কর্মরতদের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা ও ব্যবহারে সংযত থাকা দরকার। ... বিশদ
দলের ভারতীয় কোর গ্রুপ ধরে রাখলেও বিদেশি রিক্রুটে বড় ধরনের বদল করেছে এটিকে। ছ’জন বিদেশির মধ্যে চারজনই নতুন। গতবার যোগ্য স্ট্রাইকারের অভাবে এটিকে অনেক ম্যাচই জিততে পারেনি। এবার হাবাস কোচ হওয়ার পর এই ব্যাপারে বিশেষ জোর দেওয়া হয়। অস্ট্রেলিয়া লিগের দুই সফল স্ট্রাইকার রয় কৃষ্ণ ও ডেভিড উইলিয়ামসকে নেওয়া হয়েছে। এবার আইএসএলে এটিকে কীরকম খেলবে তা অনেকাংশে নির্ভর করছে এই দু’জনের উপর। রয় কৃষ্ণর পূর্বপুরুষরা এক সময়ে ভারতে থাকতেন। তারপর তাঁরা পাড়ি দেন ফিজিতে। মাঝমাঠে আছেন এডু গার্সিয়ার মতো পরিচিত তারকা। রক্ষণে বিএফসি’র প্রাক্তন স্টপার জন জনসনই ভরসা। তবে তিনি এখন অনেক শ্লথ। হাবাসের প্রশিক্ষণে জনসন কি পুরানো ফর্মে ফিরতে পারবেন? সংশয় রয়েছে তথ্যাভিজ্ঞমহলের।
কোচ হাবাস অবশ্য বলেছেন, ‘জনসনকে আগে আমি পাইনি। গতি কমলেও ওর অভিজ্ঞতা আছে। আশা করি, ভালোই সার্ভিস দেবে।’ জনসন ছাড়াও এটিকে দলে আছেন প্রীতম কোটাল আর আনাসের মতো ডিফেন্ডার। মাঝমাঠে ব্লকারের ভূমিকায় প্রণয় হালদার। হাঁটুর চোট কাটিয়ে প্রণয় এখন ফিট। এটিকে’র হয়ে ভালো খেলে জাতীয় দলে ডাক পাওয়াটাই যে তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। দু’বছর আগে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দেশের হয়ে খেলা দুই ফুটবলার গোলরক্ষক ধীরাজ সিং ও কমল থাটাল আছেন এটিকেতে। তবে কমলকে জবি জাস্টিনের মতোই পরিবর্ত হিসেবে ভাবছেন কোচ। এটিকে দলের সহকারী কোচ সঞ্জয় সেন জানালেন, ‘কোচির বিরুদ্ধে প্রথম একাদশ গড়তে আমরা অভিজ্ঞতাকেই বেশি গুরুত্ব দিচ্ছি। যে কোনও প্রতিযোগিতার প্রথম ম্যাচ জেতা জরুরি। তবে এটি অ্যাওয়ে ম্যাচ। তাই এক পয়েন্ট পেলেও তা খারাপ ফল হবে না।’
কেরল ব্লাস্টার্সের দলটি প্রথম ম্যাচ খেলতে নামার আগে জোরকদমে অনুশীলন করেছে। সন্দেশ ঝিংগান ছিলেন কেরল রক্ষণের বড় ভরসা। লিগামেন্টের চোটের জন্য তিনি এবারের আইএসএল থেকে ছিটকে গিয়েছেন। সন্দেশ না থাকার সুবিধা কি রয় কৃষ্ণরা নিতে পারবেন? গোলের জন্য তাকিয়ে থাকবে আইএসএলের পরিচিত মুখ রাফায়েলের দিকে।
খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়। স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচার।