দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন ... বিশদ
১৯৯৫ সালে হোয়াইট হাউসে ইন্টার্ন হিসেবে যোগ দেন ২২ বছরের মনিকা। অসামান্য সুন্দরী ইন্টার্নের প্রতি খুব স্বল্প সময়ের মধ্যেই আকৃষ্ট হয়ে পড়েন ৪৯ বছরের ক্নিন্টন। দু’জনের মধ্যে শারীরিক সম্পর্কও গড়ে ওঠে। ১৯৯৮ সালে তাঁদের এই সম্পর্কের কথা ফাঁস হয়ে যায়। বিশ্বের অন্যতম শক্তিধর দেশের প্রেসিডেন্টের যৌন কেলেঙ্কারি আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল। এর জেরে মার্কিন কংগ্রেসে ইমপিচমেন্ট প্রস্তাবের মুখে পড়তে হয়েছিল ক্লিন্টনকে। কিন্তু সে যাত্রা কোনওক্রমে রক্ষা পেয়ে যান ৪২তম মার্কিন প্রেসিডেন্ট। পরে মনিকার সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করে নেন তিনি।
সম্প্রতি ইউটিউবে ‘কল হার ড্যাডি’ নামক একটি পডকাস্টে সাক্ষাৎকার দেন মনিকা। সেদিনের ২২ বছরের তরুণী আজ ৫৬ বছরের প্রৌঢ়া। সাক্ষাৎকারে স্বাভাবিকভাবেই উঠে আসে ক্নিন্টন পর্ব। এব্যাপারে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ক্নিন্টনের পদত্যাগ করা উচিত ছিল। বলা উচিত ছিল যে, এটা কারুর মাথাব্যথার বিষয় নয়। কিন্তু শুধুমাত্র কুর্সি বাঁচাতে মিথ্যে বলে একজন তরুণীকে বিপদের মুখে ঠেলে দেওয়াটা একেবারেই উচিত ছিল না।’ তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়াটা যে ভুল ছিল, তা মেনে নিয়েছেন মনিকা। যদিও পুরো ঘটনায় ক্নিন্টনকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। মনিকা অবশ্য জানিয়েছেন, পারস্পরিক সম্মতিতেই শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। তবে গোটা ঘটনা ফাঁস হওয়ার পর ক্নিন্টনের ভূমিকায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন মনিকা। তিনি বলেছেন, সেই সময় অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল তাঁকে। কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়েও তাঁর পাশে দাঁড়াননি ক্নিন্টন।