Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

শান্তিরামকে জিতিয়ে পুরুলিয়ায় শান্তি প্রতিষ্ঠা করুন: অভিষেক

সুকান্ত মাহাত, পুরুলিয়া: শান্তিরাম মাহাতর হাত ধরেই ২০১১ সালে পুরুলিয়ায় শান্তি ফিরেছিল। সেই শান্তিরামকেই জিতিয়ে আপনারা পুরুলিয়ায় শান্তি সুপ্রতিষ্ঠিত করুন। মঙ্গলবার পুরুলিয়ার বলরামপুরে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীর হয়ে এভাবেই ভোট চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিনের ভিড়ে ঠাসা জনসভায় অভিষেক বলেন, ১৫ বছর আগে বলরামপুরে কী অবস্থা ছিল মনে আছে? সাধারণ মানুষ রাস্তাঘাটে ভয়ে বেরতে পারতেন না। সিপিএম ও তাদের হার্মাদ বাহিনী, সেইসঙ্গে মাওবাদীদের অত্যাচারে অশান্ত হয়ে থাকত এলাকা। যাঁর হাত ধরে পুরুলিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই শান্তিরাম মাহাত এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বিজেপির ছোট বড় ও মাঝারি নেতারা যাঁরা বড় বড় কথা বলেন, তাঁদের জন্মের আগেই শান্তিরাম মাহাত নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, বলরামপুরে ২০১৮ সালে পঞ্চায়েত সমিতির ২০টির মধ্যে ১৭টি আসন পেয়েছিল বিজেপি। তার কারণ সেই সময় সিপিএমের হার্মাদগুলো লাল জামা ছেড়ে গেরুয়া জামা পরেছিল। ওই সময় থেকেই হিংসা এবং খুনের রাজনীতি শুরু হয়। বিজেপির লোকেরা নিজেদের কর্মী ত্রিলোচন মাহাত এবং দুলাল কুমারকে খুন করে এলাকায় অশান্ত করতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হয়নি।
অভিষেক আরও বলেন, সিপিএমের সময়ের কালো দিনগুলি কেউ কেউ ফিরিয়ে আনতে চাইছে। তাদের খেলা শেষ। পুরুলিয়ায় শান্তিরাম মাহাতর জয় কোনও চক্রান্ত করে আর আটকাতে পারবে না। বলরামপুরের বিজেপি বিধায়ক ও পুরুলিয়ার সাংসদ বিজেপির। এই ডবল ইঞ্জিন পুরুলিয়ার জন্য, বলরামপুরের জন্য কী কাজ করেছে তার হিসেব দিতে পারবে না। পুরুলিয়া লোকসভা এলাকায় প্রায় দু’হাজার বুথ রয়েছে। কোনও একটি বুথেও দেখাতে পারবেন না যে, একটিমাত্র বুথেও কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রীকে ডেকে উন্নয়নের কোনও বৈঠক পর্যন্ত করেছেন সাংসদ। প্রধানমন্ত্রী পুরুলিয়ায় এসে বলছেন, আয়ুষ্মান করতে দেননি। আয়ুষ্মান প্রকল্প করতে দিলে পুরুলিয়ায় তার সুবিধা ১০ হাজার মানুষ পেত। আর স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছেন পুরুলিয়া প্রায় ২৫ লক্ষ মানুষ। ২০১৯ সালে বিজেপি কুড়মি ভাইদের দাবির বিষয়ে কথা দিয়েছিল। ওই কাজ এক মিনিটের ছিল। কিন্তু তা ঝুলিয়ে রেখে দিয়েছে। আদিবাসীদেরও বঞ্চিত করেছে। পাশের রাজ্য ঝাড়খণ্ডের আদিবাসী মুখ্যমন্ত্রী মাথা নত করেননি বলে তাঁকে জেলে রেখেছে। বিজেপি সংবিধানকে বদলাতে চাইছে। এতে সবচেয়ে বেশি ক্ষতি হবে এসটি-এসসিদের। চারদিন আগেই প্রধানমন্ত্রী পুরুলিয়ায় সভা করতে এসেছিলেন। কিন্তু পুরুলিয়ার জন্য কী কী কাজ করেছেন, সেই রিপোর্ট কার্ড দিতে পেরেছেন কী? 
তিনি আরও বলেন, বিজেপির কেউ যদি এসে বলে তারা টাকা দিয়েছে, কিন্তু তৃণমূল আটকে রেখেছে। তাহলে ওই বিজেপি নেতাকে গ্রামে বেঁধে রাখবেন। তারপর আমাকে ফোন করবেন। রিপোর্ট কার্ড পাঠাব। বিজেপির ছোট নেতা থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই মিথ্যাবাদী। ওরা কুড়মি ও আদিবাসীদের ঝগড়া লাগিয়ে রাখতে চায়। ৪ জুনের পর কেন্দ্রে প্রগতিশীল ধর্মনিরপেক্ষ সরকার গঠন হবে। সেখানে তৃণমূল কংগ্রেস নির্ণায়ক শক্তি হবে। নতুন সরকারের তিন মাসের মধ্যে রাজ্যের বকেয়া ১ লক্ষ ৬৪ হাজার টাকা নিয়ে আসব আমরা। 

