Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

দেখতে যেন প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ
উম-পুনে ছাড়খার নন্দীগ্রাম, খেজুরি 

শ্রীকান্ত পড়্যা, তমলুক, সুপার সাইক্লোন উম-পুন আছড়ে পড়ার পর নন্দীগ্রাম ও খেজুরির চেহারাটাই বদলে গিয়েছে। ভেঙে পড়া সারি সারি গাছপালা, চতুর্দিকে বাড়ির ভাঙাচোরা কাঠামো, মাকড়শার জালের মতো ঝুলতে থাকা বিদ্যুতের তার, সবমিলিয়ে যেন প্রাচীন কোনও সভ্যতার ধ্বংসাবশেষ। প্রশাসনের রিপোর্ট অনুযায়ী, নন্দীগ্রামেই ভেঙে পড়েছে ৩৫হাজার বাড়ি। খেজুরিতে সংখ্যাটা ৫০হাজার। দু’টি বিধানসভা কেন্দ্রের বেশিরভাগ জায়গায় টানা পাঁচদিন বিদ্যুৎ নেই। শুধুমাত্র খেজুরিতেই ২২০০টি এবং নন্দীগ্রামে ১৭০০টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। উপকূল বরাবর একাধিক গ্রামে কোনও কাঁচাবাড়ি আস্ত নেই। খেজুরি-নন্দীগ্রামের ঘরে ঘরে এখন বিজলির পরিবর্তে লণ্ঠন ও মোমবাতি ফিরে এসেছে। ধ্বংসাবশেষ সরিয়ে কবে স্বাভাবিক ছন্দে ফিরবে জমি আন্দোলনের আঁতুড়ঘর নন্দীগ্রাম এবং লাগোয়া খেজুরি, এখনও কেউ বলতে পারছেন না।
গত ২০মে সুপার সাইক্লোন নন্দীগ্রামের বহু মানুষকে আশ্রয়হীন করে দিয়েছে। নন্দীগ্রাম-১ ব্লকের কেন্দেমারি জালপাই পঞ্চায়েতের মধ্যে রাজারামচক হাইস্কুলে ৫৩জন দুর্গত আশ্রয় নিয়েছেন। তাঁদের মধ্যে শ্যামাসুন্দরী গ্রামের ভানুচরণ লায়া, কেন্দেমারির প্রশান্ত প্রামাণিক ও রণজিৎ মণ্ডল, ভাসুরকাটা গ্রামের শেখ মোস্তাফা, রাজারামচক গ্রামের শেখ রবিউল প্রমুখ আছেন। কয়েকশো বাড়ি পুরোপুরি ধুলিসাৎ হয়ে গিয়েছে। ওই ৫৩জনের বাড়িও সেই তালিকায় আছে। কোথাও যাওয়ার উপায় নেই। তাই আপাতত ঠিকানা ত্রাণ শিবির। গোটা পঞ্চায়েত এলাকায় কোথাও বিদ্যুৎ নেই। ১৯টি জেনারেটরের সাহায্যে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে পঞ্চায়েত।
একইভাবে নন্দীগ্রামের সোনাচূড়া, কালীচরণপুর, গোকুলনগর এবং নন্দীগ্রাম-২ব্লকের বয়াল-১পঞ্চায়েত এলাকাজুড়ে শুধুই ধ্বংসাবশেষ। সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ৪০টি সাবমার্সিবল পাম্প আছে। সাইক্লোনের তাণ্ডবে অর্ধেক পাম্প বিকল হয়ে গিয়েছে। কোথাও ট্যাঙ্ক উড়ে গিয়েছে আবার কোথাও পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত সাবমার্সিবল পাম্প মেরামতের কাজ চলছে। আপাতত ২৬টিকে ব্যবহার উপযোগী করে তোলা হয়েছে। জেনারেটরের সাহায্যে সেইসব পাম্প থেকে জল দেওয়া হচ্ছে। পিএইচই-র জলাধার থেকেও জল তুলে সরবরাহ করা হচ্ছে। সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েকশো বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। সোনাচূড়ার অসীম মণ্ডল, দেবব্রত প্রামাণিক, গাংড়া বালুপোতা গ্রামের দেবাশিস উত্থাসিনী, সঞ্জয় মান্না, সুমিত মণ্ডলদের এখন মাথার উপর ত্রিপলই ভরসা।
নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল, বিডিও অফিস, থানা চত্বর এবং টেঙ্গুয়ার আংশিক এলাকা ছাড়া গোটা নন্দীগ্রাম টানা পাঁচদিন বিদ্যুৎহীন। প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মীরা এখনও যেতে পারেননি। শ’য়ে শ’য়ে গাছ এখনও যেখানে সেখানে পড়ে রয়েছে। একই ছবি খেজুরিতেও। খেজুরি-২ব্লকের নীচকসবা এবং খেজুরি পঞ্চায়েত এলাকা যেন শ্মশানপুরী। নীচকসবা গ্রাম পঞ্চায়েতের মসনদ-ই-আলা, দক্ষিণ কলাগেছিয়া, পাঁচুড়িয়া, মেহেদিনগর প্রভৃতি গ্রামে একটিও বাড়ি অক্ষত নেই। সমুদ্র উপকূলবর্তী ওইসব গ্রাম প্রকৃতপক্ষেই ছাড়খার হয়ে গিয়েছে। খেজুরি পঞ্চায়েতের অন্তর্গত কেদরাবাড়চক, সাতখণ্ড এবং সাহেবনগর গ্রামের ছবি দেখলে চোখে জল আসতে বাধ্য। ভাঙাচোর বাড়ির মধ্যেই একরাশ আতঙ্ককে সঙ্গী করে কোনও রকমে দিন কাটাচ্ছেন খেজুরি-২ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের দেখালি গ্রামের প্রদীপ পাত্র, খেজুরি-১ব্লকের বীরবন্দর গ্রাম পঞ্চায়েতের পুলঠা জগন্নাথচক গ্রামের অরবিন্দ কর সহ আরও অনেকেই।
লকডাউনে এমনিতেই দু’মাস স্তব্ধ নন্দীগ্রাম, খেজুরি। একেবারে বন্ধ মানুষজনের আয়ের রাস্তা। তার উপর ঝড়ের তাণ্ডবে দুই বিধানসভা এলাকায় ৮৫হাজার বাড়ি ভেঙে পড়ায় মানুষের ভোগান্তির শেষ নেই। ব্লক প্রশাসন জানিয়েছে, নন্দীগ্রাম-১ব্লকে ১২হাজার, নন্দীগ্রাম-২ব্লকে ২৩হাজার, খেজুরি-১ব্লকে ২০হাজার এবং খেজুরি-২ব্লকে ৩০হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত। এছাড়াও দুই বিধানসভা এলাকায় কৃষি এবং মাছচাষে ক্ষয়ক্ষতির তালিকাও দীর্ঘ। পিএইচই-র পাইপলাইনেও ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভোগান্তি কাটবে না। কিন্তু, সেটার জন্য এখনও ঢের অপেক্ষা করতে হবে বলে বণ্টন সংস্থা সূত্রে জানা গিয়েছে। কারণ, খেজুরি সাপ্লাই এলাকায় ২২০০খুঁটি ভেঙে পড়লেও এখনও পর্যন্ত নতুন খুঁটি পাওয়া গিয়েছে মাত্র ৬৬টি। একই অবস্থা নন্দীগ্রামেও। তবে, দুর্যোগ সত্ত্বেও ধ্বংসাবশেষ সরিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফেরার আশায় রয়েছেন নন্দীগ্রাম ও খেজুরিবাসী। নন্দীগ্রাম-খেজুরির মানুষজনও বলছেন, একদিন সবকিছু স্বাভাবিক হবেই। 

