উচ্চবিদ্যায় ভালো ফল হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে সুযোগ আসবে। কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। ব্যবসায় যুক্ত ... বিশদ
গত বুধবার ইরানে ভেঙে পড়ে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ার লাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমান। ঘটনায় মৃত্যু হয় ১৭৬ জন যাত্রীর। প্রথমে এই দুর্ঘটনার দায় নিতে চায়নি তেহরান। কিন্তু আমেরিকা সহ পশ্চিমী দেশগুলির চাপের মুখে শেষ পর্যন্ত দায় স্বীকার করতে বাধ্য হয় তাঁরা। দেশজোড়া প্রতিবাদের মধ্যে এই গাফিলতির তদন্তে বিশেষ আদালত গঠনের কথা ঘোষণা করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি।
এদিন গ্রেপ্তারির খবর সামনে আসার আগেও প্রেসিডেন্ট রৌহানি দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের রেয়াত না করার বার্তা দিয়েছেন। তিনি বলেন, এই ঘটনার জন্য যার শাস্তি পাওয়া উচিত, সে সাজা পাবেই। বিচার বিভাগের উচিত উচ্চপদস্থ বিচারপতি এবং বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ আদালত গঠন করা। যা গোটা বিশ্ব দেখবে। বিমান দুর্ঘটনার দায় কোনও একজনের নয় বলেও জানিয়েছেন তিনি। তাঁর মতে, দায় শুধু যে ক্ষেপণাস্ত্রের বোতাম টিপেছে তার নয়। অন্যরাও রয়েছে। আমি চাই বিষয়টি মানুষের সামনে তুলে ধরা হোক।’