নিকটজনের স্বাস্থ্য সমস্যায় মানসিক অস্থিরতা। মুদ্রণ বা সংবাদপত্রের ব্যবসা,বৃত্তি শিক্ষাকেন্দ্রের পরিচালনায় সাফল্য। ... বিশদ
এই ক্যামেরায় বহুল জনপ্রিয় 'অটোমেটিক এক্সপোজার' ব্যবস্থা রয়েছে। এই ফিচারটি সর্বপ্রথম মে ২০২০ সালে বাজারে আসা ইন্সট্যাক্স মিনি ১১-তে দেখা গিয়েছিল। এই ফিচারের সাহায্যে ক্যামেরাটি স্বয়ংক্রিয়ভাবে চারপাশের পরিবেশ অনুযায়ী শাটার স্পিড, ফ্ল্যাশ আউটপুট এবং অন্যান্য সেটিংস করে নিতে পারে। এর ফলে বিভিন্ন পরিস্থিতিতে ভালো ছবি তোলা অনেক সহজ হয়ে যায়। ঝকঝকে দিনের আলো হোক বা অন্ধকার ঘরের কোণ— ইন্সট্যাক্স মিনি ৪০-তে পরিষ্কার ছবির গ্যারান্টি দিচ্ছে ফুজিফিল্ম।
উপরি পাওনা হিসেবে এতে অরেঞ্জ টেক্সট সহ 'কনট্যাক্ট শিট' (মিনি-ফরম্যাট ইন্সট্যাক্স ফিল্ম) আছে। এটি ব্ল্যাক ফ্রেমে একটি ক্লাসিকাল টাচ যুক্ত করবে বলেই দাবি করেছে নির্মাতা সংস্থা। এছাড়াও এই ক্যামেরার সারফেসে প্রিমিয়াম টেক্সচার দেওয়া হয়েছে। ক্লাসিকাল ডিজাইনের এই ক্যামেরায় গ্রাহকরা পাওয়ার অন করার পর লেন্সের সামনের প্রান্তটি বাইরে বের করে সহজেই সেলফি এবং ক্লোজ-আপ শটগুলি তোলার জন্য 'সেলফি মোড' অ্যাক্টিভেট করতে পারেন। ক্যামেরাটিতে একটি ৬০ মিমি ইন্সট্যাক্স লেন্স রয়েছে, যা ৩০ সেমি এবং তার অধিক ফোকাল লেন্থ দিতে পারে।
ভারতে ফুজিফিল্মের এই ক্যামেরাটির দাম রাখা হয়েছে ৮,৪৯৯ টাকা। অনলাইন ও অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।