আবাসে টাকা মেলেনি বাড়ি ভেঙে দুর্ভোগ

বাড়ি ভেঙে চরম বিপাকে পড়েছেন রামপুরহাট শহরের হাউজিং ফর অল প্রকল্পের উপভোক্তারা। বৃষ্টিতে ত্রিপল টাঙিয়ে কোনওরকমে ঠাঁই নিয়েছেন তাঁরা।
বিশদ

গেরুয়া বেশ ধারণ করার পরই মাথার ছাদ কেড়েছেন, সৌমিত্রকে তোপ অভিষেকের

‘বিজেপির লোকেরা ৫০০টাকা দিয়ে ভোট কিনতে এলে দু’হাজার টাকা চাইবেন। কিন্তু ভোটটা দেবেন জোড়াফুলে। ওরা আপনাদের ভোট নিয়েও করোনার সময় বিপদের দিনে পাশে দাঁড়ায়নি। হাতের কাজ আর মাথার ছাদ কেড়ে নিয়ে আপনাদের সঙ্গে প্রতারণা করেছে।
বিশদ

মূর্তি নয়, বেলগাছকে ঘিরে মা যশোমতীর পুজোয় মেতে ওঠেন দুই বাংলার বাসিন্দারা

যশোমতী মায়ের পুজোয় বাধা হয়ে দাঁড়ায় না কাঁটাতারের বেড়া। ২০০ বছরের বেশি সময় ধরে হয়ে আসছে এই পুজো। ভারতীয় ভূখণ্ডে কাঁটাতারের ওপারে ভারত-বাংলাদেশের সীমান্তের একদম জিরো পয়েন্টে একটি বেলগাছের গোড়ায় ওই পুজো হয়, পুজো হয় ঘটে।
বিশদ

অভিজিৎ সেন্সর হতেই খড়্গহস্ত দেবাংশু, ‘মুখ খুললে যেন নর্দমা’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুকথা বলায় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করল নির্বাচন কমিশন। ২৪ঘণ্টা প্রচার কর্মসূচিতে অংশ নিতে পারবেন না বিজেপি প্রার্থী।
বিশদ

‘নায়ক নেহি খলনায়ক হ্যায় তু’ গান গেয়ে ভোট প্রচার জুনের

মঙ্গলবার ভোট প্রচারে সরগরম নারায়ণগড় বিধানসভা এলাকা। এদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত তৃণমূল, বিজেপি, বামফ্রন্টের প্রচার পাল্টা প্রচারে জমে উঠল এলাকা। মঙ্গলবার সকালে নারায়ণগড়ের বেলদাতে রোড শো করে তৃণমূল। 
বিশদ

শীঘ্রই মেয়াদ শেষ অস্থায়ী উপাচার্যের বিশ্বভারতীতে উপাচার্য নিয়ে ফের জল্পনা শুরু

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিকের কর্মসমিতির সদস্য পদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৫ মে। সরকারিভাবে সেই পদের মেয়াদ শেষ হলে একইভাবে উপাচার্যের পদের মেয়াদও শেষ হওয়ার কথা।
বিশদ

আবাস বঞ্চনার জবাব ইভিএমে দিতে চায় পশ্চিম মেদিনীপুর

ভাদুতলা থেকে লালগড় যাওয়ার রাস্তা ধরে কিছুটা গেলেই রাস্তার ডানদিকে জঙ্গলঘেরা বেতকুন্দরি গ্রাম। সেই গ্রামেরই গৃহবধূ তনি সিং। শ্বশুর রাজমিস্ত্রির কাজ করেন। অথচ নিজেদেরই থাকার এক চিলতে পাকাঘর নেই। আবাস যোজনার তালিকায় নাম আছে।
বিশদ

উত্তমের ‘উত্তম’ জমি পটাশপুর লিডের প্রত্যাশায় তৃণমূল

পটাশপুরের বিধায়ক হয়ে এখন জেলার হর্তাকর্তা, পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি। এবার দিল্লিযাত্রার লক্ষ্যে লড়াইয়ের ময়দানে উত্তম বারিক। ঘরের ছেলের লক্ষ্যপূরণে পটাশপুর কতটা সাথ দেবে, তা নিয়ে অঙ্ক কষতে শুরু করেছে জেলার রাজনৈতিক মহল। 
বিশদ

