নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৬-এর বিধানসভা ভোটের আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল তৃণমূলের মহা সম্মেলন। এই মহা সম্মেলনের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়, ‘পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সর্বস্তরের কর্মীদের সভা’। আজ, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয় এই সম্মেলন। প্রধান বক্তা হিসেবে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলনে ভাষণ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে দলের সর্বস্তরের কর্মীদের বিশেষ বার্তা এবং লড়াই-এর রূপরেখা তৈরি করতেই এই মহা সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে আজ, বৃহস্পতিবার বিজেপিকে নিশানা করেন মমতা। তিনি বলেন, “বিজেপি বাংলার সংস্কৃতি ভুলিয়ে দিচ্ছে। ভোট এলেই মনে পড়ে চাপ বাড়াতে হবে। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগিয়ে তৃণমূলের নেতাদের হেনস্তা করা হয়।” একইভাবে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন অভিষেকও। তিনি বলেন, “বাংলাকে কলুষিত করার চক্রান্ত করে চলেছে বিজেপি। তেমনই ক্রমাগত বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র। ২৬-এ বাংলার মানুষ বিজেপিকে ফের জবাব দেবে।”
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এদিন লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আগামী বিধানসভা ভোটে ২১৫টা আসন পেতেই হবে। অভিষেক ঠিকই বলেছে। আসন আরও বেশি পাওয়ার চেষ্টা করতে হবে। ২১৫-র থেকে বেশি আসন পেতে হবে। কোনও ভাবেই এর চেয়ে কম নয়। বিজেপি, সিপিএম, কংগ্রেসের জামানত জব্দ করতে হবে।”
মমতা, অভিষেকের পাশাপাশি এদিন নেতাজি ইন্ডোরে উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষ স্তরের নেতা-নেত্রীরা। তৃণমূল সূত্রে খবর, প্রায় ১৯ হাজার নেতা-কর্মী আজ এই মহা সম্মেলনে উপস্থিত ছিলেন।