কর্মরতদের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা ও ব্যবহারে সংযত থাকা দরকার। ... বিশদ
সার্কিটে আনোয়ার আলি জুনিয়র হিসাবেই পরিচিত। ২০১৬ সালে মিনার্ভা এফসি’র আকাদেমি থেকেই উঠে আসেন আনোয়ার আলি। ডাক পান অনূর্ধ্ব-১৭ দলের শিবিরে। পর্তুগালের কোচ ম্যাটোসের কোচিংয়ে আনোয়ার দিল্লিতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে জাতীয় দলের হয়ে নিয়মিত খেলেন। জুনিয়র বিশ্বকাপের পর তিনি সই করেছিলেন মুম্বই সিটি এফসি’তে। গত মরশুমে তিনি ছিলেন অ্যারোজ দলে। স্টিভন কনস্ট্যানটাইনের আমলেই সিনিয়র দলের হয়ে খেলেন এই লড়াকু স্টপারটি। সন্দেশ ঝিংগান চোট পাওয়ার পর প্রাক বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলির জন্য শক্তপোক্ত চেহারার আনোয়ারের দিকে তাকিয়ে ছিলেন স্টিম্যাচ। হঠাৎ আনোয়ারের ফুটবল কেরিয়ার নিয়ে প্রশ্ন ওঠায় তাঁর পরিকল্পনা জোর ধাক্কা খাবে। অবসর ভেঙে ফিরলেও আনাস ছন্দে নেই। স্টপারে আদিল খানের সঙ্গী নিয়ে সত্যিই সমস্যায় ভারতীয় দলের ক্রোয়েশিয়ান কোচ।
উল্লেখ্য, প্রায় দশ বছর সর্বভারতীয় সার্কিটে খেলার পর ২০০৫ সালে দীপেন্দু বিশ্বাসের হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়েছিল মাহিন্দ্রার মেডিক্যালের টিমের পরীক্ষায়। অ্যাথলেটিক হার্টের জন্য মুম্বইয়ের দলটি রিলিজ করে দিলেও চিকিৎসার পর পরের বছরই মোহন বাগান তাঁকে নিয়েছিল। ওই ঘটনার পরেও তিনি দুই প্রধানে নিয়মিত খেলেছেন। রয়েছে ডার্বিতে গোলও। হৃদযন্ত্রের জন্মগত ত্রুটি থাকার পরও আন্তর্জাতিক মঞ্চে সফলতম ফুটবলারটির নাম নাইজেরিয়ার কানু। ফুটবলপ্রেমীদের আশা, কানুর মতোই ফিরে আসুন আনোয়ার।