উচ্চবিদ্যায় ভালো ফল হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে সুযোগ আসবে। কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। ব্যবসায় যুক্ত ... বিশদ
ভারতের পাশে দাঁড়ানোর পাশাপাশি চীন নিয়ে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তোপ দেগেছেন সের্গেই লাভরভ। তিনি জানিয়েছেন, চীনকে চাপে রাখতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ভাবনাকে বদলে ভারত-প্রশান্ত মহাসাগরীয় হিসেবে তুলে ধরতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান সহ বেশ কিছু দেশ। লাভরভ বলেন, ‘আপনারা কেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নাম বদলে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বলছেন? সাফ উত্তর— চীনকে বাদ দেওয়ার জন্য। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের থেকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল কীভাবে আলাদা, তা নিয়ে প্রশ্ন করেছিলাম আমরা। জবাবে জানানো হয়, এটা অনেক বেশি গণতান্ত্রিক। তবে আমাদের তা মনে হয় না। গোটা বিষয়টি অনেক বেশি কৌশলগত।’ প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই বৈদেশিক নীতির ক্ষেত্রে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ভারত। এই অঞ্চলে শান্তি ও স্থিরতা স্থাপনই ভারতের মূল লক্ষ্য।