Bartaman Patrika
বিদেশ
 

 ইমরান, জঙ্গি-মদতের আর কত প্রমাণ চান?

মৃণালকান্তি দাস: স্বাধীনতা যোদ্ধাদের পাল্টা আক্রমণ! পুলওয়ামার বর্বরোচিত ঘটনার দায় স্বীকার করা জয়েশ-ই-মহম্মদের (জেইএম) হানাদার জঙ্গিদের এ ভাষাতেই মর্যাদা দিয়েছে পাকিস্তানের সংবাদপত্র ‘দ্য নেশান’। দাবি, কাশ্মীরের ‘আজাদি’র লক্ষ্যেই নাকি এই হামলা চালানো হয়েছে। সেই খবরে লেখা হয়েছে, ‘অধিকৃত (ভারতের দ্বারা) কাশ্মীরে ভারতীয় জওয়ানদের উত্তরোত্তর বেড়ে চলা নৃশংসতার কাছে মাথা নোয়াতে অস্বীকার করলেন স্বাধীনতার যোদ্ধারা।’ ডন, পাকিস্তান টুডে-র মতো কোনও কোনও পাক দৈনিক তো পুলওয়ামাকে বলেছে ‘হেল্ড কাশ্মীর’ বা ‘অধিকৃত এলাকা’। জঙ্গিদের হানাদারির ঘটনাকে এই ভাবে বার বার স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছে পাক সংবাদমাধ্যম। বোঝানোর চেষ্টা হয়েছে, পুলওয়ামা যে এলাকায় পড়ে, কাশ্মীরের সেই এলাকা ভারত জবরদখল করে বসে আছে! এই পাকিস্তানই বলছে, পুলওয়ামার কাপুরুষোচিত ঘটনার সঙ্গে তারা কোনওভাবেই জড়িত নয়। যেমন স্বীকার করে না, ইমরানের জমানাতেই জয়েশের বাড়বাড়ন্তের কথা।
আসলে কুখ্যাত জঙ্গি মৌলানা মাসুদ আজহারের জয়েশ-ই-মহম্মদের সঙ্গে দারুণ সম্পর্ক ইসলামাবাদের তখতে থাকা পাকিস্তান-ই-ইনসাফ (পিটিআই) এবং তাদের নেতা ইমরান খানের। সেই সম্পর্ক এতটাই মধুর যে আন্তর্জাতিক জঙ্গি অর্থায়নে নজরদারি সংস্থা এফএটিএফ (ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স)-এর কালোতালিকা ভুক্ত করার হুমকি উপেক্ষা করে মাসুদকে মদত দিয়ে যাচ্ছে পাক সরকার। কে না জানে, পাকিস্তানে নির্বাচনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বিশ্বাসঘাতক হিসেবে তুলে ধরে লাগাতার প্রচার করে গিয়েছে জয়েশের প্রথম সারির নেতারা। পাশাপাশি ইমরানের জনসভায় ভিড় বাড়ানো থেকে শুরু করে সব রকম সাহায্য করে জঙ্গি সংগঠনটি। ফলে ইমরান খান ক্ষমতায় থাকতে কার সাধ্যি আছে মাসুদ আজহারের টিকি ছোঁয়ার।
গত ৫ ফেব্রুয়ারি পেশোয়ারে একটি জনসভায় বক্তব্য রাখে মৌলানা। পাক সেনার প্রশংসা করে সে বলে, এককালে উর্দি পরিহিত ভাইরা আমাদের পতাকা খুলে নিত। কিন্তু আজ তারা আমাদের পতাকার নিচেই কদম মিলিয়ে হাঁটছে। মাসুদের বয়ানে স্পষ্ট হয়ে পড়েছে যে খাতায় কলমে জয়েশকে নিষিদ্ধ ঘোষণা করলেও, পাক সেনাবাহিনীর সমর্থন রয়েছে জঙ্গি সংগঠনটির প্রতি। নিজের ভাষণে মৌলানা সেদিন বলেছিল, গুগলে পুলওয়ামার যে কোনও নাম সার্চ করলেই জয়েশের পতাকা ভেসে উঠবে। কাশ্মীরের ঘরে ঘরে জয়েশের পতাকা পাওয়া যাবে। ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে ওই জঙ্গিনেতা আরও বলে, কাশ্মীর থেকে সেনা সরাতে বাধ্য হবে ভারত। যতদিন তা হচ্ছে না, ততদিন আফজল গুরুর মতো আরও জেহাদি উপত্যকায় প্রবেশ করবে। মৌলানার বক্তব্যের কদিন পরই আত্মঘাতী জঙ্গি হানায় পুলওমায় শহিদ হন ৪৯জন সিআরপিএফ জওয়ান। সব মিলিয়ে পাকিস্তানেই যে হামলার শিকড় তা স্পষ্ট।
