দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থাগম ও পুনঃ সঞ্চয়। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্ম লাভের সম্ভাবনা। মন ... বিশদ
আন্দোলন, গোষ্ঠী সংঘর্ষ বা পরীক্ষা— নানা কারণে প্রশাসনের ইন্টারনেট পরিষেবায় কোপ পড়ার ঘটনা ভারতে নতুন কিছু নয়। ২০২৩ সালে সংখ্যাটি ছিল ১১৬। সেই প্রবণতা গত বছর কিছুটা কমলেও বিশ্বের যে কোনও গণতান্ত্রিক দেশের তুলনায় তা অনেকটাই বেশি। এক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে সেনা শাসিত মায়ানমার।
অ্যাক্সেস নাও-এর রিপোর্ট অনুযায়ী, গত বছর ভারতের ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। এর মধ্যে সবথেকে বেশি ঘটনা ঘটেছে মণিপুরে (২১)। এছাড়া হরিয়ানা ও জম্মু-কাশ্মীরে ১২ বার করে কোপ পড়ে পরিষেবায়। এই পদক্ষেপের কারণগুলিও বিশদে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। বিক্ষোভের কারণে পরিষেবায় বন্ধ হয় মোট ৪১ বার। গোষ্ঠী সংঘর্ষের জন্য ২৩ বার। এছাড়া গত বছর সরকারি পরীক্ষার জন্য পাঁচ বার এমন পদক্ষেপ নিয়েছিল প্রশাসন।
গতবছর বিশ্বে সর্বাধিক ইন্টারনেট ব্ল্যাকআউট হয় সেনা শাসিত মায়ানমারে। মোট ৮৫ বার। এই তালিকায় পাকিস্তান তৃতীয় স্থানে (২১)। এছাড়া রাশিয়া (১৩), ইউক্রেন (৭), প্যালেস্তাইন (৬) ও বাংলাদেশ(৫)ও রয়েছে এই তালিকায়।