সিল করা হচ্ছে একের পর এক এলাকা
দুই বর্ধমানে করোনা সংক্রামিত আরও ১৬ 

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান ও আসানসোল: দুই বর্ধমানে নতুন করে ১৬ জন করোনায় সংক্রামিত হয়েছেন। এর মধ্যে বর্ধমান শহর সহ পূর্ব বর্ধমান জেলাতেই ১০ জন। তাঁদের মধ্যে ৯ জনই ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিক। প্রতিটি জায়গা সিল করে কন্টেইনমেন্ট জোন করা হয়েছে।  
বিশদ

জামুড়িয়ায় ছেলের হাতে খুন মা
 

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: জামুড়িয়া থানার পরাসিয়া মাঝিপাড়ায় মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন হল মা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সোনামণি টুডু(৪৫)।  
বিশদ

বরাকরে ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা শিক্ষিকার

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সোমবার বরাকরে ফেসবুকে লাইভ করে এক স্কুল শিক্ষিকার আত্মহত্যার চেষ্টা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোল পুরসভার বরাকরের দিশেরগড় রোড কলোনি এলাকার বিসিসিএল কোয়ার্টারে থাকা স্কুল শিক্ষিকা এদিন হঠাৎ ফেসবুক লাইভে আসেন এবং নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।  
বিশদ

সিল করা হচ্ছে একের পর এক এলাকা
দুই বর্ধমানে করোনা সংক্রামিত আরও ১৫ 

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান ও আসানসোল: দুই বর্ধমানে নতুন করে ১৫ জন করোনায় সংক্রামিত হয়েছেন। এর মধ্যে বর্ধমান শহর সহ পূর্ব বর্ধমান জেলাতেই ১০ জন। তাঁদের মধ্যে ৯ জনই ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিক। প্রতিটি জায়গা সিল করে কন্টেইনমেন্ট জোন করা হয়েছে। 
বিশদ

দুই মেদিনীপুরে চার পরিযায়ী
শ্রমিক সহ করোনা আক্রান্ত আরও ৫

 

নিজস্ব প্রতিনিধি, তমলুক ও সংবাদদাতা, খড়্গপুর: দুই মেদিনীপুর জেলায় আরও পাঁচজন করোনা আক্রান্ত হলেন। এরমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার চার পরিযায়ী শ্রমিক আছেন। বাকি একজন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-২ ব্লকের জাহালদা গ্রামের বাসিন্দা। 
বিশদ

মেদিনীপুর সদরে দাপিয়ে বেড়াল হাতির পাল

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সোমবার মেদিনীপুর সদর ব্লকের মণিদহ, বেড়াপাল, এনায়েতপুর সহ একাধিক গ্রামে হাতির দল দাপিয়ে বেড়ায়। যদিও চাষিরা ধান কেটে নেওয়ার কারণে ফসলের খুব বেশি ক্ষতি হয়নি।  
বিশদ

দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে পালিত হল ঈদ 

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর ও ঝাড়গ্রাম: সোমবার দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাজুড়ে পালিত হল খুশির ঈদ। মেদিনীপুর শহরে অধিকাংশ মসজিদের ইমামদের এদিন মিষ্টির প্যাকেট আর ফুল দিয়ে পুলিস প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।  
বিশদ

ফুলিয়ায় ভাগীরথীতে ডুবল নৌকা,
সাঁতরে প্রাণে বাঁচলেন দম্পতি সহ ৪জন 

সংবাদদাতা, রানাঘাট: রবিবার সন্ধ্যায় ফুলিয়ায় ধান সহ মাঝ নদীতে ডুবল ডিঙি নৌকা। সাঁতরে পাড়ে উঠে প্রাণে রক্ষা পেলেন দম্পতি সহ চারজন। উম-পুন ঝড়ে ক্ষতিগ্রস্ত জমির ধান নিয়ে নৌকায় নদী পেরিয়ে নিয়ে আসার সময় মাঝ নদীতে দমকা হাওয়ায় ডুবে যায় নৌকা। 
বিশদ

তাজপুরে হোটেল খোলা নিয়ে উত্তেজনা, বিক্ষোভ 

সংবাদদাতা, কাঁথি: তাজপুরের সমুদ্রসৈকতে লকডাউনের বিধি অমান্য করে সোমবার একটি বেসরকারি হোটেল খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এদিন ওই হোটেলে পর্যটকরাও আসেন বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা এবং হোটেল মালিকদের একাংশ ওই হোটেলে গিয়ে বিক্ষোভ দেখান।  
বিশদ

