Bartaman Patrika
 

কী কিনবেন অক্ষয় তৃতীয়ায়?
সুনীতি বন্দ্যোপাধ্যায় 

বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় অর্থাৎ যা অবিনশ্বর অর্থাৎ ক্ষয় নেই। ১৪৩১ সনের অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসে ২৭ তারিখে ও ইংরেজি ২০২৪ সালের ১০ মে শুক্রবার।
বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করা হয় সম্পদ এবং শুভকামনায়। এই দিন পুজোর মাধ্যমে ঘরের সম্পদ যাতে অক্ষয় অর্থাৎ ক্ষয় না হয় সেই কামনায় অক্ষয় তৃতীয়ায় দেবী লক্ষ্মী ও বিষ্ণু পুজো করা হয়।
এই দিন ভগবান সুন্দরেশা (শিবের অবতার) দেবী মধুরিমাকে বিবাহ করেছিলেন। তাই এই দিন বিবাহে দেবতার আশীর্বাদ বর্ষিত হয় নব দম্পতির ওপর। 
এই দিন আপনি ঘরদোর পরিষ্কার করবেন, ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করবেন। ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর অভিষেক করবেন গোরুর দুধ, মধু, দধি, ঘৃত ও শর্করা অর্থাৎ পঞ্চমৃত সহযোগে। 
অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা অত্যন্ত শুভ। দেবতাদের পুজো করুন এই দিন পুজো করলে আপনার সম্পত্তি কমবে না উপরন্তু বৃদ্ধি পাবে। এই দিন ভগবান বিষ্ণু পৃথিবী শাসন করেন তাই এই দিন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী ও কুবেরের পুজো শুভ দায়ক। হিন্দু শাস্ত্রানুসারে ত্রেতা যুগের শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। 
পুজোর ফল 
ঐশ্বরিক আশীর্বাদ প্রাপ্ত হওয়া। বিষ্ণু, লক্ষ্মী ও কুবেরের আশীর্বাদ প্রাপ্তি লাভ ঘটবে। সম্পদ ও সৌভাগ্যের অক্ষয় প্রাপ্তি ঘটবে। কর্মক্ষেত্রে নাম যশ ও উন্নতি ঘটবে। আধ্যাত্মিক উন্নতি ও মানসিক সম্প্রীতির পরিপূর্ণতা ঘটবে। এই দিন আপনি যাই করবেন না কেন তার ক্ষয় নেই। পুজো মুহূর্তে ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মী ও কুবেরের পুজোয় সর্ব সিদ্ধি লাভ করা যায়। 
গঙ্গায় স্নান না করতে পারলে শুদ্ধ জলে গঙ্গাজল মিশিয়ে স্নান সারুন। ঘর পরিষ্কার করুন। 
বেদ অনুসারে এই দিন আপনি আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করুন। জব, তপ, পুজো, ইষ্ট দেবতার ধ্যান, দান, ব্রাহ্মণ ভোজন ও গাছ রোপণ ও গাছে জল দিন, ধর্ম পুস্তক পড়ুন। 
সূর্য ও চন্দ্রের কিরণ এই দিন সবচেয়ে বেশি উজ্জ্বল হয় এই দিন পুজোয় দেহ ও মনের শুদ্ধি ঘটে। 
  অক্ষয় মানে হল ক্ষয়হীন অর্থাৎ যা ক্ষয় বা ধ্বংসপ্রাপ্ত হয় না। এদিন পুজো, জপ, তপ, দান ও ধ্যানে আপনার ক্ষমতা ও শক্তি বৃদ্ধি পাবে। 
পূর্বপুরুষদের উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপনের দিন। আধ্যাত্মিক শক্তি ও জাগতিক ঐশ্বর্য বৃদ্ধি পাবে। 
গঙ্গাস্নান ও ভোজ্য সহিত জলপূর্ণ ঘটদানে সূর্যালোক গমনের ফল পাওয়া যায়। 
এই দিন শিব, গঙ্গা, কৈলাস, হিমালয় ও ভগীরথের পুজো করা হয়। ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে আসেন। পুরী ধামে একুশ দিন ব্যাপী চন্দন যাত্রা উৎসব পালিত হয়। পুজো শেষে যব দ্বারা হোম করলে শুভ ফল পাওয়া যায়। 
