষাণ নিধির’ পাল্টা ‘কৃষক বন্ধু’
চলতি অর্থবর্ষে ৩৭ লক্ষ চাষিকে ৪৮৬
কোটি টাকার আর্থিক সাহায্য রাজ্যের

রাজু চক্রবর্তী, কলকাতা: চাষিদের আর্থিক সহায়তা প্রকল্প ‘কৃষক বন্ধু’তে নয়া নজির তৈরি গড়ল বাংলা। গত অর্থবর্ষে অর্থাৎ ২০১৮-’১৯ সালে এই প্রকল্পে সুবিধাভোগী কৃষকের সংখ্যা ছিল ৩৬ লক্ষ ৫৮ হাজার। চলতি অর্থবর্ষে অর্থাৎ ২০১৯-’২০ সালে তা বেড়ে হতে চলেছে ৪১ লক্ষের বেশি। যার মধ্যে ৩৭ লক্ষ চাষিকে ইতিমধ্যেই চেক প্রদান করা হয়েছে। রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এখনও পর্যন্ত এই খাতে ৪৮৬ কোটি ৩২ লক্ষ টাকা খরচ করেছে। চলতি অর্থবর্ষ শেষ হতে দু’মাসেরও বেশি সময় হাতে রয়েছে। নবান্নের আমলাদের বক্তব্য, সুবিধাভোগীর সংখ্যা এবং সংশ্লিষ্ট খাতে খরচ—দু’টি ক্ষেত্রেই গত বছরের রেকর্ডকে ছাপিয়ে যাব এবার। প্রসঙ্গত, গত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পে সাড়ে ৩৬ লক্ষ কৃষকের হাতে মোট ৫৫৮ কোটি টাকা তুলে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
১ ডিসেম্বর ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ প্রকল্প চালু করেছিল। যার মূল উদ্দেশ্য ছিল, দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান। এই প্রকল্পে আবেদনকারী চাষিদের বছরে তিন দফায় দু’হাজার টাকা করে মোট ছ’হাজার টাকার আর্থিক সহায়তা দিচ্ছে কেন্দ্র। একাধিক প্রকল্পে কেন্দ্রের আর্থিক বরাদ্দ মাত্রাতিরিক্ত কমিয়ে দেওয়ার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু করতে দেননি। দিল্লির দয়ার দান না নিয়ে রাজ্যের নিজস্ব তহবিল থেকে বাংলার চাষিদের পাশে দাঁড়াতে গত অর্থবর্ষে ‘কৃষক বন্ধু’ প্রকল্প চালু করেছিলেন তিনি। কেন্দ্রের প্রকল্পে সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যায়। কিন্তু মোদি জমানায় অনলাইন ব্যাঙ্কিং ব্যবস্থা ঘিরে একাধিক আশঙ্কা তৈরি হওয়ায় চাষিদের হকের পাওনা দিতে বাড়তি সতর্ক হন মমতা। তাঁরই নির্দেশে চেকের মাধ্যমে বাংলার কৃষকদের আর্থিক সহায়তা তুলে দেওয়া হচ্ছে। নবান্নের কর্তাদের দাবি, দেশজুড়ে মোদি সরকারের বিরুদ্ধে তৈরি হওয়া কৃষক বিক্ষোভকে চাপা দিয়ে ২০১৯ সালে লোকসভা ভোট পার হতেই দিল্লি এই কিষাণ নিধি প্রকল্প হাতে নিয়েছিল। কিন্তু বাংলার নিজস্ব কৃষক বন্ধু প্রকল্প সাফল্যের নিরিখে ইতিমধ্যেই মোদির প্রকল্পকে ছাপিয়ে গিয়েছে বলে মত সংশ্লিষ্ট মহলের।
সূত্রের দাবি, নিয়ম-কানুনের ক্ষেত্রে নবান্ন কৃষক বন্ধু প্রকল্পে যতটা সম্ভব শিথিলতা দেখিয়েছে। যাতে সংশ্লিষ্ট প্রকল্পের অধীনে সর্বাধিক চাষিদের অন্তর্ভুক্ত করা যায়। রাজ্য সরকারের এই প্রকল্পে ন্যূনতম দু’হাজার, সর্বাধিক পাঁচ হাজার টাকা পেতে পারেন যোগ্য কৃষকরা। এক্ষেত্রে এক একর বা তার কম জমি থাকা চাষিরা খরিফ এবং রবি মরশুমে এক হাজার করে মোট দু’হাজার টাকা পান। একইভাবে দু’ একর পর্যন্ত জমি থাকা কৃষকরা চাষের দু’টি মরশুমে আড়াই হাজার করে মোট পাঁচ হাজার টাকা পান। মুখ্যমন্ত্রীর নির্দেশে কেবল চাষযোগ্য জমির মালিক কৃষকদের পাশাপাশি নথিভুক্ত ভাগচাষিরাও এই আর্থিক সহায়তা পাচ্ছেন। যা ব্যাখ্যা করতে গিয়ে কৃষি দপ্তরের এক শীর্ষ কর্তা বলেন, দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার কৃষি ক্ষেত্রকে মেলানো যায় না। কেননা, পশ্চিমবঙ্গের কৃষি জমি ছোট ছোট খণ্ডে বিভক্ত। এখানে বর্গাদারের পাশাপাশি অসংখ্য ভাগচাষি রয়েছেন। তাই মুখ্যমন্ত্রী চেয়েছেন, কৃষি কাজের সঙ্গে যুক্ত রাজ্যের প্রত্যেক চাষি যাতে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন, তা সুনিশ্চিত করতে। সেই লক্ষ্যেই কৃষক বন্ধু প্রকল্পকে ঢেলে সাজা হয়েছে।
 

