কর্মপ্রার্থীদের কোনও চুক্তিবদ্ধ কাজে যুক্ত হবার যোগ আছে। ব্যবসা শুরু করা যেতে পারে। বিবাহের যোগাযোগ ... বিশদ
সম্প্রতি সেই অনুষ্ঠানেরই সূত্রপাত হয়ে গেল জিডি বিড়লা সভাঘরে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের প্রাণপুরুষ তথা প্রতিষ্ঠাতা গৌরচন্দ্র সাহার জন্মদিবস পালনের মধ্য দিয়ে। এদিন যে সমস্ত মাননীয় জ্যোতিষ্ককে শ্যামসুন্দর সম্বর্ধনা দিয়েছে, তাঁরা হলেন:- সৌমিত্র চট্টোপাধ্যায় (সিনেমা), রুদ্রপ্রসাদ সেনগুপ্ত (থিয়েটার), বুদ্ধদেব গুহ (সাহিত্য), সাবিত্রী চট্টোপাধ্যায় (সিনেমা), পবিত্র সরকার (শিক্ষা), আরতি মুখোপাধ্যায় (সঙ্গীতশিল্পী), যোগেন চৌধুরি (আর্ট), থাঙ্কুমনি কুট্টি (নৃত্য), জয়দীপ মুখোপাধ্যায় (খেলা), কিশোর ভিমানি (সাংবাদিক), গৌতম ঘোষ (সিনেমা) এবং জয় গোস্বামী (কবিতা)।
শুক্লা কোলে এবং তাঁর ট্রুপের নাচ দিয়ে অনুষ্ঠানটিরসূত্রপাত। এরপর প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন গার্গী ঘোষ। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দজী মহারাজ। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই ধরনের ব্যক্তিত্বদের সম্বর্ধনা দিতে পেরে তিনি খুশি। এদিনের এই সম্বর্ধনা অনুষ্ঠানটির সমাপ্তি হয় বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রভাতী মুখোপাধ্যায়ের সুরের মুর্ছনায়।
সংস্থার অপর কর্ণধার অর্পিতা সাহা বলেন, এই রকম কিংবদন্তী ব্যক্তিত্বদের সংস্থার প্রতিষ্ঠাতা গৌরচন্দ্র ঘোষের জন্মদিবসে সম্মাণ জানাতে পেরে আমরা গর্বিত। তিনি আরও বলেন ‘সেলিব্রেটিং ডায়মন্ড’ বছরভর চলবে। চলবে নতুন জ্যেতিষ্কদের সন্ধানও।