কর্মরতদের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা ও ব্যবহারে সংযত থাকা দরকার। ... বিশদ
এদিকে, কোয়েসের সঙ্গে ক্লাবের চুক্তিতে আছে যে, মাঠ পরিচর্যা আর গ্রাউন্ড স্টাফদের জন্য প্রতি মাসে চার লাখ টাকা সাবেক কর্মকর্তারা পাবেন। কোয়েস থেকে ওই অর্থ ট্রান্সফার হবে ইস্ট বেঙ্গলের ক্লাবের তহবিলে। গত জুন থেকে সেই অর্থ ক্লাব তহবিলে ঢুকছে না। গত সপ্তাহে সুব্রত নাগের সঙ্গে ক্লাবের আলোচনাতেও বিষয়টি ওঠে। তবুও সমস্যা কাটেনি। শোনা যাচ্ছে, এই ইস্যুতে কোয়েসকে দেওয়া চিঠি মিডিয়ার কাছে পাঠিয়ে দেবে ক্লাব। যা বহুচর্চিত ‘গৃহযুদ্ধের’ নতুন এপিসোড হিসাবে চিহ্নিত হতে পারে। এই ব্যাপারে কোয়েস ইস্ট বেঙ্গলের সিইওকে শুক্রবার দুপুরে ‘এসএমএস’ করে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনও উত্তর দেননি। স্বভাবসুলভভাবে ধরেননি ফোনও। এই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি কোয়েসের নতুন মিডিয়া অফিসারও। আলেজান্দ্রোর তত্ত্বাবধানে ইস্ট বেঙ্গল শুক্রবার দু’ঘণ্টা অনুশীলন করল।
সন্তোষ ট্রফি মিজোরামে: সন্তোষ ট্রফির মূলপর্বের খেলা মিজোরামে হবে। বাংলা দলের অনুশীলন ও শিবির নিয়ে কোচ ও ম্যানেজারের সঙ্গে শুক্রবার আলোচনা করেন আইএফএ সচিব। ঠিক হয়, দেড় মাস প্র্যাকটিস করে দল খেলতে যাবে।