একদিকে, পাকিস্তানের ‘জাতীয় সন্ত্রাস-বিরোধী কর্তৃপক্ষে’র ওয়েবসাইটে বলা রয়েছে পাকিস্তানের ৩৩টি বেআইনি জঙ্গি সংগঠনের মধ্যে একটি জয়েশ-ই-মহম্মদের (জেইএম)। অন্যদিকে, পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরে ১৬ একর জমির উপর একটি প্রাসাদোপম ভবন গড়ে তুলছে জয়েশ। নাম জামিয়া মসজিদ সুবান আল্লা। দক্ষিণ পাঞ্জাবের গ্রামাঞ্চল থেকে কয়েক হাজার কিশোর যুবককে এনে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার পরিকাঠামো থাকছে সেই ভবনে। থাকছে মাটির তলায় একটি চেম্বারও। সেখানে গুলি চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। শুনলে অবাক হবেন, এই ভবন থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে রয়েছে পাক সেনাশিবির। এই মাসুদই নাকি এখন পাক সেনা হাসপাতালে ভর্তি। তার দু’টি কিডনিই বিকল। নিয়মিত ডায়ালিসিস করতে হয়। কার্যত শয্যাশায়ী ষাট ছুঁই ছুঁই মোস্ট ওয়ান্টেড এই জঙ্গি নেতা।
এরপরও পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সল বলেছেন, ‘২০০২ থেকে পাকিস্তানে নিষিদ্ধ জয়েশ। সেই নিষেধাজ্ঞা কার্যকর করার ক্ষেত্রে পাকিস্তানের যা যা করণীয়, তা করা হচ্ছে। অথচ হামলা হওয়ার একটু পরেই কোনও তদন্ত না-করে পাকিস্তানের ঘাড়ে অভিযোগ চাপিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের সাজানো অভিযোগ অতীতেও তোলা হয়েছে।’ এতেই স্পষ্ট, মাসুদ আজহার নিয়ে কে কী অভিযোগ তুলল তাতে ইমরানের কিছু যায় আসে না। ইমরান জানেন, তার পাশে রয়েছে চীন। মাসুদ জানে, চীন তার রক্ষাকবচ। তার মাথার উপর রয়েছে জি জিনপিংয়ের ছাতা। আর তাই, পুলওয়ামায় গাড়িবোমা হামলার পরেও মাসুদ আজহার তথা জয়েশ-ই-মহম্মদের মাথা থেকে হাত সরায়নি বেজিং। কেন জানেন?
এর পিছনে রয়েছে চীন-পাক ইকোনমিক করিডোর। রয়েছে চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের স্বপ্নের আরও একটি প্রকল্প। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। যার মাধ্যমে সড়ক, রেল এবং সমুদ্রপথে পরিকাঠামো নির্মাণের মাধ্যমে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকাকে সংযুক্ত করা হবে। আর চীন-পাক ইকোনমিক করিডোর (সিপেক) পাকিস্তানের মধ্যে দিয়ে গিয়েছে। সিপেক-এর ৪৫টি প্রকল্পে প্রায় ৪০ বিলিয়ন ডলার লগ্নি করেছে চীনা সংস্থাগুলি। পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক, এবং জয়েশের মত আইএসআই প্রক্সিদের যদি চীন আন্তর্জাতিক সুরক্ষাকবচ দেয়, তাহলে সিপেক পরিকাঠামোর উপর সন্ত্রাসবাদী হামলা না হওয়ার ব্যাপারে নিশ্চয়তা পাওয়া যাবে।