ভগবানগোলা উপনির্বাচনে জয় নিশ্চিত, দাবি তৃণমূলের

ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল। গত বিধানসভা নির্বাচনে এক লক্ষের বেশি মার্জিনে জয়লাভ করেছিলেন তৃণমূলের ইদ্রিশ আলি। সেই মার্জিন ধরে রাখতে না পারলেও এবার জয় নিয়ে কোনও সংশয় নেই বলেই দাবি তৃণমূল প্রার্থীর।
বিশদ

কারাবন্দি নজরুলের সেলটি সংরক্ষণ করার দাবি তুললেন বহরমপুরবাসীরা

বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের সঙ্গে মুর্শিদাবাদের সম্পর্ক অত্যন্ত গভীর। বহরমপুর ডিস্ট্রিক্ট জেলে বন্দি হিসেবে ঠাঁই পেয়েছিলেন কবি। প্রায় ছ’মাস তিনি এখানে কারাবন্দি ছিলেন। বহরমপুর জেলে বসে বেশ কয়েকটি কবিতা লিখেছিলেন নজরুল।
বিশদ

অনূর্ধ্ব ১৯ বাংলা ফুটবল দলে নবদ্বীপের দীপঙ্কর, উচ্ছ্বাস

সিআর সেভেন বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হতে চায় নবদ্বীপের দীপঙ্কর দেবনাথ। দশম শ্রেণির ছাত্র দীপঙ্কর এবার অনূর্ধ্ব ১৯ বাংলা দলে সুযোগ পেয়েছে। অল ইন্ডিয়া ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপের ১৮ জনের দলে নদীয়া থেকে একমাত্র খেলোয়াড় সে। খেলে মিডফিল্ডে। 
বিশদ

ডাক্তার, নার্স, গ্রুপ ডি স্টাফ অপ্রতুল নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে

নামমাত্র চিকিৎসক ও কর্মী নিয়ে চলছে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল। প্রতিদিন প্রায় এক হাজার রোগী চিকিৎসার জন্য ভিড় করলেও চিকিৎসক যথেষ্ট সংখ্যায় না থাকায় ক্ষোভ বাড়ছে। নেই অর্থোপেডিক, জেনারেল মেডিসিনের ডাক্তার।
বিশদ

সাধু ইস্যুতে ফের আক্রমণ অধীরের ‘উনি গেরুয়াধারী রাজনীতিক’

কার্তিক মহারাজ গেরুয়াধারী রাজনীতিক। সাধু ইস্যুতে ফের সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মঙ্গলবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে অধীরবাবু বলেন, কার্তিক মহারাজ বিরাট কোনও মহারাজ নন, যে তাঁকে নিয়ে প্রতিদিন আলোচনা করতে হবে।
বিশদ

ডেবরা থেকে এবার দেবকে লিড দিতে শপথ তৃণমূলের

ডেবরায় এবার জয় ফিরিয়ে আনতে শপথ নিয়েছে তৃণমূল। প্রচারে জোর দেওয়া হয়েছে। ২০১১, ২০১৬ ও ২০২১ –এর বিধানসভা নির্বাচনে শাসকদলকে বিধায়ক দিয়েছে ডেবরা। ২০১৪ সালের লোকসভা ভোটেও এখানে তৃণমূল বড় ব্যবধানে লিড পায়।
বিশদ

Pages: 12345

একনজরে
দেড় মাসেরও বেশি সময় ধরে ফুলবাড়ি-১ পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় পথবাতি জ্বলছে না। নিকাশি নালার কাজের জন্য বিদ্যুতের খুঁটি সহ পথবাতি খুলে ফেলা হয়। কিন্তু কাজ শেষের পর খুঁটিগুলি আর বসানো হয়নি। বসেনি পথবাতিও। ...

সিপিএমকে ভোট দিয়ে লাভ কী হবে? সিপিএমের ক্ষমতা নেই বিজেপিকে আটকানো। সিপিএমকে ভোট দিয়ে তৃণমূলের ভোট কাটা গেলে লাভ হবে বিজেপির। সিপিএম এখন বিজেপির পক্ষে ...

গাড়ির বেপরোয়া গতির বলি হতে হল ৩ ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার। আমেরিকার এই ঘটনায় গুরুতর আহত আরও দু’জন। আহত ও নিহতদের প্রত্যেকের বয়স ১৮ বছর। তাঁরা সকলেই আলফারেটা হাইস্কুল ও জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। ...

কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সেই বিশ্বাস কতটা গভীর হলে দেড় হাজার কিলোমিটারের বেশি পথ হাঁটা যায়! শিবভক্ত ধনতাজ সাঙ্গালাঙ্ঘি এই বিশ্বাসে ভর ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

সন্তানের দাম্পত্য অশান্তিতে মানসিক চিন্তা। প্রেম-প্রণয়ে বিশ্বাস ভঙ্গ ও মনঃকষ্ট। ব্যবসার অগ্রগতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব জীব বৈচিত্র্য দিবস
১৫৪৫: সম্রাট শেরশাহের মৃত্যু
১৭৭২: রাজা রামমোহন রায়ের জন্ম
১৮০৩: কানেকটিকাটে প্রথম পাবলিক লাইব্রেরি উদ্বোধন
১৮২২: লেখক ও সমাজকর্মী কিশোরীচাঁদ মিত্রর জন্ম
১৮৫৯: গোয়েন্দা শার্লক হোমসের স্রস্টা স্কটিশ সাহিত্যিক আর্থার কোনান ডয়েলের জন্ম
১৮৮৫: ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগোর মৃত্যু
১৮৯৭: টেমস নদীর তলদেশে ব্লাক ওয়াল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়
১৯৪০: ক্রিকেটার এরাপল্লি প্রসন্নর জন্ম
১৯৪৬: আইরিশ ফুটবলার জর্জ বেস্টের জন্ম
১৯৫০: কিংবদন্তি বাঙালি মঞ্চাভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তর জন্ম
১৯৭২: সিলোনের নাম শ্রীলঙ্কা রাখা হয়
২০০৪: ১৭তম প্রধানমন্ত্রী হিসাবে ডঃ মনমোহন সিংয়ের শপথ গ্রহণ



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৪৯ টাকা ৮৪.২৩ টাকা
পাউন্ড ১০৪.১৮ টাকা ১০৭.৬৫ টাকা
ইউরো ৮৮.৯২ টাকা ৯২.০৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৪,৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৫,১০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭১,৪০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯৩,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯৩,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৮ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, বুধবার, ২২ মে, ২০২৪। চতুর্দশী ৩৪/৩৫ রাত্রি ৬/৪৮। স্বাতী নক্ষত্র ৭/৩ দিবা ৭/৪৭। সূর্যোদয় ৪/৫৭/৪৬, সূর্যাস্ত ৬/৮/৪৭। অমৃতযোগ দিবা ৭/৩৫ গতে ১১/৭ মধ্যে পুনঃ ১/৪৫ গতে ৫/১৬ মধ্যে। রাত্রি ৯/৪৫ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ১/২১ মধ্যে। বারবেলা ৮/১৬ গতে ৯/৫৪ মধ্যে পুনঃ ১১/৩৩ গতে ১/১২ মধ্যে। কালরাত্রি ২/১৫ গতে ৩/৩৭ মধ্যে। 
৮ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, বুধবার, ২২ মে, ২০২৪। চতুর্দশী সন্ধ্যা ৬/৪। স্বাতী নক্ষত্র দিবা ৭/২৪। সূর্যোদয় ৪/৫৭, সূর্যাস্ত ৬/১১। অমৃতযোগ দিবা ৭/৩৫ গতে ১১/১০ মধ্যে ও ১/৫০ গতে ৫/২৬ মধ্যে এবং রাত্রি ৯/৫০ মধ্যে ও ১১/৫৮ গতে ১/২৪ মধ্যে। কালবেলা ৮/১৫ গতে ৯/৫৫ মধ্যে ও ১১/৩৪ গতে ১/১৩ মধ্যে। কালরাত্রি ২/১৫ গতে ৩/৩৬ মধ্যে। 
১৩ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়ে ম্যাচ জিতল রাজস্থান

11:38:44 PM

আইপিএল: ২৬ রানে আউট হেটমায়ার, রাজস্থান ১৬০/৬ (১৮ ওভার), টার্গেট ১৭৩

11:32:50 PM

আইপিএল: রাজস্থান ১২৬/৪ (১৫ ওভার), টার্গেট ১৭৩

11:03:45 PM

আইপিএল: ৮ রানে আউট জুরেল, রাজস্থান ১১২/৪ (১৩.১ ওভার), টার্গেট ১৭৩

10:59:05 PM

আইপিএল: ১৭ রানে আউট স্যামসন, রাজস্থান ৮৬/৩ (১০ ওভার), টার্গেট ১৭৩

10:40:08 PM

আইপিএল: ৪৫ রানে আউট জয়সওয়াল, রাজস্থান ৮১/২ (৯.২ ওভার), টার্গেট ১৭৩

10:35:21 PM