Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 
 

এক বিদ্যুৎকর্মীকে মারধরের প্রতিবাদে হলদিয়ার ব্রজলালচকে বিদ্যুৎ দপ্তরে অফিসে বিক্ষোভ। - নিজস্ব চিত্র 

লকডাউনে নজর দিতে না পারায় ঝাড়গ্রামে প্রায় ২০ একর সরকারি জায়গা জবরদখল 

সংবাদদাতা, ঝাড়গ্রাম: লকডাউনে প্রশাসনের নজরদারির অভাবে ঝাড়গ্রাম শহরে সরকারি প্রায় ২০ একর জমি জবরদখল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওই জমিতে বাড়ি-ঘরও তৈরি হয়ে গিয়েছে। অথচ জমির একপ্রান্তে সরকারি বড় নোটিস বোর্ড রয়েছে। সেই নোটিস বোর্ডে স্পষ্ট করে লেখা আছে জেলাশাসকের জারি করা নির্দেশ। তাতে বলা আছে, সরকারি জমিতে কোনওরকম জবরদখল করা যাবে না। জবরদখল করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তা সত্ত্বেও দ্রুত কয়েকশো ঘর ও ছোট ছোট বাড়ি তৈরি করা হয়েছে। অনেকে আবার জায়গা ঘিরে বেড়াও দেওয়া হয়েছে। প্রকাশ্যে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে শহরের বাসিন্দারা প্রশ্ন তুলেছেন। প্রশাসন জানিয়েছে, জবরদখল হয়ে থাকলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানি এ বলেন, সরকারি জমি দখল করা বেআইনি। এরকম হয়ে থাকলে অবৈধ নির্মাণ ভেঙে দখল উচ্ছেদ করা হবে। বিষয়টি আমি পুলিসকে দেখতে বলছি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের ওই জমিতেই ঝাড়গ্রামের নতুন পুরসভার ভবন, সরকারি সাংস্কৃতিক কলাকেন্দ্র, প্রশাসনিক বিভিন্ন দপ্তরের ভবন তৈরি হওয়ার কথা রয়েছে। কিন্তু, জবরদখল হওয়া জমিতে কীভাবে প্রশাসনিক ভবন তৈরি হবে, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে।
ঝাড়গ্রাম শহরের একলব্য সরণীর ধারে বিস্তীর্ণ এই সরকারি জমি রয়েছে। জমির অনেকটা অংশই দখল করে বাড়ি-ঘর তৈরি করা হয়েছে। এরকম চলতে থাকলে জমির বাকি অংশও দ্রুত দখল হয়ে যাবে বলে শহরবাসীর ধারণা। এনিয়ে ভূমিদপ্তরও চিন্তিত। তারাও চাইছে, প্রশাসন এখনই এব্যাপারে ব্যবস্থা নিক। বাসিন্দাদের একাংশের অভিযোগ, ঝাড়গ্রাম জেলা হওয়ার পরে অরণ্যশহরে সক্রিয় হয়ে উঠেছে জমি মাফিয়ারা। জমি-চক্রের লোকজনই দখল করা জমি বিক্রি করে দিচ্ছে। দূর-দূরান্ত থেকে রুজি-রুটির খোঁজে আসা লোকজন টাকার বিনিময়ে ওই জমি কিনে বাড়ি তৈরি করে ফেলছে।
অরণ্যশহরের একলব্য স্কুল ও রামকৃষ্ণ মিশন লাগোয়া রাস্তার ধারে সরকারি ও রায়তি দু’ধরনের জমিই রয়েছে। দখল হচ্ছে মূলত সরকারি জমি। ওই সব জমিতে মাটি ও ইটের বাড়ি তৈরি করে বসবাস শুরু করেছে লোকজন। রাস্তার ধারে চার একর জমিতে সরকারি একলব্য আবাসিক স্কুল রয়েছে। ওই স্কুলটিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দিয়েছেন। ঝাড়গ্রাম জেলা হওয়ার দিন ২০১৭ সালের ৪ এপ্রিল একলব্য স্কুলের পাশে পাঁচ একর জমি সরকারিভাবে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। সেই পাঁচ একর জায়গায় চারদিকে প্রাচীর দিয়ে রামকৃষ্ণ মিশনের প্রার্থনা কক্ষ তৈরি করা হয়েছে। এছাড়াও এখনও ২০ একর সরকারি জমি পড়ে রয়েছে। লকডাউনের সুযোগে সেই ফাঁকা সরকারি জমিতেই গজিয়ে উঠেছে বাড়িঘর। লকডাউনের দু’মাসের মধ্যে ওই সরকারি জায়গায় কয়েকশো মাটির বাড়ি তৈরি হয়ে গিয়েছে।
বাসিন্দাদের অভিযোগ, করোনা আর লকডাউন নিয়ে ব্যস্ত থাকায় প্রশাসন এই দু’মাস অন্য কোনও দিকে নজর দিতে পারেনি। সেই সুযোগকে কাজে লাগিয়েই অনেকে রাতারাতি মাটির ও ইটের বাড়ি তৈরি করে নিয়েছে। এখনও জায়গা ঘিরে নিয়ে অনেকে বাড়ি তৈরি করে চলছে। কেউ কেউ আবার জায়গা ঘিরে রেখেছে। ভবিষ্যতে বাড়ি তৈরি করবে। তারা দেখে নিতে চাইছে, প্রশাসন বিষয়টি নিয়ে এগয় কি না! তারপর তারা বাড়ি করবে। জবরদখলকারীদের বক্তব্য, জায়গাটি ফাঁকা পড়ে আছে। তাদের বসবাসের কোনও জায়গা নেই। তাই তারা বাড়ি করেছে।
তিন দশক পর কান্দি-কাটোয়া রুটে সরকারি বাস চালু, খুশি বাসিন্দারা 
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিনের দাবি পূরণ

সংবাদদাতা, কান্দি: করোনা পরিস্থিতির জেরে প্রায় তিন দশক পর কাটোয়া-কান্দি রুটে মিলল সরকারি বাস পরিষেবা। এতে এলাকার বাসিন্দারা খুশি। আগামী দিনেও নিয়মিত ওই বাস চালু রাখার দাবি জানিয়েছেন বাসিন্দারা।   বিশদ

আসানসোল জেলা হাসপাতালে শুরু হচ্ছে অন্যান্য অপারেশন
রোগীর করোনা পরীক্ষা বাধ্যতামূলক

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: করোনা পরীক্ষা করিয়ে এবার পূর্ব নির্ধারিত অপারেশনও শুরু হতে চলেছে আসানসোল জেলা হাসপাতালে। লকডাউনে আপৎকালীন ছাড়া সব ধরনের অপারেশন বন্ধ থাকায় বহু রোগী সমস্যায় পড়ছিলেন। তাঁদের কথা বিবেচনা করেই লকডাউনের পর প্রথম রোগীকল্যাণ সমিতির বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।   বিশদ

উম-পুনে ক্ষতিগ্রস্ত চাষিদের সাহায্য রাজ্যের
৭০ হাজার অ্যাকাউন্টে ২০ কোটি টাকা দিল কৃষিদপ্তর 

শ্রীকান্ত পড়্যা, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলায় উম-পুন সাইক্লোনে ক্ষতিগ্রস্ত ৭০হাজার চাষির অ্যাকাউন্টে একদিনে ২০কোটি টাকা পাঠাল কৃষিদপ্তর। মঙ্গলবার কৃষকবন্ধু পোর্টালে নথিভুক্ত ক্ষতিগ্রস্ত বাদাম, তিল, সব্জিচাষিদের অ্যাকাউন্টে ১০কোটি টাকা এবং আরও ২০হাজার পানচাষির অ্যাকাউন্টে ১০কোটি টাকা পাঠানো হয়।  বিশদ

শহরজুড়ে সবকিছুই স্বাভাবিক
শান্তিনিকেতনে এখনই খুলছে না সোনাঝুরির হাট, সিদ্ধান্ত কমিটির 

