Bartaman Patrika
উত্তরবঙ্গ
 

বাড়বে দুর্যোগ, পাঁচ জেলায় জারি সতর্কতা

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরপ্রদেশের একটি শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখার জেরে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ফের ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। যা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে। ভারী বর্ষণের জেরে পাহাড়ে ধস ও সমতলের নিচু এলাকায় প্লাবন পরিস্থিতিও তৈরি হতে পারে বলে আশঙ্কা সিকিম কেন্দ্রীয় আবহাওয়া অফিসের। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফে জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দল ও সেচদপ্তরকে সতর্ক করা হয়েছে। সেই মোতাবেক সংশ্লিষ্ট জেলার প্রশাসনের তরফে নদী সংলগ্ন এলাকায় বাসিন্দাদের উদ্ধারের জন্য নৌকা প্রস্তুত রাখা হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার কয়েকটি ফ্লাড রেসকিউ শেল্টার প্রস্তুত রেখেছে ওই তিন জেলার প্রশাসন। দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনও নিজেদের মতো করে যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। মজুত রাখা হয়েছে ত্রাণ সামগ্রী। 
দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল রবিবার বলেন, জেলা প্রশাসন ও সেচদপ্তর প্রস্তুত রয়েছে। বিপর্যয় মোকাবিলার দলের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি পূর্তদপ্তরের সড়ক বিভাগের সঙ্গেও কথা বলা হয়েছে। এদিকে, সক্রিয়  মৌসুমি বায়ুর মধ্যেই শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখাটি প্রবেশ করায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে সিকিমের আবহাওয়া অফিস। রবিবার রাত থেকেই নিম্নচাপ অক্ষরেখার জেরে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এ কারণে সিকিমের কেন্দ্রীয় হাওয়া অফিস উত্তরের জেলাগুলিতে কমলা সঙ্কেত জারি করেছে। রবিবার গভীর রাত থেকে আলিপুরদুয়ার, দার্জিলিং জেলার পার্বত্য এলাকা, কালিম্পং ছাড়াও জলপাইগুড়ি ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও সংলগ্ন সিকিম ও ভুটানেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 
কালিম্পং ও সিকিমে ফের ভারী বৃষ্টি হলে বন্ধ হয়ে যেতে পারে পাহাড়গামী ১০ নম্বর জাতীয় সড়ক। ফের পাহাড় ধসের কবলে পড়তে পারে। অন্যদিকে, ভুটান পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই জয়গাঁর একাংশে একটি নদী ও দু’টি ঝোরা কাদামাটি-নুড়িতে ভরে গিয়েছে। ভুটানের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার একাংশ। এমনিতেই ভুটানে ভারী বৃষ্টি হলে সবচেয়ে ক্ষতির মুখে পড়তে হয় সংলগ্ন আলিপুরদুয়ার জেলাকে। 
সীমান্ত লাগোয়া আলিপুরদুয়ার জেলায় ভুটান পাহাড় থেকে বেশ কয়েকটি খরস্রোতা নদী নেমে এসেছে। তারমধ্যে কালজানি, রায়ডাক, সঙ্কোশ, তোর্সা, ডিমার মতো নদী আছে। যে নদীগুলির জন্য প্রতিবছর বর্ষায় জেলার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। সেই কারণে আগামী কয়েকদিন জেলার সেচদপ্তরকে সতর্ক থাকতে বলা হয়েছে জেলা প্রশাসনের তরফে। 
সিকিম কেন্দ্রীয় আবহাওয়া অফিসেরের আধিকারিক গোপীনাথ রাহা রবিবার বলেন, মৌসুমি বায়ু এই অঞ্চলে সক্রিয় রয়েছে। তারমধ্যে উত্তরপ্রদেশ থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের আকাশে প্রবেশ করেছে। ফলে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও সংলগ্ন সিকিম, ও প্রতিবেশী দেশ ভুটানেও অতি ভারী বৃষ্টির হতে পারে। আমরা এ বিষয়ে উত্তরবঙ্গের জেলা প্রশাসন ও সেচদপ্তরকে সতর্ক থাকতে বলেছি।

01st  July, 2024
পরকীয়ার অভিযোগে সালিশি সভায় মারধর, অপমানে আত্মঘাতী গৃহবধূ

চোপড়ার ছায়া এবার শিলিগুড়িতে। পরকিয়ার অভিযোগে এক গৃহবধূকে সালিশি সভায় ডেকে মারধর। এরপরই অপমানে আত্মঘাতী হন সেই গৃহবধূ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের বক্রাভিটা গ্রামে। বিশদ

মাদকের টাকা জোগাড়ে সক্রিয় ছিনতাই চক্র, চুরি যাওয়া মোবাইল ফেরাল পুলিস

মাদকের টাকা জোগাড়ে মোবাইল ছিনতাই এখন সফট টার্গেট। এজন্য দিনেদুপুরে জনবহুল এলাকা, হাটেবাজারে সক্রিয় মোবাইল ছিনতাইয়ের গ্যাং। গত এক বছরে মাটিগাড়া থানায় ২০০-র বেশি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়েছে
বিশদ

হাসপাতালের প্রতীক্ষালয় বন্ধ, রোগীর পরিজনদের রাত কাটছে গাছের তলায়

মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের প্রতীক্ষালয় বন্ধ থাকায় বিপাকে পড়েছেন রোগীর পরিজনরা। ভরা বর্ষায় বটগাছের তলায় আশ্রয় নিচ্ছেন তাঁরা। রাতে সমস্যা আরও বাড়ে। মশার কামড় খেয়ে রাত কাটাতে হয় তাঁদের। সবথেকে বেশি সমস্যায় পড়েন মহিলারা
বিশদ

ময়নাগুড়িতে তৈরি হচ্ছে হকারদের তালিকা চিহ্নিত করা হবে গ্রাম ও শহরের টোটো

মঙ্গলবার থেকে হকারদের চিহ্নিতকরণ শুরু করছে ময়নাগুড়ি নতুন বাজার ও পুরাতন বাজার ব্যবসায়ী সমিতি। হকারদের নাম লিপিবদ্ধ করা হবে। সেই তালিকায় জমা পড়বে ময়নাগুড়ি পুরসভায়। এরপর তালিকা খতিয়ে দেখবেন পুরকর্তারা।
বিশদ

ইন্টার সাই আর্চারি টুর্নামেন্টে তিনটি পদক কণিকার

অত্যাধুনিক ধনুক নেই। তাই জাতীয় স্তরের আর্চারি টুর্নামেন্টে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন ময়নাগুড়ির আমগুড়ির কণিকা রায়। তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছে ময়নাগুড়ির রামমোহন ফ্যান ক্লাব।
বিশদ

ফুটপাতে থাকা দোকানের বাড়তি অংশ ভেঙে দিল পুর-প্রশাসন

ইংলিশবাজারের পর এবার পুরাতন মালদহ শহর। সোমবার এই পুরসভার পক্ষ থেকে আর্থমুভার দিয়ে শহরের সদরঘাটের ফুটপাত পরিষ্কার করা হয়। সেখানে একাধিক দোকানের বাড়তি টিনের চাল, বাঁশের ছাউনি, ব্যারিকেডগুলি সব ভেঙে দেওয়া হয়
বিশদ

চকভৃগুতে আত্রেয়ী খাঁড়ির বাঁধে ফাটল, রাস্তার নীচে গর্ত, আতঙ্ক

বালুরঘাট শহরের চকভৃগু এলাকায় আত্রেয়ী নদীর বাঁধে বড়সড় ফাটল। শহরের সরোজ রঞ্জন সেতুর কাছে এই ফাটল ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। এদিকে বৃষ্টির জেরে আত্রেয়ী নদীর জল বেড়েছে। ফলে ওই ফাটলের জায়গায় যেকোনও সময় বাঁধ ভেঙে এলাকায় জল ঢুকে পড়ার আশঙ্কা।
বিশদ

চর দখল করে গড়ে উঠেছে বহু বস্তি মমতার হুঁশিয়ারিতে ভবিষ্যত্ নিয়ে প্রশ্ন

জমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিতেই শিলিগুড়িতে বেশকিছু তৃণমূল নেতা, পঞ্চায়েত সদস্য ও পুরসভার কাউন্সিলার চিন্তায় পড়েছেন। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যে এলাকায় জমি মাফিয়ারা রাস্তার ধারে দোকান বা সরকারি জমি দখল করে বসতি বসাবে, তার দায় সেই এলাকার দলের নেতা, কাউন্সিলার, পঞ্চায়েত সদস্যকে নিতে হবে।
বিশদ

