কর্মরতদের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা ও ব্যবহারে সংযত থাকা দরকার। ... বিশদ
সীমিত ওভারের ক্রিকেটে রহিত শর্মার রেকর্ড দারুণ উজ্জ্বল হলেও টেস্টে এতদিন খুব একটা সাফল্য পাচ্ছিলেন না তিনি। কিন্তু ছবিটা বদলে গিয়েছে প্রোটিয়াদের বিরুদ্ধে চলতি সিরিজে। ইনিংস শুরু করতে নেমে রাঁচি টেস্টেও সেঞ্চুরি হাঁকালেন মুম্বইয়ের ডানহাতি ব্যাটসম্যানটি। প্রথম দিনের শেষে ১১৭ রানে অপরাজিত রয়েছেন রহিত। সিরিজের তৃতীয় শতরান করার পথে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং দর্শকদের মন ভরিয়ে দিয়েছে। ‘নতুন’ রহিতকে দেখে দারুণ মুগ্ধ বিক্রম রাঠোরও। সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, ‘এই সিরিজে অসাধারণ ব্যাটিং নৈপূণ্য দেখিয়েছে রহিত। ওর দক্ষতা নিয়ে কোনও দিনই কারও মনে সংশয় ছিল না। ও সত্যিই একজন অসাধারণ ব্যাটসম্যান। এতদিন সীমিত ওভারের ক্রিকেটে তাকে আমরা ঝড় তুলতে দেখেছি। এবার টেস্টেও নিজের যোগ্যতার প্রমাণ রাখল। এর জন্য টেকনিকে কোনও রকম পরিবর্তন ঘটাতে হয়নি। শুধু দরকার ছিল গেমপ্ল্যান ও মানসিকতায় সামান্য অদলবদল আনা। প্রোটিয়াদের বিরুদ্ধে সেই সূক্ষ্ম অ্যাডজাস্টমেন্টটা নিপুন ভাবে করেছে রহিত। টেস্টে সেটাই ওর সাফল্যের রহস্য।’ রাঠোর সেই সঙ্গে বলেন, ‘আমার বিশ্বাস, টেস্ট ক্রিকেটে এটাই হবে রহিতের কেরিয়ারের টার্নিং পয়েন্ট। শুধু দেশের মাটিতে নয়, বিদেশেও এবার দীর্ঘতম ফরম্যাটে আলো ছড়াবে ওর ব্যাট।’
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেখান থেকে অজিঙ্কা রাহানের সঙ্গে জুটি বেঁধে দলকে টেনে তোলেন রহিত শর্মা। এই প্রসঙ্গে ব্যাটিং কোচ রাঠোর বলেন, ‘সকালের সতেজ উইকেটে দক্ষিণ আফ্রিকার বোলাররা খুবই ভালো বল করছিল। দ্রুত তিন উইকেট পড়ে যাওয়ায় খানিকটা চাপে পড়ে গিয়েছিলাম আমরা। তবে রহিত ও রাহানে জুটি সেই ঝটকা সামলে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছে। আশা করি, আমাদের ইনিংসকে আরও অনেক দূর টেনে নিয়ে যাবে ওরা।’ রহিতের পাশাপাশি ৮৩ রানে অপরাজিত থাকা রাহানেরও ভূয়সী প্রশংসা করেছেন বিক্রম রাঠোর।