দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন ... বিশদ
ওই তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ১৪৩টি ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছিল। আর সেখানে চলতি বছরের প্রথম দু’মাস পেরোনোর আগেই ২৪২টি ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত বছরে মোট ৭৪৯টি চুরির অভিযোগ দায়ের হয়েছিল। চলতি বছরে সেই সংখ্যা ৭৯৭টি। একইভাবে বেড়েছে খুনের অভিযোগও গত বছরের ২৩১ থেকে বেড়ে চলতি বছরে ইতিমধ্যেই ২৯৪ ছুঁয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে অপহরণ সহ অন্য অপরাধও। পুলিসের অন্য একটি সূত্রের হিসেব বলছে, গত বছরের আগস্টে শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে গত ছয় মাসে ডাকাতি ও ছিনতাইয়ের মামলা হয়েছে ১ হাজার ১৪৫টি। ২০২৩ সালের আগস্ট থেকে গত বছরের জানুয়ারি পর্যন্ত একই অপরাধের সংখ্যা ছিল অর্ধেক।
হাসিনা বিরোধী আন্দোলন চলাকালীন বহু দাগি আসামির জেল থেকে পালানোর খবর মিলেছিল। সেই সময় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পড়ুয়া আবরার ফাহাদকে খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমিও পালিয়েছে বলে সোমবার স্বীকার করেছে প্রশাসন। সোমবার ঘটনার কথা জানাজানি হতেই উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস।
অন্যদিকে, মঙ্গলবার উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন নাহিদ ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চলেছেন। নাহিদ সেই দলের অন্যতম শীর্ষ পদে থাকবেন। সেই কারণেই উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।