সুপার স্পেশালিটির সামনে থেকে দোকান সরিয়ে নিলেন ব্যবসায়ীরা

বিডিও’র হুঁশিয়ারির পরপরই স্বতঃপ্রণোদিত ভাবে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনের একাংশের ফুটপাত দখলমুক্ত করলেন দোকানদাররাই। সোমবার ওই ব্যবসায়ীরা নিজেদের পণ্য অন্যত্র সরিয়ে নিয়ে যান।
বিশদ

সরব আইনজীবীরা

কেন্দ্রীয় সরকারের চালু করা দণ্ড সংহিতা চালুর দিনই প্রতিবাদে শামিল হলেন মালদহ জেলা ও চাঁচল মহকুমার আইনজীবীরা। এদিন কর্মবিরতি পালন করার পাশাপাশি আদালত চত্বরে মিছিল করে বেশ কয়েকটি নতুন আইনের প্রতিবাদ করেন আইনজীবীরা।
বিশদ

দুর্ঘটনায় জখম যুবকের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় জখম যুবকের মৃত্যু হল সোমবার। পুলিস জানিয়েছে, মৃতের নাম সঞ্জিত সরকার (৪৭)। বাড়ি হিলি থানার আগ্রায়। গত রবিবার রাতে বালুরঘাট থেকে বাইকে বাড়ি ফিরছিলেন সঞ্জিত
বিশদ

বকাবকি করায় আত্মঘাতী সপ্তমের ছাত্র

মোবাইলে আসক্তি নাবালক ছাত্রের। সেই আসক্তিতে ভুলতে চলেছে পড়াশোনা। ফলে বকাবকি করেছিল দাদা ও মা। সেই অভিমানেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল সপ্তম শ্রেণির এক ছাত্র। পুলিস জানিয়েছে, মৃত নাবালক বালুরঘাট শহরের একটি স্কুলের ছাত্র ছিল
বিশদ

হাত কেটে নেওয়ার ঘটনায় ধৃতের পুলিস হেফাজত

কালিয়াগঞ্জের বরুণা গ্রাম পঞ্চায়েতের পূর্ব গোয়ালগাঁও এলাকায় স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে বলে সন্দেহে যুবকের হাত কেটে নেওয়ার ঘটনায় ধৃত ভাদু রায়কে পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিল রায়গঞ্জ জেলা আদালত।
বিশদ

বিধানচন্দ্রকে শ্রদ্ধা জানিয়ে ‘চিকিত্সক দিবস’ পালিত

পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালিত হল  গৌড়বঙ্গজুড়ে। কোথাও ডাক্তারদের মিষ্টিমুখ করিয়ে, কোথাও রক্তদান শিবির করে, কোথাও আবার ডাক্তারদের প্রতি ভালো ব্যবহার করার বার্তা দিয়ে ‘চিকিত্সক দিবস’ পালন করা হল
বিশদ

Pages: 12345

একনজরে
ট্রেন লাইনের উপর বিদ্যুৎবাহী তার ছিঁড়ে বিপত্তি। এর জেরে হাওড়া-আমতা লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয় সোমবার। এদিন সকালে দুর্ঘটনাটি ঘটে বড়গাছিয়া স্টেশনের কাছে। এদিকে, ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।  ...

কল্যাণীর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বোটলিং প্লান্টে সোমবার বিক্ষোভ দেখালেন ভারতীয় মজদুর সঙ্ঘের প্রতিনিধিরা। আগেও তাঁরা বেশ কয়েকবার বিক্ষোভ দেখিয়েছেন। এদিনের বিক্ষোভে শামিল হন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। ...

মাস্ক পরে খেলা একেবারেই পছন্দ নয় কিলিয়ান এমবাপের। কিন্তু নাকের চোটের কারণে তাঁর কাছে বিকল্প নেই। মাস্ক প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফরাসি স্ট্রাইকারের মন্তব্য, ‘মনে হচ্ছে যেন ভার্চুয়াল রিয়ালিটি গেম খেলছি। প্রথম ম্যাচে নেমে মনে হচ্ছিল সবকিছু থ্রি’ডিতে দেখছি ...