সংবাদদাতা, শান্তিনিকেতন: শহরজুড়ে প্রায় সবকিছুই স্বাভাবিক অবস্থায় ফিরে এলেও এখনই খুলছে না শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সোনাঝুরির হাট। এমন সিদ্ধান্ত নিয়েছে হাট কমিটি। রাজ্য সরকারের তরফে ধর্মীয় প্রতিষ্ঠান, বাজার, শপিংমল খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  বিশদ

গলসিতে একই পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনায় ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিল প্রশাসন 

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: গত ১ জানুয়ারি গলসির শিকারপুরে বাড়ির উপর বালি বোঝাই লরি উল্টে ঘুমন্ত অবস্থায় দুই শিশু সহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছিল। ওই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মৃতদের পরিবারকে মোট ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিল পূব বর্ধমান জেলা প্রশাসন।  বিশদ

বাঁকুড়ায় ৩১টি গ্রামকে এ-জোন হিসেবে ঘোষণা
এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ৪৩ 

অরূপ ভট্টাচার্য, বাঁকুড়া: বাঁকুড়া জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুধু তাই নয়, প্রতিদিনই ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন। তাই কোনওভাবেই যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ৮টি ব্লকের ২২টি গ্রাম পঞ্চায়েতের ৩১টি গ্রামকে এ-জোন হিসেবে ঘোষণা করল জেলা প্রশাসন।   বিশদ

টানা ঝড়-বৃষ্টিতে বাঁকুড়ায় এক তৃতীয়াংশ জমির তিল ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষকরা 

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: উম-পুনের পর থেকে লাগাতার ঝড় ও বৃষ্টির কারণে বাঁকুড়া জেলার প্রায় এক তৃতীয়াংশ জমির তিল চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। লাগাতার ঝড়-বৃষ্টির কারণে এবার জেলায় মোট তিলের উৎপাদন প্রায় ৬০ শতাংশের কাছাকাছি কমবে বলে আশঙ্কা প্রকাশ করছেন চাষিরা।  বিশদ

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সহ উপাচার্য নিয়োগ
রাজ্যপালের সঙ্গে তীব্র সংঘাত রাজ্যের 

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান ও কলকাতা: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত চরমে গিয়ে পৌঁছেছে। রাজ্যপাল ‘বেনজিরভাবে’ সহ উপাচার্য পদে একজনকে নিয়োগ করলেও পাল্টা রাজ্য সরকারও আইন মেনে নতুন একজনকে সহ উপাচার্য পদে নিয়োগ করেছে।  বিশদ

ভগবানগোলায় দু’পক্ষের ঝামেলায় ক্ষতিগ্রস্তদের বাড়ি গেলেন সংসদ সদস্য  

সংবাদদাতা, লালবাগ: মঙ্গলবার দুপুরে ভগবানগোলা থানার কানাপুকুর পশ্চিমপাড়ায় আগুনে পুড়ে যাওয়া বাড়িগুলি ঘুরে দেখলেন মুর্শিদাবাদ কেন্দ্রের সংসদ সদস্য তথা জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন।  বিশদ

করোনা পরীক্ষার মেশিন ও কিট কিনতে আরও ৩২ লক্ষ টাকা দেবেন দেব 

সংবাদদাতা, ঘাটাল: করোনা পরীক্ষায় প্রয়োজনীয় মেশিন ও কিট কেনার জন্য আরও ৩২ লক্ষ টাকা দেবেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য দীপক অধিকারী ওরফে দেব। মঙ্গলবারই তিনি তাঁর প্রতিনিধি রামপদ মান্নার মাধ্যমে একথা জানিয়েছেন।   বিশদ

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ ২৫ হাজার টাকা দিলেন মন্ত্রী ও তাঁর স্ত্রী 

