ইসলামাবাদ, ১৬ জানুয়ারি (পিটিআই): রাখে হরি তো মারে কে! তুষারধসের জেরে প্রায় ১৮ ঘণ্টা বরফের তলায় চাপা পড়েও আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছে এক কিশোরী। ঘটনাটি ঘটেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকায়। শামিমা বিবি নামে ১২ বছরের ওই কিশোরী তার পরিবারের সঙ্গে উপত্যকায় অবস্থিত একটি বাড়িতে থাকত। মঙ্গলবার, তুষারধসে তাদের বাড়ি সম্পূর্ণভাবে চাপা পড়ে যায়। তাতে, শামিমা ছাড়াও পরিবারের আরও বেশ কয়েকজন আটকে পড়ে। বুধবার, বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা তাকে উদ্ধার করে। ওই কিশোরীর পা ভেঙে গিয়েছে এবং মুখ থেকে কিছুটা রক্তপাতও হয়েছে। উদ্ধারের পর শামিমাকে মুজফ্ফরাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিত্সকরা জানিয়েছেন। স্থানীয় প্রশাসন ও সংবাদমাধ্যম সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।
শামিমার মা শেহনাজ বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের পরও যেভাবে ও বেঁচে গিয়েছে, তা মিরাকেলের থেকে কিছু কম নয়।’ তবে, তুষারধসের কারণে তিনি এক ছেলে ও মেয়েকে হারিয়েছেন। সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকা সহ একাধিক এলাকা তুষারধসের মুখে পড়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মোট ১১৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৭৬ জনই নীলম উপত্যকার। এছাড়া বালুচিস্তানে ৩১ জন, শিয়ালকোট ও পাঞ্জাবের বিভিন্ন জেলায় কমপক্ষে সাতজন প্রাণ হারিয়েছেন বলে খবর।