Bartaman Patrika
খেলা
 

ক্যাচ ফেলে ক্যারিবিয়ানদের ম্যাচ ‘উপহার’ ভারতের 

ভারত ১৭০/৭  ওয়েস্ট ইন্ডিজ ১৭৩/২

তিরুবনন্তপুরম, ৮ ডিসেম্বর: ক্যাচ ফেলে ম্যাচ হারল ভারত। পঞ্চম ওভারে ভুবনেশ্বর কুমারের দ্বিতীয় ডেলিভারিতে লেন্ডল সিমন্সের (৬) সহজ ক্যাচটি ধরতে ব্যর্থ হন ওয়াশিংটন সুন্দর। গত ম্যাচেও দু’টি ক্যাচ গলিয়েছিলেন তিনি। ভুবির চতুর্থ বলে এভিন লুইস (১৬) কট বিহাইন্ড হয়ে মাঠ ছাড়লে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। কিন্তু উইকেটরক্ষক ঋষভ পন্থ চেষ্টা করেও ক্যাচটি তালুবন্দি করতে পারেননি। তার ফলে যা হওয়ার তাই হল। দ্বিতীয় টি-২০ ম্যাচে ৮ উইকেটে জিতে সহজেই সিরিজে সমতা (১-১) ফেরাল ওয়েস্ট ইন্ডিজ।
জীবন পাওয়ার পর আর পিছন ফিরে তাকাননি দুই ক্যারিবিয়ান ওপেনার লুইস ও সিমন্স। তাঁরা ৭৩ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে পালটা চাপে ফেলে দেন। শেষ পর্যন্ত ৪০ রানে সুন্দরের বলে আউট হন লুইস। তবে দুরন্ত ফর্মে থাকা হেটমায়ার নেমেই চালিয়ে খেলা শুরু করেন। জাদেজার বলে পর পর দু’টি ছক্কা হাঁকিয়ে তিনি ২৩ রানে আউট হন। বাউন্ডারি লাইনের ধারে হেটমায়ারের দুরন্ত ক্যাচ ধরেন কোহলি।
দিনের নায়ক সিমন্স। গত ম্যাচের ব্যর্থতা কাটিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তিনি। ৪৫ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন ক্যারিবিয়ান ওপেনারটি। চারটি করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারিও হাঁকিয়েছেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দেন পুরান। মাত্র ১৮ বলে ৩৮ রান যোগ করেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল দু’শোর উপর। জয়ের জন্য ১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। দু’টি ম্যাচেই ব্যর্থ ভারতীয় বোলাররা। এই বোলিং নিয়ে টি-২০ বিশ্বকাপ জেতার স্বপ্ন না দেখাই ভালো ‘টিম ইন্ডিয়া’র।
হতাশার দিনে উজ্জ্বল ভারতীয় ক্রিকেটের নতুন সূর্য শিবম দুবে। গত ম্যাচে মাত্র এক ওভার বল করার সুযোগ পেয়েছিলেন। ব্যাট করতে পাননি। তারকাদের ভিড়ে শিবমের মতো তরুণ ক্রিকেটারকে দূরবীন দিয়ে খুঁজতে হয়েছিল হায়দরাবাদে। কিন্তু রবিবার কেরলে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় টিম ম্যানেজমেন্টের একটা সিদ্ধান্তই বদলে দিল শিবমের ক্রিকেট জীবন। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে বল হাতে তিনি কঠিন সময়ে উইকেট তুলে নিয়ে দলের জয় প্রশস্ত করেছিলেন। আর এদিন, তিন নম্বরে নেমে শিবম আন্তর্জাতিক টি-২০’তে প্রথম অর্ধশতরান পূর্ণ করেন।
গত ম্যাচে দারুণ ব্যাট করেছিলেন লোকেশ রাহুল। এদিন ১১ রানে তিনি আউট হয়ে যান। সাধারণত তিন নম্বরে ব্যাট করেন কিং কোহলি। গত ম্যাচে ৫০ বলে ৯৪ রানে অপরাজিত থেকে তিনি দলকে জেতানো সত্ত্বেও এদিন তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয় শিবম দুবেকে। যাঁর মধ্যে অনেকেই যুবরাজ সিংকে খোঁজার চেষ্টা করেন। সুযোগটা দারুণ কাজে লাগালেন মুম্বইয়ের ২৬ বছরের অলরাউন্ডারটি। শুরুতে কিছুটা জড়তা থাকলেও ছন্দে ফিরতে খুব বেশি সময় নেননি শিবম। নবম ওভারে তিনি রীতিমতো কাঁদিয়ে ছাড়েন ক্যারিবিয়ান ক্যাপ্টেন কিয়েরন পোলার্ডকে। ওই ওভারে ভারত মোট ২৬ রান তোলে। তার মধ্যে তিনটি বিশাল ছক্কা হাঁকান শিবম। ১৮ বলে ২৪ রান থেকে এক ধাক্কায় তিনি ২৪ বলে ৪৭ রানে পৌঁছে যান। তাঁর এই ধুন্ধুমার ব্যাটিং কোহলির মুখে হাসি ফুটিয়েছে। ৩০ বলে তিনটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪ রান করে আউট হন শিবম।
শুরুটা ভালো করেও ১৫ রানে হোল্ডারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ‘হিটম্যান’ রহিত শর্মা। ক্যাপ্টেন বিরাট কোহলি ১৯ রানে কেসরিক উইলিয়ামসের বলে সিমন্সের হাতে ধরা পড়তেই মুহূর্তের জন্য গ্যালারিতে স্বজন হারানোর শোকের ছায়া নেমে আসে। গত ম্যাচে এই উইলিয়ামসের ডেলিভারিতে ছক্কা হাঁকানোর পর বিরাটের ‘নোটবুক সেলিব্রেশন’ নজর কেড়েছিল ক্রিকেট দুনিয়ার। ক্যারিবিয়ান বোলারটি যেন তার বদলা নিলেন। তবে এদিন তিনি বাড়তি কোনও উচ্ছ্বাস দেখাননি তিনি।
ঋষভ পন্থ চওড়া ব্যাটেই জবাব দিলেন সমালোচকদের। চাপের মুখে ২২ বলে ৩৩ রানে অপরাজিত ইনিংস খেলে দলের রান ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন তিনি। তবে ক্যারিবিয়ান বোলারদের প্রশংসা করতেই হবে। দ্রুত তারা ম্যাচে ফিরে আসে। ভারতকে ১৭০/৭ রানেই আটকে রাখতে সক্ষম হয়। শ্রেয়াস আয়ার (১০) ফের ব্যর্থ। পরের ম্যাচে খেলানো উচিত মণীশ পাণ্ডেকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন উইলিয়ামস ও ওয়ালশ।
 

09th  December, 2019
 দুর্বল ট্রাউকে সহজেই হারানো উচিত ইস্ট বেঙ্গলের

  অভিজিৎ সরকার, কলকাতা: নির্বাসনে ইস্ট বেঙ্গলের ম্যাচ উইনার হাইমে স্যান্টোস কোলাডো। যথার্থ কোচিং লাইসেন্স না থাকার জন্য শনিবার কল্যাণী স্টেডিয়ামে আই লিগের ম্যাচে ট্রাউ এফসি’র ডাগ আউটে বসতে পারবেন না ডগলাস। ট্রাউয়ের হেড কোচ হিসেবে ভারতে আসা ডগলাসের ব্রাজিলের কোচিং লাইসেন্স এআইএফএফ অনুমোদন করেনি।
বিশদ

 ‘মেসি ব্যতিক্রমী, তবে
মারাদোনা অন্য গ্রহের’
কলকাতায় পা রেখে মন্তব্য হার্নান ক্রেসপোর

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বয়স ৪৪। খেলা ছেড়েছেন বছর সাতেক হয়ে গেল। তা সত্ত্বেও শরীরে মেদ নেই এতটুকু। আর্জেন্তিনার ফুটবল এবং ফুটবলারদের খেলা নিয়মিত দেখেন। আর দেখেন স্বপ্ন।
বিশদ

 চোটের কারণে এবার ছিটকে গেলেন ভুবি
নেটে কোহলিদের বল করবেন বুমরাহ

 চেন্নাই, ১৩ ডিসেম্বর: চোট সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়ার। ফিটনস সমস্যার কারণে বেশ কিছুদিন ধরেই ভারতীয় দলের বাইরে রয়েছেন হার্দিক পান্ডিয়া ও যশপ্রীত বুমরাহর মতো তারকা ক্রিকেটাররা। একই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দল থেকে ছিটকে গিয়েছেন ওপেনার শিখর ধাওয়ানও। বিশদ

 সোমবার প্রতিপক্ষ গোকুলাম
ডার্বির আগে জয়ের ধারায় চোখ ভিকুনার

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডার্বির আগে জয়ের ধারা বজায় রাখতে চাইছে মোহন বাগান। সোমবার কল্যাণীতে গোকুলাম এফসি’র বিরুদ্ধে খেলবে কিবু ভিকুনার দল। ডার্বির আগে এটাই শেষ ম্যাচ মোহন বাগানের। এবার ডুরান্ড কাপ ফাইনালে গোকুলামের কাছে হেরেছিল মোহন বাগান।
বিশদ

দীর্ঘমেয়াদে শ্রেয়াসকেই চার নম্বরে চান কুম্বলে 

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে শ্রেয়াস আয়ারকেই চার নম্বর পজিশনে দেখতে চান অনিল কুম্বলে। ভারতের প্রাক্তন তারকার বিশ্বাস, শ্রেয়াসই পারেন ব্যাটিং অর্ডারের দীর্ঘদিনের সমস্যা থেকে দলকে মুক্ত করতে। 
বিশদ

  বিবাহবার্ষিকীতে ট্যুইট রহিতের

 মুম্বই, ১৩ ডিসেম্বর: বিবাহবার্ষিকীতে স্ত্রী রীতিকার উদ্দেশে আবেঘন ট্যুইট করলেন রহিত শর্মা। নিজের সাফল্যের নেপথ্যে স্ত্রীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের ‘হিটম্যান’। বিশদ

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশিত
৭৩টি স্লটের দৌড়ে ৩৩২ জন ক্রিকেটার 

মুম্বই, ১৩ ডিসেম্বর: আসন্ন আইপিএল নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করল বিসিসিআই। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে এ বছর মোট ৩৩২ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে। তালিকায় স্থান পেয়েছেন ১৮৬ জন ভারতীয় ও ১৪৬ জন বিদেশি ক্রিকেটার। 
বিশদ

অবসর ভেঙে ফেরার বার্তা ডোয়েন ব্র্যাভোর 

অ্যান্টিগা, ১৩ ডিসেম্বর: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে বিবাদের জেরে আচমকা অবসর ঘোষণা করে দেওয়া ডোয়েন ব্র্যাভো আবার মাঠে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। শুক্রবার নিজেই সে কথা জানিয়েছেন তারকা অলরাউন্ডারটি। তাঁকে স্বাগত জানিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেট কর্তারাও।  
বিশদ

নক-আউটে ম্যান ইউ, আর্সেনাল 

লন্ডন, ১৩ ডিসেম্বর: গ্রুপের শেষ ম্যাচে আলকমারকে ৪-০ ব্যবধানে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে জোড়া গোল করে জয়ের নায়ক ম্যাসন গ্রিনউড। এছাড়া স্কোরশিটে নাম উঠেছে অ্যাশলে ইয়ং ও হুয়ান মাতার।
বিশদ

  এগিয়ে গিয়েও ড্র জামশেদপুরের

 কোচি, ১৩ ডিসেম্বর: শুক্রবার আইএসএলের অ্যাওয়ে ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে দু’গোলে এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করল জামশেদপুর এফসি। এদিন কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জামশেদপুরকে এগিয়ে দেন পিটি। বিশদ

  আজ গোয়ার মুখোমুখি এটিকে

 মারগাও, ১৩ ডিসেম্বর: রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামসের জুটিতে এটিকে এবার আইএসএলে এখনও পর্যন্ত ৭ ম্যাচে ১৫ গোল করেছে। খুব ভালো ফর্মে রয়েছেন এই জুটি। শনিবার ফাতোরদার নেহরু স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে আন্তনিও হাবাসের দল।
বিশদ

আবারও হার পিভি সিন্ধুর 

গুয়াংঝাউ, ১২ ডিসেম্বর: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পিভি সিন্ধুর। বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের দ্বিতীয় ম্যাচেও হারের স্বাদ পেলেন তিনি। বৃহস্পতিবার চীনের চেন য়ু ফেইয়ের কাছে সিন্ধু হারেন ২২-২০, ১৬-২১, ১২-২১ ফলে। উল্লেখ্য, বুধবার তিনি হেরেছিলেন জাপানের আকানে ইয়ামাগুচির কাছে।  
বিশদ

13th  December, 2019
এবার ‘মিশন’ ওয়ান ডে সিরিজ
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকে পড়লেন কোহলি 

দুবাই, ১২ ডিসেম্বর: আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকে পড়লেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন ভারত অধিনায়ক। তারই প্রতিফলন ঘটল আইসিসি’র সদ্য প্রকাশিত টি-২০ র‌্যাঙ্কিংয়ে। পাঁচ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় দশ নম্বরে রয়েছেন তিনি। 
বিশদ

13th  December, 2019
বড়দিনের উৎসবের আবহে মহারাজ
বিরাটদের ব্যাটিংয়ের প্রশংসায় সৌরভ-শাস্ত্রী 

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর: তৃতীয় টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬৭ রানে দুরমুশ করে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ‘টিম ইন্ডিয়া’। দুরন্ত ব্যাটিং উপহার দিয়েছেন রহিত শর্মা (৭১), লোকেশ রাহুল (৯১) ও বিরাট কোহলি (অপরাজিত ৭০)। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের ভয়ডরহীন ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। 
বিশদ

13th  December, 2019

Pages: 12345

একনজরে
সংবাদদাতা, মাথাভাঙা: শুক্রবার মাথাভাঙা-১ ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের গেন্দুগুড়িতে ১০০ দিনের কাজে মাটির রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এদিন শ্রমিকরা প্রায় এককিমি রাস্তার কাজ শুরু করেন।  ...

পানাজি, ১৩ ডিসেম্বর (পিটিআই): গোয়ায় বসবাসকারী পর্তুগিজ পাসপোর্টধারীদের উপর নাগরিকত্ব সংশোধনী আইনের কোনও প্রভাব পড়বে না। শুক্রবার গোয়ার এনআরআই কমিশনের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।  ...

সুজিত ভৌমিক, কলকাতা: নতুন বছরের গোড়াতেই দুটি নতুন থানা পেতে চলেছেন কলকাতাবাসী। এগুলি হল, কালীতলা ও গল্ফগ্রিন। কলকাতা পুলিস ইতিমধ্যেই এব্যাপারে স্বরাষ্ট্র দপ্তরের ছাড়পত্র পেয়ে গিয়েছে। এখন চালু করার জন্য সবুজ সঙ্কেতের অপেক্ষায় লালবাজার। কলকাতা পুলিস সূত্রেই এই খবর জানা ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডেঙ্গু মোকাবিলায় রাজ্য সরকার শুধুমাত্র ২০১৯ সালেই ৪৫০ কোটি টাকা খরচ করেছে। শহর ও গ্রামাঞ্চলে এর মোকাবিলায় বিশেষজ্ঞ নিয়োগ করা থেকে পরিকাঠামোগত ব্যাপক পরিবর্তন ঘটানো হয়েছে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের অধিক পরিশ্রম করতে হবে। অন্যথায় পরীক্ষার ফল ভালো হবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯২৪: অভিনেতা ও পরিচালক রাজ কাপুরের জন্ম
১৯৩১: কুমিল্লায় বিপ্লবী শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরি ম্যাজিস্ট্রেট স্টিভেনসকে হত্যা করেন
১৯৩৪: পরিচালক শ্যাম বেনেগালের জন্ম
১৯৫৩: ভারতীয় টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজের জন্ম
১৯৫৭: হাওড়া এবং ব্যান্ডেলের মধ্যে প্রথম চালু হল বৈদ্যুতিক ট্রেন 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৮০ টাকা ৭১.৪৯ টাকা
পাউন্ড ৯৩.৪৩ টাকা ৯৬.৮০ টাকা
ইউরো ৭৭.৪৪ টাকা ৮০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,২৮৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৩২৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬,৮৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৭ অগ্রহায়ণ ১৪২৬, ১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, দ্বিতীয়া ৬/২৯ দিবা ৮/৪৭। পুনর্বসু ৫৭/৮ শেষরাত্রি ৫/৩। সূ উ ৬/১১/৫৯, অ ৪/৪৯/৫৩, অমৃতযোগ দিবা ৬/৫৪ মধ্যে পুনঃ ৭/৩৬ গতে ৯/৪৪ মধ্যে পুনঃ ১১/৫২ গতে ২/৪২ মধ্যে পুনঃ ৩/২৫ গতে অস্তাবধি। রাত্রি ১২/৫১ গতে ২/৩৮ মধ্যে, বারবেলা ৭/৩২ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩৮ মধ্যে, কালরাত্রি ৬/৩০ মধ্যে পুনঃ ৪/৩২ গতে উদয়াবধি। 
২৭ অগ্রহায়ণ ১৪২৬, ১৪ ডিসেম্বর ২০১৯, শনিবার, দ্বিতীয়া ৮/৪৯/১৯ দিবা ৯/৪৫/২৯। আর্দ্রা ২/৫১/২২ দিবা ৭/২২/১৮, সূ উ ৬/১৩/৪৫, অ ৪/৫০/১০, অমৃতযোগ দিবা ৭/৩ মধ্যে ও ৭/৪৫ গতে ৯/৫২ মধ্যে ও ১২/২ গতে ২/৪৯ মধ্যে ও ৩/৩১ গতে ৪/৫০ মধ্যে এবং রাত্রি ১২/৫৯ গতে ২/৪৬ মধ্যে, কালবেলা ৭/৩৩/১৮ মধ্যে ও ৩/৩০/৩৭ গতে ৪/৫০/১০ মধ্যে, কালরাত্রি ৬/৩০/৩৭ মধ্যে ও ৪/৩৩/১৮ গতে ৬/১৪/২৯ মধ্যে। 
১৬ রবিয়স সানি  

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল হবে। বৃষ: ব্যবসায় যুক্ত হলে মন্দ হবে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯২৪: অভিনেতা ও পরিচালক রাজ কাপুরের জন্ম১৯৩১: কুমিল্লায় বিপ্লবী শান্তি ...বিশদ

07:03:20 PM

আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তপ্ত রাজ্যের একাধিক জেলা। তার মধ্যেই ...বিশদ

06:19:00 PM

বাতিল কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস 
আজিমগঞ্জ ফারাক্কা এলাকায় আইন শৃঙ্খলার অবনতির জেরে রাধিকাপুর থেকে কলকাতাগামী ...বিশদ

06:16:33 PM

মালদহের সুজাপুর, কালিয়াচক সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে অবরোধ 

06:16:17 PM

বাতিল ১৩১৪২ তিস্তা-তোর্সা এক্সপ্রেস 
বাতিল করা হল নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ ১৩১৪২ তিস্তা-তোর্সা এক্সপ্রেস। রানিনগর (জলপাইগুড়ি) ...বিশদ

06:12:50 PM