দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন ... বিশদ
হু-এর আফ্রিকার অফিস সূত্রে খবর, বোলোকো শহরের তিন শিশুর ক্ষেত্রে এই রোগটি প্রথম সনাক্ত করা হয়েছিল। জানা গিয়েছে, ওই বাচ্চারা বাদুড়ের মাংস খেয়েছিল। এরপর তাঁদের ব্যাপক জ্বর আসে ও ৪৮ ঘণ্টার মধ্যেই একটি বাচ্চা মারা যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গত এক দশকে আফ্রিকায় পশুপাখি খাওয়ার মাধ্যমে ছড়িয়ে পড়া রোগের সংখ্যা ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা উদ্বেগের বিষয়।
উল্লেখ্য বিষয় হল, ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত ৪১৯ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। এদের মধ্যে ৫২ জনের মৃত্যুও হয়েছে।