দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন ... বিশদ
এবারের ভোটে নীতীশের ‘ভগ্নস্বাস্থ্য’কে প্রচারের হাতিয়ার করতে চলেছে বিরোধীর শিবির। অন্যদিকে, জোট শরিক বিজেপি নীতীশের মুখ্যমন্ত্রী প্রার্থীপদ নিয়ে অবস্থান খোলসা করেনি। এই পরিস্থিতিতেই নীতীশের হয়ে ব্যাট ধরলেন তাঁর ছেলে। বিরোধীদের দাবি উড়িয়ে তিনি বলেন, তাঁর বাবা ১০০ শতাংশ সুস্থ। তাঁর কথায়, ‘বিষয়টি জনগণকেই বুঝে নিতে দিন। বাবা সম্পূর্ণ সুস্থ। আরও পাঁচবছর হেসেখেলে তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন।’ নীতীশের সুস্থ শরীরের প্রমাণ দিতে প্রগতি পদযাত্রার কথা উল্লেখ করেছেন নিশান্ত। এই পদযাত্রায় অংশ নিয়ে রাজ্যের ৩৮ জেলাতেই নীতীশ সভা করেন।
দীর্ঘ ১৯ বছর মুখ্যমন্ত্রী রয়েছেন নীতীশ। তবে এখনও রাজনীতিতে হাতেখড়ি হয়নি নিশান্তের। তবে নীতীশের উত্তরসূরি হিসেবে নিশান্তকে রাজনীতিতে চেয়ে পোস্টার পড়েছে পাটনায়। এরপরেও রাজনৈতিক ময়দানে অভিষেক নিয়ে মুখ খোলেননি নিশান্ত। সম্প্রতি লালুপ্রসাদ যাদবের ছেলে তেজপ্রতাপ যাদব তাঁকে আরজেডিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সে প্রসঙ্গে নিশান্ত বলেন, ‘তেজই বলতে পারবে, কেন সে এমনটা বলল।’