প্রশ্ন হল, কাড়ি কাড়ি টাকা কোথা থেকে পায় মাসুদ? জয়েশের মতো জঙ্গি সংগঠনকে পুঁজি জোগানো বন্ধ করার জন্য পাকিস্তানকে নির্দেশ দিয়েছিল এফএটিএফ। যার সময়সীমা চলতি বছরের সেপ্টেম্বর। সেটি না হলে বড়সড় নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হবে পাকিস্তানকে। এ ব্যাপারে ২৬ দফা কর্মসূচির প্রতিশ্রুতিও দিয়েছে ইসলামাবাদ। কিন্তু তারপরেও জয়েশের গাঁয়ে আঁচ লাগে এমন কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি ইমরান খানকে। উল্টে দেখা গিয়েছে, প্রত্যেক হজযাত্রীকে ১২ হাজার টাকা করে চাঁদা দিতে হয়েছে জয়েশের তহবিলে। এরপরও ইমরান দায় এড়াবেন?
পাক মদতপুষ্ট জয়েশ-ই-মহম্মদের নাড়ির যোগ তালিবানের সঙ্গে। ২০০৩ সালে, পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি পারভেজ মোশারফের বিরুদ্ধে দু’বার প্রাণঘাতী হামলার পর তুঙ্গে ওঠে পাকিস্তান-জয়েশ বিরোধ। এই একই সময় কাশ্মীর উপত্যকাতেও ভিত দুর্বল হতে শুরু করে জয়েশের। এর প্রধান কারণ দু’টি– পাকিস্তানের সমর্থন হারানো, এবং গোষ্ঠীর অভ্যন্তরে ভারতের গুপ্তচরদের অনুপ্রবেশ। ২০১৬ সালে, যে সময়ে কাশ্মীরে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছিল এবং যার জেরে হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি মারা যায়, সেই সময়ে কুপওয়ারা এবং পুঞ্চ দিয়ে জয়েশের দু’টি গোষ্ঠী ভারতে প্রবেশ করে। নিরাপত্তাবাহিনীর দাবি, কাশ্মীরে জয়েশের সেটাই পুনর্জন্ম। জয়েশের ফের বাড়বৃদ্ধির পিছনে যার হাত সবচেয়ে বেশি রয়েছে বলে মনে করা হয়, সে কাশ্মীর উপত্যকার তিনফুটিয়া জঙ্গি নুর মহম্মদ তান্ত্রে ওরফে নুর ত্রালি। নুর নিহত হয় এই পুলওয়ামাতেই, ২০১৭-র ২৫ ডিসেম্বর। ত্রালির জায়গা নিয়েছিল পাক জঙ্গি মুফতি ওয়াকাস। নূর এবং মুফতি, দুই জঙ্গিই ছিল সদ্যযুবক। একজন ক্লাস টেনের ছাত্র। অন্যজন ট্যাক্সিচালক। মুফতি ওয়াকাস নিহত হয় অবন্তীপোরায়, ২০১৮-র মার্চে। তবুও থেমে থাকেনি হিংসা।
লস্কর এবং হিজবুল মুজাহিদিনের উপর আন্তর্জাতিক নজরদারি থাকায় জয়েশের পুনরুত্থান পাকিস্তানি রণকৌশল বলে মনে করছে গোয়েন্দারা। পাকিস্তানের রাজনীতি-জঙ্গি সংযোগ নিয়ে গবেষণা করছেন জর্জ টাউন ইউনিভার্সিটির অধ্যাপক সি ক্রিস্টিন ফেয়ার। তাঁর দাবি, জয়েশকে যে পাকিস্তান নতুন করে সাজাচ্ছে তার কারণ শুধু আঞ্চলিক কৌশলই নয়, এর পিছনে রয়েছে আভ্যন্তরীণ নিরাপত্তা কৌশলও। অধ্যাপক ফেয়ার লিখেছেন, জয়েশ হল, পাকিস্তানের একটি কর্মসূচি। যে কর্মসূচির মাধ্যমে পাকিস্তান বিপথগামী জঙ্গিদের নিয়ে আসতে চায় ‘ভালো জঙ্গি’র ছাতার নিচে। একইসঙ্গে যাদের ব্যবহার করে ভারতের সঙ্গে ক্রমাগত যুদ্ধও চালিয়ে যাবে।
নিশ্চিত এই অভিযোগ মানতে চাইবেন না ইমরান খান। আর মানলে? নওয়াজের মতো প্রধানমন্ত্রীর পদের ‘ফুটন্ত কড়াই’ থেকে ছিটকে পড়তে হবে তাঁকেও!