ঝাড়গ্রামে মা-চিতাই শাবককে খেয়েছে,
জানাল চিড়িয়াখানা কর্তৃপক্ষ 

সংবাদদাতা, ঝাড়গ্রাম: মা-চিতাই তার শাবককে খেয়ে নিয়েছে। ঝাড়গ্রাম চিড়িয়াখানায় জন্মের ৪২ দিনের মাথাতেও চিতা শাবকের খোঁজ না মেলায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই দাবি করল।  
বিশদ

প্রশাসকের দায়িত্ব নিলেন না তাহেরপুর পুরসভার চেয়ারম্যান 

সংবাদদাতা, রানাঘাট: কমিটিতে তৃণমূলের দুই কাউন্সিলারকে রাখার প্রতিবাদে সোমবার সিপিএম পরিচালিত তাহেরপুর পুরসভার প্রশাসকের দায়িত্ব নিলেন না বিদায়ী চেয়ারম্যান। বিষয়টি নিয়ে নগরোন্নয়ন দপ্তরে চিঠি পাঠানোর কথা জানিয়েছেন বিদায়ী চেয়ারম্যান রতনরঞ্জন রায়।  
বিশদ

আউশগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্ক 

সংবাদদাতা, গুসকরা: আউশগ্রামে একের পর এক করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আক্রান্তদের প্রায় সবার ক্ষেত্রেই ভিন রাজ্যেীর যোগ রয়েছে।  
বিশদ

উম-পুনের পাঁচদিন পরেও
হলদিয়ায় ব্যাঙ্ক ও এটিএমগুলিতে
লিঙ্ক নেই, টাকা তোলা যাচ্ছে না 

সংবাদদাতা, হলদিয়া: উম-পুনের পাঁচদিন পরেও হলদিয়া শিল্পশহরের ব্যাঙ্ক ও এটিএমগুলিতে লিঙ্ক না থাকায় টাকা তুলতে না পেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ি সারানোর সামগ্রী থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাকাটার সময় মানুষজন সমস্যায় পড়ছেন। সাধারণ মানুষের পাশাপাশি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও।
বিশদ

তেহট্টে নির্মীয়মাণ পিচরাস্তা কেটে দেওয়ার অভিযোগ 

সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট থানার কুলগাছি গ্রামে একটি নির্মীয়মাণ পিচরাস্তা কেটে দেওয়ার অভিযোগ উঠল বেশ কয়েকজনের বিরুদ্ধে। এলাকার বাসিন্দারা তেহট্ট-১ বিডিও ও থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। বিডিও অচ্যুতানন্দ পাঠক বলেন, ঘটনার খবর পেয়ে আমি জয়েন্ট বিডিওকে তদন্তে পাঠিয়েছিলাম।  
বিশদ

Pages: 12345

একনজরে
সংবাদদাতা, আলিপুরদুয়ার: লকডাউনেও আলিপুরদুয়ার জেলায় প্রাত্যহিক চাহিদা অনুসারে মাছের জোগান স্বাভাবিক রাখতে এবার জেলার প্রান্তিক মৎস্য চাষিরা ব্যাঙ্ক থেকে ঋণের সুবিধা পেতে কিষাণ ক্রেডিট কার্ড পাবেন। জেলায় মাছ চাষে কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ দেওয়ার সুবিধা এ বছরই প্রথম। ...

