দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন ... বিশদ
অন্যদিকে নির্যাতনের শিকারদের মধ্যে অনেকেরই স্মরণে নেই তাঁদের উপর অত্যাচারের ঘটনা। কারণ, সবটাই হয়েছে অজ্ঞান অবস্থায়। যদিও তাঁদের নিগ্রহের ঘটনা অভিযুক্ত চিকিৎসক ক্যামেরাবন্দি করেছিলেন। ফ্রান্সের নিয়ম অনুযায়ী, এবার চারমাস ধরে ব্রিটানি প্রদেশের ভানেস কাউন্টিতে অভিযুক্তকে নির্যাতিতাদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। এর আগে ২০২০ সালে দুই ভাগ্নী, প্রতিবেশী শিশু সহ চারজনকে যৌন নির্যাতনের মামলায় তাঁকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এবারও দোষী সাব্যস্ত হলে অতিরিক্ত ২০ বছরের হাজতবাস নিশ্চিত তাঁর।
প্রায় চার দশক ধরে যৌন নির্যাতন এবং ধর্ষণ চালিয়ে গেলেও স্কুয়ার্নেকের কুকীর্তি সামনে আসে ২০১৭ সালে। প্রতিবেশী এক শিশু বয়ানের ভিত্তিতে তদন্তে নেমে চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিসের। প্রাক্তন সার্জনের বাড়িতে তল্লাশি চালিয়ে তিন লক্ষের বেশি ছবি ও ভিডিও ফাইল উদ্ধার করা হয়। সঙ্গে একটি নোটবুক। সেখানে অভিযুক্ত নিজেকে শিশু যৌন নির্যাতনকারী হিসেবে বর্ণনা করেছিলেন। সঙ্গে মেলে নির্যাতনের বিস্তারিত বিবরণ। তদন্তকারীরা জানাচ্ছেন, সেই ১৯৮৫-৮৬ সাল থেকেই অপকীর্তি চালিয়ে গিয়েছেন অভিযুক্ত প্রাক্তন সার্জন। তবে ফ্রান্সের আইন অনুসারে, ১৯৮৯ থেকে ২০১৪ পর্যন্ত ২৯৯টি নির্যাতনের ঘটনার বিচার হবে।