24th  February, 2019
‘আমরা একটা বোমা মারলে ওরা মারবে ২০টা’
পরমাণু যুদ্ধে পাকিস্তানকে নিশ্চিহ্ন করে দেবে ভারত
ইমরান খানকে সতর্ক করে দিলেন মোশারফ

আবু ধাবি, ২৪ ফেব্রুয়ারি: পুলওয়ামা হামলা পরবর্তী ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলেছেন, ‘ভারত খুব কড়া জবাবের কথা ভাবছে।’ এই পরিস্থিতিতে ভারতের উপর পরমাণু হামলা চালানো হলে পাকিস্তানকে গুঁড়িয়ে দেবে ভারত। এমনকী, ইসলামাবাদ একটা পরমাণু বোমা মারলে ভারত পাল্টা ২০টা মারবে।
বিশদ

দুবাইগামী বিমান ছিনতাইয়ের চেষ্টা বাংলাদেশে, আটক বিদেশি

ঢাকা ও চট্টগ্রাম, ২৪ ফেব্রুয়ারি: বিমান ছিনতাইয়ের চেষ্টা ঘিরে রবিবার উত্তেজনা ছড়ালো বাংলাদেশে। তবে প্রাণের ঝুঁকি সত্ত্বেও বিমানকর্মীরা রুখে দাঁড়ানোয় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে খবর। আর তা করতে গিয়ে এক বিমানকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল ‘ময়ূরপঙ্খী’ নামে বাংলাদেশ বিমানের বোয়িং-৭৩৭ প্লেনটির।
বিশদ

উত্তপ্ত সীমান্ত, চাপ বাড়ছে মাদুরো’র উপর

 ভেনেজুয়েলা, ২৪ ফেব্রুয়ারি (এএফপি): ভেনেজুয়েলা সীমান্তে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। বিভিন্ন দেশ থেকে পাঠানো ত্রাণ সামগ্রী দেশে ঢুকতে দিচ্ছেন না প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তাঁর মতে, ত্রাণ পাঠিয়ে আমেরিকা ভেনেজুয়েলা দখলের চেষ্টা করছে।
বিশদ

মিসিসিপি শহরে ঘূর্ণিঝড় এবং লাগাতার বৃষ্টিতে বন্যার ভ্রুকুটি

  কলম্বাস (মার্কিন যুক্তরাষ্ট্র), ২৪ ফেব্রুয়ারি (এপি): ভারী বৃষ্টির সঙ্গে প্রবল ঘূর্ণিঝড়। এই দুইয়ের মিশেলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মিসিসিপি শহরে। প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের স্বাভাবিক জনজীবন ও ব্যবসা-বাণিজ্য। শনিবার দুপুর থেকে শহরের উত্তর প্রান্তে ব্যাপক বৃষ্টি শুরু হয়। সঙ্গে ছিল ঘূর্ণিঝড়ের তাণ্ডব।
বিশদ

 এবার পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রসঙ্ঘে অভিযোগ জানাল আফগানিস্তান

