কর্মপ্রার্থীদের কোনও চুক্তিবদ্ধ কাজে যুক্ত হবার যোগ আছে। ব্যবসা শুরু করা যেতে পারে। বিবাহের যোগাযোগ ... বিশদ
গত সেপ্টেম্বরে টানা ১১ মাসের জন্য পড়েছিল গাড়ি বিক্রি। এপ্রিল থেকে অক্টোবর মাসে যাত্রীবাহী গাড়ি বিক্রি কমেছিল ২০ শতাংশ। শুধুমাত্র অক্টোবরেই ব্যক্তিগত গাড়ি বিক্রি ৬.৩৪ শতাংশ পড়ে হয়েছিল ১ লক্ষ ৭৩ হাজার ৬৪৯ ইউনিট। অথচ, গত বছরের অক্টোবরে এই পরিমাণ ছিল ১ লক্ষ ৮৫ হাজার ৪০০ ইউনিট। যদিও, ছোট পণ্যবাহী গাড়ির বিক্রি বেড়েছিল ২২.২২ শতাংশ। অর্থাৎ, গত বছরের অক্টোবরের ৮২ হাজার ৪১৩ ইউনিট থেকে বেড়ে হয়েছিল ১ লক্ষ ৭২৫ ইউনিট।
সোমবার গাড়ির বিক্রি ঊর্দ্ধমুখী প্রবণতার চিত্র প্রকাশ করে সিয়াম বলেছে, ‘মন্দা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে গাড়ি শিল্প’। এদিন সিয়ামের প্রেসিডেন্ট রাজন ওয়াধেরা বলেছেন, ‘গত বছরের তুলনায় এ বছরের উৎসবের মরশুমে গাড়ি বিক্রির এই বৃদ্ধি ভালো লক্ষণ। আশাকরি এই প্রবণতা নভেম্বর ও ডিসেম্বরেও চলবে এবং গ্রাহকদের মধ্যে একটা ইতিবাচক প্রভাব ফেলবে।’ তবে শুধু উৎসবের মরশুম নয়, ঋণের সহজলভ্যতা, কম সুদ এবং গাড়ি সংস্থার নিত্য-নতুন মডেলও বিক্রি বাড়াতে সাহায্য করেছে বলে জানিয়েছেন ওয়াধেরা।
যাত্রীবাহী গাড়ির সার্বিক বিক্রি বাড়লেও ধরনের নিরিখে অক্টোবরেও কমেছে গাড়ি বিক্রি পরিমাণ। ১২.৭৬ শতাংশ কমে ২০১৮ সালের অক্টোবরের তুলনায় গাড়ি বিক্রি হয়েছে ২১ লক্ষ ৭৬ হাজার ১৩৬ ইউনিট। গত বছর এই পরিমাণ ছিল ২৪ লক্ষ ৯৪ হাজার ৩৪৫ ইউনিট।