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ
মমতাকে এড়িয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
‘বিতর্কিত চিঠি’ দিলীপকে, হইচই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করা হয়েছে। এই বয়ানে লেখা এক চিঠিকে কেন্দ্র করে শুক্রবার রাতে জোর বিতর্ক দানা বেঁধেছে। চিঠিটি নাকি পাঠিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন। চিঠির প্রাপকের নাম বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 
বিশদ

ক. বিশ্ববিদ্যালয় সমাবর্তনের আমন্ত্রণপত্র পৌঁছল রাজভবনে, অভিজিতের ডিলিটে খুশি রাজ্যপাল 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কিছুটা হলেও কি বরফ গলার ইঙ্গিত মিলছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকারকে আমন্ত্রণ জানানোর পথেই হাঁটল কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় রাজভবনে সমাবর্তন অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠানো হয়। 
বিশদ

সীমান্ত ডিঙিয়ে বাংলাদেশে পালানো
বেড়েছে, স্বীকার করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারত থেকে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়া মানুষের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি ওয়াই বি খুরানিয়া। তিনি জানান, ২০২০ সালে এখনও পর্যন্ত সীমান্ত ডিঙিয়ে আসা-যাওয়ার সময় মোট ২৬৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। 
বিশদ

ফল মিলছে, নাগরিকত্ব ইস্যুতে
আন্দোলন তীব্র করছেন মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমরা সবাই নাগরিক। নতুন নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে এই স্লোগান দিয়ে ইতিমধ্যেই জেলায় জেলায় পদযাত্রা শুরু করে সাড়া পেয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই আন্দোলনের ধারাকে আরও তীব্রতর করতে শুক্রবার দলের সাংগঠনিক বৈঠকে একগুচ্ছ কর্মসূচি নিলেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য হল, দক্ষিণবঙ্গে তিনটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী। 
বিশদ

পশ্চিমবঙ্গের সংগঠক শিক্ষকদের মামলা
প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে তালিকা থেকে যোগ্যদের বেছে ৩ সপ্তাহে রিপোর্ট দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ২৪ জানুয়ারি: প্রাথমিকে শিক্ষকতার ক্ষেত্রে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের মধ্যে কারা যোগ্য, ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে তার একটি রিপোর্ট তৈরি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 
বিশদ

নারদ স্টিং-এর ছায়া ফের কলকাতায়, কোর্টে নাকচ অভিযুক্তের আগাম জামিনের আবেদন 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের স্টিং অপারেশনের কালো ছায়া রাজ্যের প্রশাসনিক মহলে। অন্তত চার-পাঁচ জনের একটি দল ভিন রাজ্য থেকে এসে এখানকার উচ্চপদস্থ কয়েকজন আমলা’র ছবি তুলেছিল। কিন্তু, একটি অভিযোগ সূত্রে কলকাতা পুলিস দ্রুত এই গোষ্ঠীর এক জনকে ধরেছে।  
বিশদ

কাল সাধারণতন্ত্র দিবসে কি রাজ্যপাল-মমতা মুখোমুখি হবেন, জোর চর্চা রাজভবন-নবান্নে 

জীবানন্দ বসু, কলকাতা: সংঘাতের আবহেই কি আগামীকাল রবিবার সাধারণতন্ত্র দিবসে রাজ্যপাল জগদীপ ধনকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি হতে চলেছেন? সাংবিধানিক রীতি ও সৌজন্যের কারণেই কি তাঁদের দু’জনকে কাল পাশাপাশি দেখা যাবে?
বিশদ

মানিকতলা, নিউটাউন, শিলিগুড়ি ও দুর্গাপুরে শতাধিক ফ্ল্যাট বিক্রি করছে আবাসন পর্ষদ 

সঞ্জয় গঙ্গোপাধ্যায়, কলকাতা: মানিকতলা, নিউটাউন, শিলিগুড়ি ও দুর্গাপুরে নতুন ফ্ল্যাট বিক্রি করছে আবাসন পর্ষদ। নিম্নবিত্ত (এলআইজি), মধ্যবিত্ত (এমআইজি) এবং উচ্চবিত্তদের (এইচআইজি) জন্য ওই ফ্ল্যাট বিক্রি করা হবে। বিভিন্ন মাপের ফ্ল্যাট রয়েছে।
বিশদ

সত্যজিৎ বিশ্বাস খুনে বিজেপির এমপিকে সিআইডির কাছে হাজিরার নির্দেশ হাইকোর্টের 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে সিআইডির কাছে হাজির হওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
বিশদ

এক বছরের মধ্যে ক্রেতাসুরক্ষা আদালতে মামলার নিষ্পত্তি করার উদ্যোগ মন্ত্রীর 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিভিল কোর্টে মামলা চলে দীর্ঘদিন। কিন্তু ক্রেতাসুরক্ষা আদালতে মামলার দ্রুত নিষ্পত্তি হয়ে যায়। শুক্রবার এমনই দাবি করলেন রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে।  
বিশদ

বিজ্ঞানভিত্তিক জনসচেতনতা বৃদ্ধিতে রাজ্যজুড়ে আর্থিক সহায়তা নবান্নের 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজ্ঞানকে সমাজের নিচুতলা পর্যন্ত জনপ্রিয় করার লক্ষ্যে বিবিধ অনুষ্ঠানের আয়োজন করা হলে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। ন্যূনতম ৩০ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত এই অর্থ সাহায্য করবে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর। এক্ষেত্রে রাজ্য সরকারের তরফে ২৪টি বিশেষ ক্ষেত্রকে চিহ্নিত করা হয়েছে। 
বিশদ

কারিগরি শিক্ষাকর্মীদের অবস্থান বিক্ষোভে অনুমতি দিল হাইকোর্ট 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কারিগরি বা ভোকেশনাল শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক, কর্মী বা নির্দেশকদের অবস্থান আন্দোলনের জন্য ফের কলকাতা হাইকোর্ট অনুমতি দিল। প্রশাসন জানিয়েছিল, কারিগরি ভবন থেকে ১৫০ মিটার দূরে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একদিন অবস্থান করা যেতে পারে।  
বিশদ

ওয়ার্ক চার্জড কর্মীদের অপশন দিতে হল অফলাইনে  

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের অন্যান্য স্থায়ী কর্মীদের মতে প্রায় সব সুযোগ সুবিধা পান কয়েকটি দপ্তরের ‘ওয়ার্ক চার্জড’ কর্মীরা। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে জানুয়ারি থেকে বর্ধিত হারে বেতন এই কর্মীরাও পাবেন। কিন্তু অনলাইনে অপশন দেওয়ার সুযোগ এঁদের দেওয়া হয়নি। 
বিশদ

বৈঠকে একাধিক মন্ত্রী ও এমপিকে ধমক মমতার 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাগরিকত্ব বিতর্কে দলের আন্দোলনকে তৃণমূল স্তরে ছড়িয়ে দিতে শুক্রবার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বৈঠকে দলের একাংশের গোষ্ঠীবাজি নিয়েও কড়া দাওয়াই দিয়েছেন দলনেত্রী। রাজ্যের একাধিক মন্ত্রী থেকে লোকসভার সদস্য ধমক খেলেন তাঁর কাছে।  
বিশদ

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎপাদন কম থাকায় দাম বাড়ছে হু হু করে। সেকারণেই কুমোরটুলিতে শোলার বদলে সরস্বতী প্রতিমার সাজে ব্যবহার বাড়ছে জরির অলঙ্কারের। মৃৎশিল্পীদের কথায়, প্রতিমা তৈরির সরঞ্জামের দাম লাফিয়ে বাড়ছে। এর মধ্যে যদি প্রতিমা শোলার অলঙ্কারে সাজাতে হয়, তাহলে ঢাকের ...

সংবাদদাতা, কান্দি: বৃহস্পতিবার রাতে খবর পেয়ে বড়ঞা থানার শ্রীরামপুর গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম সাদ্দাম শেখ। ওই গ্রামেই তার বাড়ি।   ...

সংবাদদাতা, পুরাতন মালদহ: দক্ষিণবঙ্গ থেকে ভোজ্য তেল নিয়ে এসে কালিয়াচকের ডাঙা এলাকায় একটি গোডাইনে মজুত করেছিল পাচারকারীরা। কিন্তু শেষরক্ষা হয়নি। তার কিছুক্ষণের মধ্যেই সেই তেল পাচারকারী লরির চালক ও খালাসিকে গ্রেপ্তার করে পুলিস।  ...

