দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন ... বিশদ
ইতিমধ্যেই জোটসঙ্গী একনাথ সিন্ধের সঙ্গে বিজেপির চরম দূরত্ব তৈরি হয়েছে। একনাথ সিন্ধে মাঝেমধ্যেই সাতারায় নিজের গ্রামের বাড়িতে চলে যাচ্ছেন এবং সেখানে আম দরবার বসাচ্ছেন। আর এই দূরত্বের সুযোগ নিতে উদ্ধব থ্যাকারের তৎপর। সিন্ধের ক্ষোভের অন্যতম কারণ বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর উদ্ধব থ্যাকারের দল সম্পর্কে নরম মনোভাব নিয়েছেন। সিন্ধের সন্দেহ, বিজেপি উদ্ধব থ্যাকারেকে আবার জোটে নিতে তৎপর। বস্তুত মহারাষ্ট্রে এই চর্চাই তুঙ্গে। কারণ বিজেপি ঠিক করেছে, একা উদ্ধব থ্যাকারে নয়, শারদ পাওয়ারের দলকেও ইন্ডিয়া জোট থেকে বের করে বিজেপি জোটে নিয়ে আসা যায়। শারদ পাওয়ারের কাছে বিজেপি দূত পাঠিয়েছে বলেও শোনা যাচ্ছে। আসলে বিজেপির প্রধান লক্ষ্য কংগ্রেসকে মহারাষ্ট্রে একা করে দেওয়া। উদ্ধবও বিজেপি সম্পর্কে কোনওরকম কঠোর অবস্থান নিচ্ছেন না। সবমিলিয়ে মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ এখনও নাটকীয় মোড় নেওয়ার অপেক্ষায়। ফাইল চিত্র