কাবুল, ২৪ ফেব্রুয়ারি: পুলওয়ামার ঘটনার পর আরও একবার সন্ত্রাসবাদের মদতদাতা দেশ হিসেবে কাঠগড়ায় উঠেছে পাকিস্তান। শুধু তাই নয়, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন নিয়েও একাধিকবার সরব হয়েছে ভারত।
বিশদ

পাল্টি খেল পাকিস্তান
দু’দিনের মধ্যে জয়েশের সদর দপ্তর পরিবর্তিত হল মাদ্রাসা ও মসজিদে

লাহোর, ২৪ ফেব্রুয়ারি(পিটিআই): সন্ত্রাস দমনে পদক্ষেপের কথা বলে দু’দিনে মধ্যে পাল্টি খেল পাকিস্তান। গত শুক্রবার ভাওয়ালপুরে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের দুটি সদর দপ্তর প্রশাসন দখলে নিয়েছে বলে জানিয়েছিলেন সেদেশের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। সেই বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে শনিবার তিনি বলেন, মাদ্রাসাতুল সাবির ও জামিয়া-ই-মসজিদ শুভনআল্লাহ হল মাদ্রাসা ও মসজিদ।
বিশদ

 ৫০ দেশের ৮০০ আইএস জঙ্গি কারাগারে

  উত্তর সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর শেষ ঘাঁটিতে প্রবল হামলা চালিয়েছে আমেরিকা সমর্থিত কুর্দি যোদ্ধারা। তাদের হাতে আটক হয়েছে ৫০ দেশের ৮০০ জঙ্গি। তাদের স্ত্রী-সন্তানেরা রয়েছে আশ্রয় শিবিরে। এরকম অবস্থায় জঙ্গিরা যেসব দেশের নাগরিক সেসব দেশের পক্ষ তাদেরকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না।
বিশদ

24th  February, 2019
পাকিস্তানকে হুঁশিয়ারি ট্রাম্পের
পুলওয়ামার পর এবার কড়া
জবাবের কথা ভাবছে ভারত

 ওয়াশিংটন, ২৩ ফেব্রুয়ারি (পিটিআই): চীনের বাধার প্রাচীর টপকে পুলওয়ামা হামলায় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ জড়িত বলে বিবৃতি দিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। এবার পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন ভারত ‘খুব কড়া জবাবে’র কথা ভাবছে।
বিশদ

24th  February, 2019
 সিরিয়ায় ৮ বছরে হয়েছে ৩৩৬ রাসায়নিক হামলা

  যুদ্ধবিধ্বস্ত সিরিয়া গত ৮ বছরে এখনও পর্যন্ত ৩৩০টির বেশি রাসায়নিক হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে জার্মানের থিঙ্ক ট্যাশ্ক গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউট। ‘নোহোয়্যার টু হাইড: দ্য লজিক অব কেমিক্যাল ওয়েপন্স ইউজ ইন সিরিয়া’ শীর্ষক প্রতিবেদনে তারা দাবি করেন, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩৩৬টি রাসায়নিক হামলার প্রমাণ পাওয়া গিয়েছে। বিশদ

24th  February, 2019
‘সিওল শান্তি পুরস্কার’-এ সম্মানিত মোদি, একজোট হয়ে সন্ত্রাসবাদকে শেষ করার বার্তা

 সিওল, ২২ ফেব্রুয়ারি (পিটিআই): আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্বের অর্থনৈতিক প্রগতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য ‘সিওল শান্তি পুরস্কার ২০১৮’-এ সম্মানিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার পুরস্কার কমিটির তরফে এই সম্মান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।
বিশদ

23rd  February, 2019
এইচ-ওয়ানবি ভিসা গ্রাহকদের স্ত্রী বা স্বামীকে কাজের অনুমতি নয়, প্রস্তাব গেল হোয়াইট হাউসে

