দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন ... বিশদ
পুলিস সূত্রে খবর, অভিযুক্ত গাদে শিরুর একটি খামার বাড়িতে আত্মগোপন করেছিল। মঙ্গলবার ঘটনার পর পুনে থেকে পালানোর জন্য সে সব্জি বোঝাই একটি ট্রাকে করে শিরুতে চলে আসে। সেখানে নিজের পরিচয় গোপন রাখতে জামা, জুতোও বদল করে অভিযুক্ত। পুলিসের দাবি, দত্তাত্রয় রামদাস গাদের নামে আগে থেকেই একাধিক মামলা ছিল। পুনে এবং অহল্যনগর জেলায় চুরি, ডাকাতি ছিনতাইয়ের কমপক্ষে ৬টি মামলায় অভিযুক্ত ছিল সে।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের পুনের স্বরগেট বাসস্ট্যান্ডে এই ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিন ভোরে বাসের অপেক্ষা করছিলেন নির্যাতিতা। তাঁকে ‘দিদি’ বাসস্ট্যান্ডের অন্যদিকে নিয়ে যায় অভিযুক্ত। এরপর একটি বাসে তুলে তরুণীকে ধর্ষণ করে পালিয়ে যায়। ফলে মহারাষ্ট্রের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও ঘটনার প্রায় ৭৫ ঘণ্টা পরে অবশেষে পাকড়াও হয় অভিযুক্ত।