কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে ... বিশদ
মালদহ কাণ্ডে বিহার যোগ সামনে আসায় ইসলামপুরেও একাংশ ভিআইপি উদ্বিগ্ন। কারণ ইসলামপুর পুলিস জেলার চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া ও ডালখোলা থানা বিহার লাগোয়া। আগেও একাধিক অপরাধের ঘটনায় বিহারের শুটারদের যোগ পেয়েছে পুলিস।
ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকা একসময় জোর যার, মুলুক তার কায়দায় রাজনীতি চলেছে। একাধিক ঝামেলায় গুলি, বোমা চালানোর অভিযোগ উঠেছে। সেই সুজালির বর্তমান তৃণমূল অঞ্চল সভাপতি আবদুস সাত্তারের একজন নিরাপত্তারক্ষী আছেন। তারপরেও মালদহের ঘটনার পর তিনি উদ্বিগ্ন। সাত্তার বলেন, পুলিস একটি মেসেজ পাঠিয়েছে। তাতে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নিরাপত্তারক্ষীকে ছুটি দিতে বারণ করা হয়েছে। রক্ষীরা যাতে ইউনিফর্মে থাকেন, সেই নির্দেশ দিয়েছে। মালদহের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাত্তারের মন্তব্য, সুজালি পঞ্চায়েত এলাকার পরিস্থিতি ভালো নয়। আমিও টার্গেট, পুলিস নিশ্চয়ই তা জানে। তবে আর একজন নিরাপত্তারক্ষী হলে ভালো হয়।
তৃণমূলের ইসলামপুর ব্লক সভাপতি জাকির হুসেন বলেন, মালদহের ঘটনায় বিহার যোগ সামনে আসায় কিছুটা উদ্বেগে আছি। কারণ আমাদের এলাকাও বিহার লাগোয়া। আমাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
তবে দলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি তথা ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালের কথায়, আমার তিনজন নিরাপত্তারক্ষী আছেন। পুলিসের পক্ষ থেকে নতুন কোনও নির্দেশ আসেনি।
ইসলামপুর পুলিস জেলায় নতুন করে কাউকে নিরাপত্তা দেওয়া হচ্ছে কি না সেবিষয়ে এসপি জবি থমাসের মন্তব্য, নিরাপত্তা সংক্রান্ত বিষয় হওয়ায় কিছু বলা যাবে না। অনেক ভিআইপির সঙ্গে রক্ষী রয়েছেন। তাঁরা প্রশিক্ষণপ্রাপ্ত হলেও মাঝেমধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ডিআইবি থেকে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত নজর রাখা হচ্ছে।