 ওয়াশিংটন, ২২ ফেব্রুয়ারি (পিটিআই): এইচ-ওয়ানবি ভিসা দেওয়ার নিয়মে পরিবর্তন করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বেশ কিছু দিন ধরেই বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চালাচ্ছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস। এবার তার নিয়মে নতুন একটি ধারা যুক্ত করার প্রস্তাব সরকারিভাবে পৌঁছল হোয়াইট হাউসে।
বিশদ

23rd  February, 2019
 জলবায়ু সঙ্কট: মোদিকে কাজে করে দেখাতে অনুরোধ সুইডিশ কিশোরীর

 নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি: শুধু কথায় নয়, কাজে করে দেখান। জলবায়ু পরিবর্তনের সঙ্কট নিয়ে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে এমনই চিঠি দিয়েছে ১৬ বছরের সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ। সে লিখেছে, প্রিয় মোদি আপনি জলবায়ু সঙ্কট নিয়ে আপনি কড়া পদক্ষেপের কথা বলেছেন। কিন্তু শুধু বললে হবে না। 
বিশদ

23rd  February, 2019
 ভারতের নদীর জলপ্রবাহ ঘোরানো নিয়ে আমরা বিচলিত নই, জানাল পাকিস্তান

  ইসলামাবাদ, ২২ ফেব্রুয়ারি (পিটিআই): ভারতের তিন নদী শতদ্রু, বিপাশা ও ইরাবতীর জলপ্রবাহ ঘুরিয়ে দেওয়া বা জল বন্ধ করে দেওয়া নিয়ে পাকিস্তান বিন্দুমাত্র বিচলিত নয়। পুলওয়ামা জঙ্গিহামলা পরবর্তী পাকিস্তানকে ‘ভাতে মারতে’ নয়াদিল্লি যে পদক্ষেপ নিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে এমনই প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ।
বিশদ

23rd  February, 2019
ঢাকায় বিধ্বংসী আগুনে মৃত অন্তত ৮৫

ঢাকা, ২১ ফেব্রুয়ারি: বাংলাদেশের রাজধানী ঢাকার চকবাজারে রাসায়নিক গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ৮৫ জনেরও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। এদিনের অগ্নিকাণ্ড বাগরি মার্কেটের থেকেও ভয়ঙ্কর। বিশদ

22nd  February, 2019

Pages: 12345

একনজরে
 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দল খেতাবি দৌড়ে রয়েছে। অথচ ঠিক এই সময়ই ইস্ট বেঙ্গল ক্লাবে বেসুরো ধ্বনি। ইনভেস্টার কোয়েসের চেয়ারম্যান অজিত আইজ্যাক ক্লাবের অভ্যন্তরীণ রাজনীতিতে বিরক্তি ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিম কার্ড ছাড়াই কথা বলা যাবে সারা বছর। ইন্টারনেটের মাধ্যমে ফোন কল করা হলেও, অপর প্রান্তে যিনি ফোন ধরবেন, তাঁর ইন্টারনেট থাকার কোনও প্রয়োজনই নেই। সেই কারণেই মোবাইলে ইন্টারনেট থেকে ফোন করা যাবে যে কোনও মোবাইলে, এমনকী ...

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি: পুলওয়ামা হামলার পর আন্তর্জাতিক চাপের মুখে কোণঠাসা পাকিস্তান। হামলায় পাক যোগের অভিযোগ খারিজ করেছেন সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার তাঁকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যেই পাকিস্তান থেকে দিল্লি এসে তাঁর সঙ্গে দেখা করলেন ...

