কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে ... বিশদ
আশিয়া শহরের মেয়র শনিবার জানান, গত ২৯ ডিসেম্বর নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণতম মহিলা। তিনি পিছনে রেখে গেলেন তাঁর চার সন্তান ও পাঁচ নাতি-নাতনিকে।
তোমিকোর জন্ম ১৯০৮ সালের ২৩ মে। ২০২৪ সালের অগাস্টে স্পেনের ব্রানায়স মরেরার (১১৭) মৃত্যুর পর থেকে পর্যন্ত তোমিকোই ছিলেন পৃথিবীর প্রাচীনতম জীবিত মানুষ। গত ২৯ ডিসেম্বর তাঁর সেই পথ চলা থামল।
হিসেব কষলে দেখা যায় প্রথম বিশ্বযুদ্ধ শুরুর সময় তোমিকো ইতোকার বয়স ছিল ৬ বছর। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় তাঁর বয়স ছিল ৩১ বছর। অর্থাৎ তিনি বয়সে ইন্দিরা গান্ধী, মাদার টেরেসার থেকেও বড়।