নিজস্ব প্রতিনিধি, তমলুক: উম-পুন বিধ্বস্ত এলাকায় পুনর্গঠন এবং দুর্গতদের ত্রাণসামগ্রী দেওয়ার জন্য মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ লক্ষ ২৫ হাজার টাকা তুলে দিলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী সৌমেন মহাপাত্র এবং তাঁর স্ত্রী পাঁশকুড়া পুরসভার কাউন্সিলার সুমনা মহাপাত্র।  বিশদ

গুলিবিদ্ধ হয়ে নাবালকের মৃত্যু ঘিরে রহস্য বাড়ছে
হীরাপুরে ধৃত বাবা

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: হীরাপুর থানার চিত্রা সিনেমা হলের পিছনে পাঞ্জাবি পাড়ায় নিজের বাড়িতে নাবালকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় বাবাকে গ্রেপ্তার করল পুলিস। বাড়ি থেকে দুটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে।  বিশদ

ময়ূরেশ্বরে শ্রমিকদের থার্মাল স্ক্রিনিংয়ের পর ১০০ দিনের কাজ শুরু 

সংবাদদাতা, রামপুরহাট: সামাজিক দূরত্ব বিধি মেনে অভিনব পদ্ধতিতে আগেই শুরু হয়েছিল ১০০ দিনের কাজ। মঙ্গলবার থেকে কাজের জায়গাতেই শ্রমিকদের থার্মাল গান দিয়ে স্ক্রিনিং করার পর কাজ শুরু করল ময়ূরেশ্বর-২ ব্লকের কুণ্ডলা গ্রাম পঞ্চায়েত।   বিশদ

জেলায় এখনও বন্ধ বেসরকারি বাস, ভরসা সেই অটো-টোটোই 

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আনলক-১ শুরু হতেই বাজার-হাটে ভিড় জমছে, দোকানপাটও খুলেছে। তবে একমাত্র স্বাভাবিক নয় বেসরকারি বাস পরিষেবা। জেলাজুড়ে রাস্তায় এখনও নামেনি বেসরকারি বাস। এই পরিবহণ সঙ্কট মেটাতে সামনে এগিয়ে এসেছে অটো, টোটোই। এতদিন যারা কাছাকাছি যাত্রী পরিবহণ করত, তারাই ছুটছে দূরদূরান্তে।   বিশদ

Pages: 12345

একনজরে
  নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়া-ধর্মতলা বাস সার্ভিস চালু করছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। আজ, বুধবার থেকে ওই নতুন বাস সার্ভিস চালু হবে। সকালে চুঁচুড়ার ঘড়িমোড় থেকে দু’টি বাস ছাড়বে। আবার বিকেলে ধর্মতলা থেকে দু’টি বাস চুঁচুড়ার উদ্দেশে ছাড়বে। ...

মিনিয়াপোলিস, ২ জুন (এপি): জর্জ ফ্লয়েডকে কাবু করতে হাঁটু দিয়ে চেপে ধরেছিলেন মিনিয়াপোলিসের শ্বেতাঙ্গ পুলিস আধিকারিক। তাতেই কৃষ্ণাঙ্গ ওই যুবকের মাথায় রক্ত সঞ্চালন সম্পূর্ণ বন্ধ ...

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উম-পুনে যাঁদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইসব ক্রেতাদের পাশে দাঁড়াল হুন্ডাই মোটর ইন্ডিয়া। গড়া হল স্পেশাল টাস্ক ফোর্স। রোড সাইড অ্যাসিস্ট্যান্স সার্ভিস টিমকে নিয়োগ করা হয়েছে, যারা ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত গাড়িগুলিকে সার্ভিস দেবে। ...