ডেডলাইন ১০ জুলাই। তারমধ্যেই ভেঙে ফেলতে হবে রাস্তার ধারে থাকা সমস্ত অবৈধ নির্মাণ। সোমবার রামপুরহাটে মহকুমা শাসকের অফিসে আন্দোলনকারী ফুটপাত ব্যবসায়ীদের নিয়ে প্রশাসনিক বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে অগ্রগতি হবে। চাকরিজীবীদের পদোন্নতি ও বদলির যোগ আছে। সৎজন সান্নিধ্যে মানসিক আনন্দ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস
১৭৫৬ - নবাব সিরাজউদ্দৌলা কলকাতার নাম দেন আলীনগর
১৭৫৭- বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলার মৃত্যু
১৮৪৩- হোমিওপ্যাথিক ঔষধ আবিষ্কারক জার্মানীর স্যামুয়েল হ্যানিম্যানের মৃত্যু
১৯২৯- নাট্যকার ও অভিনেতা অমৃতলাল বসুর মৃত্যু
১৯৪৬- অভিনেতা রাজা মুরাদের জন্ম
১৯৫৪- সঙ্গীত শিল্পী মহম্মদ আজিজের (মুন্না) জন্ম
১৯৬১- মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ের মৃত্যু
১৯৭৭- পশ্চিমবঙ্গের সীমানার মধ্যেই দার্জিলিং পার্বত্য অঞ্চলকে স্বশাসিত অঞ্চল ঘোষণার সিদ্ধান্ত হয় রাজ্য ক্যাবিনেটে
২০০৭- ক্রিকেটার দিলীপ সারদেশাইয়ের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৫৭ টাকা ৮৪.৩১ টাকা
পাউন্ড ১০৩.৯০ টাকা ১০৭.৩৫ টাকা
ইউরো ৮৮.১৭ টাকা ৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,১৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৮,০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৮,১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৭ আষাঢ়, ১৪৩১, মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪। একাদশী ৯/১৮ দিবা ৮/৪৩। ভরণী নক্ষত্র ১/৮ প্রাতঃ ৫/২৭ পরে কৃত্তিকা নক্ষত্র ৫৯/১০ শেষরাত্রি ৪/৪০। সূর্যোদয় ৪/৫৯/৪৮, সূর্যাস্ত ৬/২১/১৮। অমৃতযোগ দিবা ৭/৪০ মধ্যে পুনঃ ৯/২৭ গতে ১২/৭ মধ্যে পুনঃ ৩/৪০ গতে ৪/৩৪ মধ্যে। রাত্রি ৭/৪ মধ্যে পুনঃ ১২/২ গতে ২/১০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ২/৪৭ গতে ৩/৪০ মধ্যে পুনঃ ৪/৩৪ গতে ৫/২৭ মধ্যে রাত্রি ৮/২৯ গতে ৯/৫৪ মধ্যে। বারবেলা ৬/৪০ গতে ৮/২০ মধ্যে পুনঃ ১/২১ গতে ৩/১ মধ্যে। কালরাত্রি ৭/৪১ গতে ৯/১ মধ্যে।   
১৭ আষাঢ়, ১৪৩১, মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪। একাদশী দিবা ৮/৫০। ভরণী নক্ষত্র দিবা ৬/১৭। সূর্যোদয় ৪/৫৯, সূর্যাস্ত ৬/২৩। অমৃতযোগ দিবা ৭/৪৩ মধ্যে ও ৯/২৯ গতে ১২/৯ মধ্যে ও ৩/৪২ গতে ৪/৩৫ মধ্যে এবং রাত্রি ৭/৪ মধ্যে ও ১২/৪ গতে ২/৫৫ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ২/৪৯ গতে ৩/৪২ মধ্যে ও ৪/৩৫ গতে ৫/২৮ মধ্যে এবং রাত্রি ৮/৩০ গতে ৯/৫৫ মধ্যে। বারবেলা ৬/৪০ গতে ৮/২০ মধ্যে ও ১/২২ গতে ৩/২ মধ্যে। কালরাত্রি ৭/৪৩ গতে ৯/২ মধ্যে। 
২৫ জেলহজ্জ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
ইউরো কাপ: রোমানিয়াকে ৩-০ গোলে হারাল নেদারল্যান্ডস

11:30:47 PM

ইউরো কাপ: রোমানিয়া ০-নেদারল্যান্ডস ৩ (৯০+৪ মিনিট)

11:24:35 PM

ইউরো কাপ: রোমানিয়া ০-নেদারল্যান্ডস ২ (৮৩ মিনিট)

11:19:05 PM

ইউরো কাপ: রোমানিয়া ০-নেদারল্যান্ডস ১ (৫৭ মিনিট)

10:47:10 PM

হাতরাস কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১১৬

10:35:16 PM

ইউরো কাপ: রোমানিয়া ০-নেদারল্যান্ডস ১ (হাফটাইম)

10:30:29 PM