নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ ও পশ্চিম ভারতের কিছু জায়গায় ফেব্রুয়ারির শেষলগ্নে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে এখনই। তবে তাপমাত্রা খানিকটা বাড়লেও এখনই দক্ষিণবঙ্গে এরকম পরিস্থিতি হবে না বলেই আশা করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখন সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। কলকাতায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জনিয়েছেন, আপাতত দিন সাতেক কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়লেও তা ৩২-৩৩ ডিগ্রির আশপাশে থাকবে বলে তাঁরা আশা করছেন। উত্তর ভারত ও উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতাসহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় ১৯-২০ ডিগ্রির আশপাশে আছে। পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা এখন ১৭-১৮ ডিগ্রির আশপাশে। বসন্তকালের এই সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোর ও রাতের দিকে খুব হাল্কা শীতের অনুভূতি থাকে। সেই পরিস্থিতি এখন রয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, ফেব্রুয়ারি মাস থেকে দক্ষিণ ভারতে তাপমাত্রা বেশি চড়তে শুরু করে। সূর্যের অবস্থান এর অন্যতম কারণ। সূর্যের অবস্থানগত কারণে দেশের ওই অংশে চড়া রোদ হয়। অন্যদিকে উত্তর ভারতে সূর্যের অবস্থানগত কারণে এই সময় রোদ অতটা চড়া হয় না। তাই মার্চ মাসে দেশের ওই অংশে শীতের কিছুটা ছোঁয়া পাওয়া যায়। দক্ষিণ ভারতের দিক থেকে ওড়িশা হয়ে দক্ষিণবঙ্গে উষ্ণ বাতাস ঢুকলে মার্চ মাসেই এখানে তাপমাত্রা অনেকটা চড়তে শুরু করে। মার্চ মাস যত অগ্রসর হবে দক্ষিণবঙ্গে গরম তত বাড়বে। কালবৈশাখীর ঝড়বৃষ্টি হলে গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে।