কর্মরতদের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা ও ব্যবহারে সংযত থাকা দরকার। ... বিশদ
মেরি কমের বিরুদ্ধে ট্রায়াল বাউটের দাবি জানিয়ে গত দু’দিনে খবরের শিরোনামে উঠে এসেছেন নিখাত জারিন। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ এনে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠি লিখেছিলেন এই তরুণী মহিলা বক্সার। জারিনের চিঠির বিষয়বস্তু ছিল যে, গত আগস্টে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের দলে ঢোকার জন্য ট্রায়াল দিতে দিল্লিতে গিয়েছিলেন। কিন্তু ফেডারেশন তাঁকে ট্রায়াল দিতে দেয়নি। বিনা ট্রায়ালেই জারিনকে জানিয়ে দেওয়া হয় যে, এই টুর্নামেন্টের জন্য ফেডারেশন মেরি কমের নামই মনোনীত করেছে। সেবার মেনে নিলেও ২০২০ টোকিও ওলিম্পিকসের ট্রায়ালে মেরিকে তাঁর বিরুদ্ধে রিংয়ে নামার জন্য দাবি জানিয়েছেন জারিন। নিখাতের পাশে দাঁড়ান দেশের একমাত্র ওলিম্পিক সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা।
আর তাতেই বেজায় ক্ষেপে যান মেরি। তিনি একটি বেসরকারি চ্যানেলে বলেন, ‘এসব শুনে আমি সত্যিই চমকে গিয়েছি। আমার আটটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক রয়েছে। এর মধ্যে ছয়টি সোনা। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া ঠিক করুক তারা কাকে চায়। কে এই নিখাত জারিন! আমি ওকে চিনি না। মেয়েটা এভাবে কান্নাকাটি করছে কেন? ও লবি করে ভারতীয় দলে জায়গা পাবে না।’