মুম্বই, ২৪ জানুয়ারি (পিটিআই): বিধানসভা নির্বাচনের সময় মহারাষ্ট্রের অবিজেপি নেতাদের ফোন ট্যাপ করা হয়েছিল। সরকারি পরিকাঠামোর অপব্যবহার করে এই কাজ করেছিল তৎকালীন বিজেপি সরকার। বৃহস্পতিবার এমনই অভিযোগ করেছেন মহারাষ্ট্রের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। এই কাণ্ডে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে ইতিমধ্যে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসাসূত্রে উপার্জন বৃদ্ধি। বিদ্যায় মানসিক চঞ্চলতা বাধার কারণ হতে পারে। গুরুজনদের শরীর-স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় ভোটদাতা দিবস
১৮৫০: অভিনেতা অর্ধেন্দু শেখর মুস্তাফির জন্ম
১৮৫৬: সমাজসেবক ও লেখক অশ্বিনীকুমার দত্তের জন্ম
১৮৭৪: ইংরেজ লেখক সামারসেট মমের জন্ম  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৫১ টাকা ৭২.২১ টাকা
পাউন্ড ৯১.৯৮ টাকা ৯৫.৩২ টাকা
ইউরো ৭৭.৩৮ টাকা ৮০.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪০,৭১০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৮,৬২৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৯,২০৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৬,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১০ মাঘ ১৪২৬, ২৫ জানুয়ারি ২০২০, শনিবার, প্রতিপদ ৫৫/২৪ রাত্রি ৪/৩২। শ্রবণা ৫৫/৩৩ রাত্রি ৪/৩৬। সূ উ ৬/২২/৭, অ ৫/১৫/৩১, অমৃতযোগ দিবা ১০/০ গতে ১২/৫৩ মধ্যে। রাত্রি ৭/৫২ গতে ১০/৩০ মধ্যে পুনঃ ১২/১৪ গতে ২/০ মধ্যে পুনঃ ২/৫২ গতে ৪/৩৭ মধ্যে। বারবেলা ৭/৪৩ মধ্যে পুনঃ ১/১০ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৩/৫৪ গতে অস্তাবধি। কালরাত্রি ৬/৫৪ মধ্যে পুনঃ ৪/৪৪ গতে উদয়াবধি। 
১০ মাঘ ১৪২৬, ২৫ জানুয়ারি ২০২০, শনিবার, প্রতিপদ ৫২/৪৫/৪২ রাত্রি ৩/৩১/৩১। শ্রবণা ৫৪/৮/১ শেষরাত্রি ৪/৪/২৬। সূ উ ৬/২৫/১৪, অ ৫/১৪/৮, অমৃতযোগ দিবা ৯/৫৮ গতে ১২/৫৭ মধ্যে ও রাত্রি ৭/৫৮ গতে ১০/৩৩ মধ্যে ও ১২/১৬ গতে ১/৫৮ মধ্যে ও ২/৫০ গতে ৪/৩৩ মধ্যে। কালবেলা ৭/৪৬/২১ মধ্যে ও ৩/৫৪/২ গতে ৫/১৪/৮ মধ্যে, কালরাত্রি ৬/৫৪/১ মধ্যে ও ৪/৪৬/২০ গতে ৬/২৪/৫৫ মধ্যে। 
২৯ জমাদিয়ল আউয়ল  

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: দাম্পত্যজীবন শুভ। বৃষ: উপার্জন ভাগ্য শুভাশুভ মিশ্রিত। মিথুন: কথাবার্তায় সংযত না ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
জাতীয় ভোটদাতা দিবস১৮৫০: অভিনেতা অর্ধেন্দু শেখর মুস্তাফির জন্ম১৮৫৬: সমাজসেবক ও ...বিশদ

07:03:20 PM

পদ্মভূষণ পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনহর পারিক্কর, ব্যবসায়ী আনন্দ মহিন্দ্রা ও ভেনু শ্রীনিবাসন, ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু, নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস সি জমির এবং জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক ব্যক্তিত্ব মুজাফ্ফর হোসেন বেগ 

09:18:00 PM

পদ্মবিভূষণ পাচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি, স্বরাজ, জর্জ ফার্ণান্ডেজ, বক্সার মেরি কম, মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী অনিরুদ্ধ জগন্নাথ 

09:13:00 PM

 পদ্মশ্রী পাচ্ছেন কঙ্গনা রানউত, একতা কাপুর, আদনান সামি এবং করণ জোহর

09:07:04 PM

ম্যাচ চলাকালীন অশ্লীল ভাষা ব্যবহার, ম্যাচ ফি কাটা হল বেন স্টোকসের
জোহানেসবার্গ টেস্ট চলাকালীন অশ্লীল ভাষা ব্যবহারের অপরাধে ইংল্যান্ডের খেলোয়ার বেন ...বিশদ

08:05:00 PM