বিএনএ, বারাকপুর: দেখতে দেখতে ৬৮ বছরে পা দিল কল্যাণী। ২৪ ফেব্রুয়ারি এই শহরের জন্মদিন। ৬৭টি বসন্ত পার করে এই শহর এখন ‘স্মার্ট সিটি’ হিসাবেই পরিচিতি লাভ করেছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা। ব্যবসায়ীদের উন্নতির আশা রয়েছে। বিদ্যার্থীদের সাফল্যযোগ আছে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য দেখা দেবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৩৮- ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ারের জন্ম
১৯৪৮- অভিনেতা ড্যানির জন্ম
১৯৬৯- পশ্চিমবঙ্গে ক্ষমতায় এল দ্বিতীয় যুক্তফন্ট্র সরকার
১৯৮১- অভিনেতা শাহিদ কাপুরের জন্ম
১৯৮৮- ভারতের প্রথম ভূমি থেকে ভূমি ক্ষেপনাস্ত্র ‘পৃথ্বী’র সফল উৎক্ষেপণ
২০০১- কিংবদন্তী ক্রিকেটার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের মৃত্যু
২০০৯- বাংলাদেশ রাইফেলস বাহিনীতে বিদ্রোহ, ঢাকায় সংঘর্ষে মৃত্যু ৭৪ জনের 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৩৯ টাকা ৭২.০৯ টাকা
পাউন্ড ৯১.১৬ টাকা ৯৪.৬২ টাকা
ইউরো ৭৯.১৯ টাকা ৮২.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
23rd  February, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৩,৯৪৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩২,২০৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩২,৬৯০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪০,৫৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪০,৬৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
24th  February, 2019

দিন পঞ্জিকা

১২ ফাল্গুন ১৪২৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, সপ্তমী ৫৬/৪৪ রাত্রি ৪/৪৭। বিশাখা নক্ষত্র ৪০/৫ রাত্রি ১০/৮। সূ উ ৬/৫/৩৯, অ ৫/৩৪/১১, অমৃতযোগ দিবা ৭/৩৭ মধ্যে পুনঃ ১০/৪২ গতে ১২/৫৮ মধ্যে। রাত্রি ৬/২৩ গতে ৮/৫৪ মধ্যে পুনঃ ১১/২৫ গতে ২/৪৫ মধ্যে, বারবেলা ৭/৩২ গতে ৮/৫৮ মধ্যে পুনঃ ২/৪২ গতে ৪/৭ মধ্যে, কালরাত্রি ১০/১৫ গতে ১১/৫০ মধ্যে।
১২ ফাল্গুন ১৪২৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ষষ্ঠী ১০/৫১/৩১। বিশাখানক্ষত্র রাত্রি ৩/৩২/৫১, সূ উ ৬/৬/৫৫, অ ৫/৩২/৮, অমৃতযোগ দিবা ৭/৩৮/১৯ মধ্যে ও ১০/৪১/৮ থেকে ১২/৫৮/১৫ মধ্যে এবং রাত্রি ৬/২২/৪৬ থেকে ৮/৫৩/৩৯ মধ্যে ও ১১/২৪/৩৩ থেকে ২/৪৫/৪৪ মধ্যে, বারবেলা ২/৪১/৫ থেকে ৪/৬/৪৭ মধ্যে, কালবেলা ৭/৩২/৩৭ থেকে ৮/৫৮/১৮ মধ্যে, কালরাত্রি ১০/১৫/২৩ থেকে ১১/৪৯/৪১ মধ্যে। 
১৯ জমাদিয়স সানি
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা। বৃষ: নিজের প্রতিভার দ্বারা বিশেষ প্রতিষ্ঠা লাভ করতে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯৩৮- ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ারের জন্ম১৯৪৮- অভিনেতা ড্যানির জন্ম১৯৬৯- পশ্চিমবঙ্গে ক্ষমতায় ...বিশদ

07:03:20 PM

পুলওয়ামায় জঙ্গি হামলায় ব্যবহৃত গাড়ি এবং গাড়ির মালিককে শনাক্ত করল এনআইএ 

07:39:53 PM

আইলিগ: আইজলের সঙ্গে ১:১ গোলে ড্র করল ইস্ট বেঙ্গল 

07:03:44 PM

 স্কচ প্লাটিনাম পুরস্কার পেল খাদ্য সাথী প্রকল্প

06:34:58 PM

আইলিগ: ইস্ট বেঙ্গল ১ আইজল এফসি ১ (৬৫ মিনিট) 

06:33:24 PM