জৈন ধর্মালম্বীদের বর্ষীতপ সমাপন উৎসব। শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর চন্দন যাত্রা উৎসব পালিত হয়। জলে ভিজিয়ে তুলসী পাতা নারায়ণকে নিবেদন করুন। 
অক্ষয় তৃতীয়ার পুজোয় সম্পদ ও সৌভাগ্য বর্ধিত হবে। কর্মক্ষেত্রে নাম ও খ্যাতি বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক উন্নতি ও সিদ্ধি লাভ ঘটবে। 
পুজোর নিয়ম
এই দিনটি স্বয়ংসিদ্ধ মুহূর্ত হিসেবে গণ্য করা হয়। 
আতপ চাল ও ঘষা চন্দন বাটা বিষ্ণুকে নিবেদন করুন, দেবী লক্ষ্মীকে কুমকুম দিন। তিল, যব, গম, ছোলা ও দুধ দ্বারা তৈরি মিষ্টি ও ভোগ নিবেদন করুন। কর্পূর জ্বালান, ঘি এর বাতি দিন, ধূপকাঠি ও পদ্ম ফুল দিয়ে শুদ্ধ অন্তঃকরণে দেবতাদের উদ্দেশ্যে অর্পণ করুন। বিষ্ণু লক্ষ্মী ও কুবের মন্ত্র পাঠ করুন। 
এই তিথিতে পাখা, চাল, পোশাক, ঘি, সব্জি, ফল ও তেতুঁল দানে শুভ ফলের বৃদ্ধি ঘটে। 
অক্ষয় তৃতীয়ায় এই কাজগুলি অবশ্যই করবেন। 
এই দিন নিরামিষ ভজন করুন, আমিষ ও উগ্র গন্ধযুক্ত খাবার বর্জন করুন। 
মদ ও মাদকদ্রব্য বর্জন করুন, এতে জীবনের রোগ শোক কমবে। 
তুলসী পাতা তুলতে হলে অবশ্যই স্নান করুন। 
এই দিন বাড়ি নির্মাণের কাজ স্থগিত রাখুন তবে গৃহ প্রবেশ হিসাবে খুবই শুভ মুহূর্ত। 
বাইরে থেকে ঘরের প্রবেশের সময় খালি হাতে প্রবেশ করবেন না, হাতে কিছু জিনিস নিয়ে প্রবেশ করুন উন্নতি ত্বরান্বিত হবে ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। 
এই তিথিতে মনকে সংযত ও উৎফুল্ল রাখুন, কপটতা, হিংসা এড়িয়ে চলুন। সবার সঙ্গে হাসিমুখে কথা বলুন। বাড়ির বড় ছোট সবার সঙ্গে সদ্ভাব বজায় রাখুন।
জৈন ধর্মালম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। 
এদিন কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাঁকে অতুল ঐশ্বর্য দান করেছিলেন। কুবের এই দিন লক্ষ্মী লাভ করেছিলেন বলে এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। 
এই তিথি হতে পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু করা হয়। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনও শুভ কাজ সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় থাকে।
কেদার, বদ্রী , যমুনোত্রী ও গঙ্গোত্রী মন্দিরে দ্বার উদঘাটন হয়ে থাকে অক্ষয় তৃতীয়ার দিন থেকে। ৬ মাস পূর্বে যে মন্দিরের দ্বার বন্ধ হয়েছিল দ্বার খুললেই প্রদীপের আলো দেখা যায়। যা ৬ মাস আগে জ্বালিয়ে যাওয়া হয়েছিল।
মহাভারতে আমরা দেখতে পাই যুধিষ্ঠিরদের বনবাসের সময় এই তিথির উল্লেখ আছে। এদিন বনবাসের সময় ঋষি মুনিরা যুধিষ্ঠিরদের কুঠিরে আগমন করলে দ্রৌপদী ত্রস্থ হয়ে পড়েন, অতিথিদের সেবা করার সামর্থ্য না থাকার জন্য তখন দ্রৌপদীর অনুরোধে যুধিষ্ঠিরের প্রার্থনায় সূর্যদেব সন্তুষ্ট হয়ে যুধিষ্ঠিরকে একটি বাটি দান করেন। দ্রৌপদী এই বাটির সাহায্যে সমস্ত মুনি ঋষিদের খাবার পরিবেশন করেন, যতক্ষণ না সমস্ত অতিথিবৃন্দ সন্তোষ লাভ করেন ততক্ষণ তা পূর্ণ ছিল। এই পাত্র অক্ষয় পাত্র নামে অভিহিত এই জন্য এই দিন নরনারায়ণ সেবায় অনেক সুফল লাভ করা যায়। 
