দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন ... বিশদ
জানা গিয়েছে, এই বাজারে ইতিমধ্যেই ঝিইউয়ান রোবোটিক্স, ম্যাজিক ল্যাবের মতো সংস্থা রয়েছে। তারাও হিউম্যানয়েড রোবোটিক্স প্রোগ্রামে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তাদের টেক্কা দিতে ইতিমধ্যেই অত্যাধুনিক ফিগার ১ ও আরও বৈশিষ্ট্য সম্পন্ন ফিগার ২ মানবরূপী রোবট এনেছে ব্রেডের সংস্থা। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ফিগার ৩—ও। সংস্থার দাবি, প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে সঙ্গে গৃহস্থে ও শিল্পক্ষেত্রে অটোমেশনের চাহিদা দ্রুত বাড়ছে। তা পূরণ করবে ফিগারের মানব-রোবট। সেই মতো সেগুলি তৈরি করা হচ্ছে। উল্লেখ্য, গতবছরই এই সংস্থা বিএমডবলুর সঙ্গে চুক্তি সম্পন্ন করে। আরও একটি সংস্থাও তাদের মানবরূপী রোবটের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।