লন্ডন, ২৫ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সর্বকালের সেরা কামব্যাক ম্যাচ কোনটি? ফুটবলপ্রেমীরা নির্দ্বিধায় ২০০৫ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কথাই বলবেন। ২০০৫’এর ২৫ মে, ইস্তানবুলের ওলিম্পিক ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সানরাইজ ফুডস প্রাইভেট লিমিটেডের ১০০ শতাংশ ইক্যুইটি শেয়ার কিনে নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হল আইটিসি লিমিটেড। গত ৭০ বছর ধরে ব্যবসা করে আসছে সানরাইজ, যা গুঁড়ো মশলার বাজারে পূর্ব ভারতের অন্যতম সেরা ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়ে এসেছে।   ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৪ ঘণ্টায় আরও ১৪৯ জন আক্রান্ত হলেন নোভেল করোনায়। মারা গেলেন আরও ৬ জন। এর মধ্যে কলকাতার ৪ জন রয়েছেন এবং বাকিরা ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শরীর নিয়ে চিন্তায় থাকতে হবে। মাথা ও কোমরে সমস্যা হতে পারে। উপার্জন ভাগ্য শুভ নয়। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১২৯৩: জাপানে বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যু হয় ৩০ হাজার মানুষের
১৮৯৭: ব্রাম স্টোকারের উপন্যাস ড্রাকুলা প্রকাশিত হয়
১৯৪৫: মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের জন্ম
১৯৪৯: মার্কিন কম্পিউটার প্রোগামিং বিশেষজ্ঞ ওয়ার্ড কানিংহামের জন্ম। তিনিই উইকিপিডিয়ার প্রথম সংস্করণ বের করেছিলেন
১৯৭৭: ইতালির ফুটবলার লুকা তোনির জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৮৯ টাকা ৭৪.৮৯ টাকা
পাউন্ড ৯০.৮৮ টাকা ৯০.৮৮ টাকা
ইউরো ৯০.৮৮ টাকা ৮৪.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
23rd  May, 2020
পাকা সোনা (১০ গ্রাম) ৪১,৮৮০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৯,৭৩০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪০,৩৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৮,৮০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৮,৯০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
22nd  March, 2020

দিন পঞ্জিকা

১১ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৫ মে ২০২০, সোমবার, তৃতীয়া ৫০/৫৪ রাত্রি ১/১৯। মৃগশিরানক্ষত্র ৩/২ প্রাতঃ ৬/১০। সূর্যোদয় ৪/৫৬/৫৮, সূর্যাস্ত ৬/১০/৮। অমৃতযোগ দিবা ৮/২৮ গতে ১০/১৪ মধ্যে। রাত্রি ৯/২ গতে ১১/৫৫ মধ্যে পুনঃ ১/২১ গতে ২/৪৭ মধ্যে। বারবেলা ৬/৩৬ গতে ৮/১৫ মধ্যে পুনঃ ২/৫২ গতে ৪/৩২ মধ্যে । কালরাত্রি ১০/১২ গতে ১১/৩৩ মধ্যে।  
১১ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৫ মে ২০২০, সোমবার, তৃতীয়া রাত্রি ১২/০। মৃগশিরানক্ষত্র প্রাতঃ৫/৩৩। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১২। অমৃতযোগ দিবা ৮/৩০গতে ১০/১৬ মধ্যে এবং রাত্রি ৯/৮ গতে ১১/৫৮ মধ্যে ও ১/২২ গতে ২/৫০ মধ্যে। কালবেলা ৬/৩৬ গতে ৮/১৫ মধ্যে ও ২/৫৩ গতে ৪/৩৩ মধ্যে। কালরাত্রি ১০/১৪ গতে ১১/৩৪ মধ্যে।  
১ শওয়াল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইতিহাসে আজকের দিনে 
১২৯৩: জাপানে বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যু হয় ৩০ হাজার মানুষের১৮৯৭: ব্রাম ...বিশদ

07:03:20 PM

কাস্টমার সার্ভিসে আমাদের সুনাম রয়েছে: সিইএসসি 

04:46:27 PM

যে কোনও দুর্যোগেই সমন্বয় রেখে কাজ করতে হয়: সিইএসসি 

04:44:16 PM

আজ মালদহ, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা 

04:44:00 PM

পুরসভার সঙ্গে সমন্বয়ের সমস্যা নেই: সিইএসসি 

04:43:40 PM

প্রায় ১৫০টি টিম কাজ করছে: সিইএসসি 

04:41:27 PM