এই দিনের সঙ্গে যুক্ত আরেকটি ঘটনা হল সুদামা তার বাল্য বন্ধুর কাছে দ্বারকায় গিয়েছিলেন এবং বর হিসাবে সীমাহীন সম্পদ পেয়েছিলেন। 
মহারাষ্ট্রেও এটা একটি পবিত্রতম দিন, তারা মনে করেন এই দিন নতুন ব্যবসা শুরু হওয়া অত্যন্ত শুভ। নারীরা হলুদ ও কুমকুম বিনিময় করেন ও গৌরী পুজো করেন তাদের বিশ্বাস অক্ষয় তৃতীয়ায় কোনও শুভ কাজ শুরু হলে তা দীর্ঘস্থায়ী সাফল্য আনে। 
ওড়িশায় ধান চাষের শুভ দিন হিসাবে গণ্য করা হয়। এই দিন ধানের বীজ বপন করলে ভালো ফলের আশা করা হয়। কৃষকরা খরিফ মরশুমের সূচনা হিসাবে ধানের বীজ বপন করে থাকেন। 
তেলেঙ্গানা ও অন্ধপ্রদেশে এই দিন সমৃদ্ধি ও দাতব্যের সঙ্গে জড়িত। সিংহাচলম মন্দিরে বিশেষ যত্ন ও ভক্তি সহকারে এই দিনটি উদযাপিত হয়। মন্দিরে দেবতার চন্দনের স্তর এই দিন সরানো হয় যাতে ভক্তরা দেবতার অন্তর্নিহিত মূর্তি দেখবার সুযোগ পান, দেবতার প্রকৃত রূপের দর্শন লাভ ঘটে। 
এদিন চাল কেনা, ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা, টাকা জমা দেওয়া, নতুন বস্ত্র কেনা শুভ। 
সোনা কেনার মুহূর্ত সকাল ৭টা ৪৯ মিনিট থেকে ৯টা ৪ মিনিট আবার দুপুর ১২টা ২০ মিনিট থেকে বিকাল ৫টা ১৩ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা ৫১ মিনিট থেকে ৮টা ১৩ মিনিট ও রাত ৯ টা ৩৫ থেকে ১টা ৪২ অবধি শুভ সময়। 
একটি নতুন হলুদ কাপড় ৭০ সেন্টিমিটার দিয়ে সিংহাসন ঢাকুন। ভগবান বিষ্ণুর বামে লক্ষ্মী দেবীকে প্রতিষ্ঠিত করুন দেবতার ডান দিকে। ঘিয়ের প্রদীপ জ্বালান, কলসে হলুদ লাগান, সিঁদুর দিয়ে স্বস্তিক অঙ্কন করুন। সাতটি হলুদ পৈতা, সাতটা হলুদ সুপারি, তামার কয়েনে সাতটি কাঁচা হলুদ, সাতটি হলুদ মিষ্টি হলুদ কাপড় দিয়ে এই সমস্ত জিনিস রেখে ঢাকা দিন। হলুদ রঙের ধূপ জ্বালান, দেবীর সম্মুখে রেখে মা লক্ষ্মীর পুজো করুন। কুমকুম ও হলুদ দিয়ে কলসটি গঙ্গাজলে পূর্ণ করুন ভেতরে একটি হলুদ কয়েন দিন ঘটের মাথায় আম পাতা দিন। আম পাতার ওপরে একটি নারকেল দিতে হবে। 
জ্যোতিষ বিচারের বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া হাওয়ায় মেঘ ও বৃষ রাশি শুভ ফল দান করে থাকে। মেষে সূর্য এবং বৃষে চন্দ্র অবস্থান করেন তাই এই রাশি অত্যন্ত শুভ হিসেবে দেখা হয়। ভগবান বিষ্ণুকে চন্দনের লেপ দিন। 
শাস্ত্রানুসারে এই দিন মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল। সারা বছর পোশাকের আড়ালে পা ঢাকা থাকে বৃন্দাবনের বাঁকা বিহারীর। এইদিন তাঁর চরণ দর্শনের সুযোগ পায় সর্বসাধারণ। তাঁর চরণ দর্শন করলে মৃত্যুর পর স্বর্গে স্থান হয়।
পুরাণে কথিত আছে এই দিন স্বয়ং ভগবান শিব ভিখারির ছদ্মবেশে অন্নপূর্ণা দর্শন করেছিলেন। দেবী অন্নপূর্ণা দেবী পার্বতীর অবতার এবং এই পৃথিবীতেই আনন্দময় অনুষ্ঠানে ক্ষুধার্তদের অন্ন দান করার জন্যই দেবীর আবির্ভাব ঘটেছিল। এই দিন খাবার দান করলে কোনও খাবারের অভাব ঘটে না। 
10th  May, 2024
অক্ষয় তৃতীয়ার অনন্ত মাহাত্ম্য
সুমন গুপ্ত

