দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন ... বিশদ
শিলিগুড়ির স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাত ২টো ৩৫ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। একাধিক ব্যক্তির দাবি, জোরালো ভাবেই কম্পন অনুভূত হয়েছে। এমনকী, কম্পনের জেরে অনেকেই ঘুম থেকে উঠে পড়েন বলেও দাবি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, কম্পনের মাত্রা ছিল ৫.৫। যদিও নেপালের ভূমিকম্প পর্যবেক্ষক এবং গবেষণা সংস্থা জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৬.১।
এদিন ভূমিকম্পের জেরে নেপাল ও শিলিগুড়ির পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে পাটনাতেও। এছাড়াও, আজ ভোরের দিকে অপর একটি ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানও। শুক্রবার ভোর ৫টা ১৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরতায় কম্পনের উৎসস্থল বলে জানানো হয়েছে। হতাহতের খবর পাওয়া যায়নি।