সংবাদদাতা, আলিপুরদুয়ার: লকডাউনে ভুটানে আটকে থাকা এ রাজ্যের বিভিন্ন জেলার ৯৬ জন পরিযায়ী শ্রমিক মঙ্গলবার ফিরলেন। ভারত-ভুটান মৈত্রী চুক্তি মেনেই এদিন জয়গাঁ সীমান্তে ওই শ্রমিককে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

অত্যধিক পরিশ্রমে শারীরিক দুর্বলতা, বাহন ক্রয়ের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। সন্তানের বিদ্যা শিক্ষায় সংশয় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব সাইকেল দিবস
১৯০৮: স্বাধীনতা সংগ্রামী শহীদ বিপ্লবী গোপাল সেনগুপ্তর জন্ম
১৯১৯: টলিউডের বিশিষ্ট অভিনেত্রী ছায়া দেবীর (চট্টোপাধ্যায়) জন্ম
১৯২০: বাংলা সাহিত্যের ইতিহাসবিদ তথা গবেষক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯২৪: রাজনীতিক এম করুণানিধির জন্ম,
১৯৫৩: মনোবিদ গিরীন্দ্রশেখর বসুর মৃত্যু,
১৯৮৬: টেনিস তারকা রাফায়েল নাদালের জন্ম
২০১৩: অভিনেত্রী জিয়া খানের মৃত্যু
২০১৬: মার্কিন বক্সার মোহাম্মদ আলীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৩৪ টাকা ৭৬.০৬ টাকা
পাউন্ড ৯২.৭৪ টাকা ৯৬.০৬ টাকা
ইউরো ৮২.৪৮ টাকা ৮৫.৫৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

২০ জ্যৈষ্ঠ ১৪২৭, ৩ জুন ২০২০, বুধবার, দ্বাদশী ১০/২৫ দিবা ৯/৬। স্বাতী নক্ষত্র ৩৯/২৯ রাত্রি ৮/৪৩। সূর্যোদয় ৪/৫৫/২১, সূর্যাস্ত ৬/১৩/৪৫। অমৃতযোগ দিবা ৭/৩৪ গতে ১১/৭ মধ্যে পুনঃ ১/৪৭ গতে ৫/২০ মধ্যে। রাত্রি ৯/৪৭ মধ্যে পুনঃ ১১/৫৫ গতে ১/২১ মধ্যে। বারবেলা ৮/১৫ গতে ৯/৫৫ মধ্যে পুনঃ ১১/৩৫ গতে ১/১৪ মধ্যে। কালরাত্রি ২/১৫ গতে ৩/৩৬ মধ্যে।
২০ জ্যৈষ্ঠ ১৪২৭, ৩ জুন ২০২০, বুধবার, দ্বাদশী দিবা ৭/২০। স্বাতী নক্ষত্র রাত্রি৭/৪৭। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৫। অমৃতযোগ দিবা ৭/৩৬ গতে ১১/১১ মধ্যে ও ১/৫৩ গতে ৫/২৮ মধ্যে এবং রাত্রি ৯/৫৩ মধ্যে ও ১১/৫৯ গতে ১/২৪ মধ্যে। কালবেলা ৮/১৬ গতে ৯/৫৬ মধ্যে ও ১১/৩৬ গতে ১/১৫ মধ্যে। কালরাত্রি ২/১৬ গতে ৩/৩৬ মধ্যে।
১০ শওয়াল

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: আধ্যাত্মিক চর্চায় মানসিক প্রফুল্লতা বৃদ্ধি। বৃষ: প্রেমে সাফল্য, ব্যবসায় নতুন সুযোগ ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
বিশ্ব সাইকেল দিবস১৯০৮: স্বাধীনতা সংগ্রামী শহীদ বিপ্লবী গোপাল সেনগুপ্তর জন্ম১৯১৯: ...বিশদ

07:03:20 PM

নয়াদিল্লিতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫১৩
নয়াদিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫১৩ জনের শরীরে ...বিশদ

09:37:03 PM

রাজ্যে করোনায় আক্রান্ত আরও ৩৪০
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪০ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

08:23:00 PM

পাকিস্তানে একদিনে করোনা আক্রান্ত ৪,০৬৫ ও মৃত ৬৭ 
পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪ ...বিশদ

07:40:47 PM

কেরালায় একদিনে করোনা আক্রান্ত ৮২ 
গত ২৪ ঘণ্টায় কেরালায় করোনা আক্রান্ত হল আরও ৮২ ...বিশদ

07:29:31 PM