কৌরবদের সঙ্গে দ্যূতক্রীড়ায় ধর্মরাজ যুধিষ্ঠির পরাভূত। শেষে কী যে মতিভ্রম হল তাঁর, দ্রৌপদীকেও পণ রাখলেন! দ্রৌপদীপণেও ধর্মরাজের পরাজয় হল। দুরাত্মা দুর্মতি দুঃশাসন পাঞ্চালির দীর্ঘ কেশাকর্ষণপূর্বক সভাসমীপে আনয়ন করল। বিশদ

10th  May, 2024
অক্ষয় তৃতীয়া ও শ্রীকৃষ্ণ
সমুদ্র বসু

 

অক্ষয় তৃতীয়া তিথিতে যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে বলে জনমানসে বিশ্বাস। শ্রীকৃষ্ণকে জড়িয়ে মহাভারতে এই তিথিতে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। কী সেই ঘটনাবলি? মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ এক নির্মম ছবি। বিশদ

10th  May, 2024
অক্ষয় তৃতীয়ায় আবির্ভূত হন ভগবান পরশুরাম
অরুণাভ দত্ত

একবার মর্ত্যলোকে ভারী গোল বেঁধে গেল। তখন সমাজ চার বর্ণে বিভক্ত—ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ব্রাহ্মণরাই সমাজের মাথা। কীসে মানুষের কল্যাণ হবে, দিবানিশি সেই চিন্তাতেই ব্রাহ্মণরা মগ্ন। সেই সময় হয়েছিল কী, ক্ষত্রিয়রা ঐশ্বর্যের গৌরবে খুব অহঙ্কারী হয়ে পড়ল। বিশদ

10th  May, 2024
তেলিনীপাড়ার অন্নপূর্ণার রথ
অরুণ মুখোপাধ্যায়

রথ হয় জানি আষাঢ় মাসে। কিন্তু অক্ষয় তৃতীয়ায় রথ? হ্যাঁ। হুগলির ভদ্রেশ্বরের তেলিনীপাড়ায় জমিদার বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত দেবী অন্নপূর্ণা মন্দিরের রথ চলে পুণ্য অক্ষয় তৃতীয়ায়।  বিশদ

10th  May, 2024
স্ক্রিন টেস্ট
পার্থ দে

মহারানি স্বর্ণকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা যোগমায়া চক্রবর্তীকে ইস্কুলের মেয়েরা আড়ালে ‘কেঁদো বাঘ’ বলে ডাকে। তাঁর দু-মণি শরীরের জন্য ‘কেঁদো’ বলে। আর হেডমিস্ট্রেসকে ‘বাঘ’ কেন বলে আশা করি সেটা বলে দিতে হবে না! বিশদ

10th  May, 2024

Pages: 12345

একনজরে
‘আপনার ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট হয়নি। অফিসে এসে যোগাযোগ করবেন। এখন এটি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে।’ সম্প্রতি এমন ফোন পেয়েছেন গরফার বাসিন্দা অবিনাশ ভট্টাচার্য। গরফা রোডে ...

কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সেই বিশ্বাস কতটা গভীর হলে দেড় হাজার কিলোমিটারের বেশি পথ হাঁটা যায়! শিবভক্ত ধনতাজ সাঙ্গালাঙ্ঘি এই বিশ্বাসে ভর ...

আইপিএলের শুরুর দিকে একেবারই ফর্মে ছিলেন না ২৪.৭৫ কোটির মিচেল স্টার্ক। তার জন্য কম গঞ্জনা শুনতে হয়নি অজি তারকাকে। তবে টুর্নামেন্ট যত গড়িয়েছে, ততই বল হাতে ধারালো হয়ে উঠেছেন বাঁ হাতি পেসার। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদের মেরুদণ্ড ভেঙে নিন্দুকদের মোক্ষম ...

ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল। গত বিধানসভা নির্বাচনে এক লক্ষের বেশি মার্জিনে জয়লাভ করেছিলেন তৃণমূলের ইদ্রিশ আলি। সেই মার্জিন ধরে রাখতে না পারলেও ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সন্তানের দাম্পত্য অশান্তিতে মানসিক চিন্তা। প্রেম-প্রণয়ে বিশ্বাস ভঙ্গ ও মনঃকষ্ট। ব্যবসার অগ্রগতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব জীব বৈচিত্র্য দিবস
১৫৪৫: সম্রাট শেরশাহের মৃত্যু
১৭৭২: রাজা রামমোহন রায়ের জন্ম
১৮০৩: কানেকটিকাটে প্রথম পাবলিক লাইব্রেরি উদ্বোধন
১৮২২: লেখক ও সমাজকর্মী কিশোরীচাঁদ মিত্রর জন্ম
১৮৫৯: গোয়েন্দা শার্লক হোমসের স্রস্টা স্কটিশ সাহিত্যিক আর্থার কোনান ডয়েলের জন্ম
১৮৮৫: ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগোর মৃত্যু
১৮৯৭: টেমস নদীর তলদেশে ব্লাক ওয়াল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়
১৯৪০: ক্রিকেটার এরাপল্লি প্রসন্নর জন্ম
১৯৪৬: আইরিশ ফুটবলার জর্জ বেস্টের জন্ম
১৯৫০: কিংবদন্তি বাঙালি মঞ্চাভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তর জন্ম
১৯৭২: সিলোনের নাম শ্রীলঙ্কা রাখা হয়
২০০৪: ১৭তম প্রধানমন্ত্রী হিসাবে ডঃ মনমোহন সিংয়ের শপথ গ্রহণ



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৪৯ টাকা ৮৪.২৩ টাকা
পাউন্ড ১০৪.১৮ টাকা ১০৭.৬৫ টাকা
ইউরো ৮৮.৯২ টাকা ৯২.০৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৫,১০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৩,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৩,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৮ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, বুধবার, ২২ মে, ২০২৪। চতুর্দশী ৩৪/৩৫ রাত্রি ৬/৪৮। স্বাতী নক্ষত্র ৭/৩ দিবা ৭/৪৭। সূর্যোদয় ৪/৫৭/৪৬, সূর্যাস্ত ৬/৮/৪৭। অমৃতযোগ দিবা ৭/৩৫ গতে ১১/৭ মধ্যে পুনঃ ১/৪৫ গতে ৫/১৬ মধ্যে। রাত্রি ৯/৪৫ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ১/২১ মধ্যে। বারবেলা ৮/১৬ গতে ৯/৫৪ মধ্যে পুনঃ ১১/৩৩ গতে ১/১২ মধ্যে। কালরাত্রি ২/১৫ গতে ৩/৩৭ মধ্যে। 
৮ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, বুধবার, ২২ মে, ২০২৪। চতুর্দশী সন্ধ্যা ৬/৪। স্বাতী নক্ষত্র দিবা ৭/২৪। সূর্যোদয় ৪/৫৭, সূর্যাস্ত ৬/১১। অমৃতযোগ দিবা ৭/৩৫ গতে ১১/১০ মধ্যে ও ১/৫০ গতে ৫/২৬ মধ্যে এবং রাত্রি ৯/৫০ মধ্যে ও ১১/৫৮ গতে ১/২৪ মধ্যে। কালবেলা ৮/১৫ গতে ৯/৫৫ মধ্যে ও ১১/৩৪ গতে ১/১৩ মধ্যে। কালরাত্রি ২/১৫ গতে ৩/৩৬ মধ্যে। 
১৩ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়ে ম্যাচ জিতল রাজস্থান

11:38:44 PM

আইপিএল: ২৬ রানে আউট হেটমায়ার, রাজস্থান ১৬০/৬ (১৮ ওভার), টার্গেট ১৭৩

11:32:50 PM

আইপিএল: রাজস্থান ১২৬/৪ (১৫ ওভার), টার্গেট ১৭৩

11:03:45 PM

আইপিএল: ৮ রানে আউট জুরেল, রাজস্থান ১১২/৪ (১৩.১ ওভার), টার্গেট ১৭৩

10:59:05 PM

আইপিএল: ১৭ রানে আউট স্যামসন, রাজস্থান ৮৬/৩ (১০ ওভার), টার্গেট ১৭৩

10:40:08 PM

আইপিএল: ৪৫ রানে আউট জয়সওয়াল, রাজস্থান ৮১/২ (৯.২ ওভার), টার্গেট ১৭৩

10:35:21 PM